India vs Sri Lanka 3rd T20I Live Score: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ২টি টি-২০ ম্যাচ জিতে ভারত আগেই সিরিজ জয় নিশ্চিত করে। মঙ্গলবার তৃতীয় ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল সূর্যকুমার যাদবদের সামনে। শেষমেশ পাল্লেকেলেতে হাসি মুখে মাঠ ছাড়েন ভারতীয় তারকারা। শ্রীলঙ্কা যে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস চালাবে, সে বিষয়ে কোনও সন্দেহ ছিল না। তবে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বসে তারা।
IND vs SL 3rd T20I Live: সিরিজের সেরা সূর্যকুমার
তিন ম্যাচে সাকুল্যে ৯২ রান সংগ্রহ করেন সূর্যকুমার যাদব। সেই সঙ্গে ১ ওভার বল করে ২টি উইকেট তুলে নেন তিনি। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে ভারত অধিনায়কের হাতে।
IND vs SL 3rd T20I Live: ম্যাচের সেরা ওয়াশিংটন
প্রথমে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৫ রান করেন ওয়াশিংটন সুন্দর। পরে ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন তিনি। সুপার ওভারে ৪টি বল করে ফের দখল করেন ২টি উইকেট। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ওয়াশিংটন।
IND vs SL 3rd T20I Live: সূর্যর ফাটকা কাজে লেগে গেল পুরোপুরি
সুপার ওভারের আগে জয়ের জন্য শেষ ২ ওভারে ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। হাত ছিল ৬টি উইকেট। এদিকে সিরাজ ও খলিলের এক ওভার করে বল বাকি ছিল। সূর্য ১৯তম ওভারে বল করতে ডাকেন রিঙ্কুকে। তিনি ৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। সকলকে চমকে দিয়ে সূর্যকুমার নিজে শেষ ওভারে বল করতে আসেন। জিততে শ্রীলঙ্কার ৬ রান দরকার। এই অবস্থায় দুই বিশেষজ্ঞ বোলারকে দূরে সরিয়ে রেখে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথমবার বল হাতে তুলে নেন সূর্য। তিনি ৫ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। সুতরাং, ক্যাপ্টেন সূর্যর ডাকাবুকো সিদ্ধান্তের জন্যই ম্যাচ গড়ায় সুপার ওভারে। বলা বাহুল্য ১ ওভারের টাই-ব্রেকারে জয় তুলে নিতে অসুবিধা হয়নি ভারতের।
IND vs SL 3rd T20I Live: সুপার ওভারে জিতে শ্রীলঙ্কাকে চুনকাম করল ভারত
সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করতে নামেন শুভমন গিল ও সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা বোলিংয়ে পাঠায় মাহিশ থিকশানাকে। প্রথম বলেই চার মেরে ম্যাচ জিতিয়ে দেন সূর্যকুমার। অসিথা ফার্নান্ডোর মিস ফিল্ডে চার রান পেয়ে যায় ভারত। সুপার ওভারে জিতে ভারত শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করে।
IND vs SL 3rd T20I Live: সুপার ওভারে ১ রানেই ২ উইকেট হারাল শ্রীলঙ্কা
সুুপার ওভারে শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। ভারতের হয়ে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলে ১ রান নেন মেন্ডিস। তৃতীয় বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন পেরেরা। চতুর্থ বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন পাথুম নিশঙ্কা। সুতরাং, ২টি উইকেট পড়ায় ৪ বলেই শেষ হয় শ্রীলঙ্কার সুপার ওভারের ইনিংস। তারা ১ রান সংগ্রহ করে। ভারত ২ রান তুললেই ম্যাচ জিতে যাবে।
IND vs SL 3rd T20I Live: ম্যাচ টাই, লড়াই গড়াল সুপার ওভারে
শেষ ওভারে সূর্যকুমারের চতুর্থ বলে ১ রান ওঠে। পঞ্চম বলে ওঠে ২ রান। শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ টাই করেন বিক্রমাসিংহে। ভারতের ৯ উইকেটে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। ম্যাচ টাই হওয়ায় লড়াই গড়ায় সুপার ওভারে। সূর্য ১ ওভারে ৫ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। আরও পড়ুন:- Rashid Khan's Huge Milestone: মাত্র ২৫ বছর বয়সে T20-তে অবিশ্বাস্য মাইলস্টোন রশিদের, এই কৃতিত্ব রয়েছে আর মাত্র একজনের
IND vs SL 3rd T20I Live: থিকশানাকে ফেরালেন সূর্যকুমার
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথমবার বল করতে এসেই পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন সূর্যকুমার যাদব। ১৯.৩ ওভারে সূর্যর বলে স্যামসনের দস্তানায় ধরা পড়েন থিকশানা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ১৩২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অসিথা ফার্নান্ডো। জিততে ৩ বলে ৬ রান দরকার শ্রীলঙ্কার।
IND vs SL 3rd T20I Live: কামিন্দুকে ফেরালেন সূর্যকুমার
শেষ ওভারে বল করতে আসেন ক্যাপ্টেন সূর্যকুমার নিজে। ১৯.২ ওভারে সূর্যকুমারের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন কামিন্দু মেন্ডিস। ৩ বলে ১ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১৩২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহিশ থিকশানা।
IND vs SL 3rd T20I Live: রমেশকে ফেরালেন রিঙ্কু সিং
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন রিঙ্কু সিং। ১৮.৬ ওভারে রিঙ্কুর বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রমেশ মেন্ডিস। ৬ বলে ৩ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১৩২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিক্রমাসিংহে। রিঙ্কু ১ ওভারে ৩ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। জিততে শেষ ওভারে ৬ রান দরকার শ্রীলঙ্কার।
IND vs SL 3rd T20I Live: রিঙ্কুর শিকার পেরেরা
১৯তম ওভারে বল করতে আসেন রিঙ্কু সিং। ১৮.২ ওভারে রিঙ্কুর বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। ৩৪ বলে ৪৬ রান করেন তিনি। মারেন ৫টি চার। শ্রীলঙ্কা ১২৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কামিন্দু মেন্ডিস।
IND vs SL 3rd T20I Live: খলিলের ১১ বলের ওভারে ১২ রান
১৮তম ওভারে বল করতে আসেন খলিল আহমেদ। তিনি ওয়াইড বল করেই ছয় রান উপহার দেন শ্রীলঙ্কাকে। খলিলের ১১ বলের ওভারে ১২ রান ওঠে। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১২৯ রান। জিততে ২ ওভারে ৯ রান দরকার তাদের। ৪৬ রানে ব্যাট করছেন পেরেরা। খলিল ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: আসালঙ্কাকে ফেরালেন ওয়াশিংটন
পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ১৬.৪ ওভারে সুন্দরের বলে সঞ্জু স্যামসনের দস্তানায় ধরা পড়েন চরিথ আসালঙ্কা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ১১৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রমেশ মেন্ডিস। সুন্দর ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ৪২ রানে ব্যাট করছেন পেরেরা।
IND vs SL 3rd T20I Live: ওয়াশিংটনের শিকার হাসারাঙ্গা
১৬.৩ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ বলে ৩ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা।
IND vs SL 3rd T20I Live: বিষ্ণোইয়ের দ্বিতীয় শিকার মেন্ডিস
১৬তম ওভারে বোলিংয়ে ফেরেন রবি বিষ্ণোই। ১৫.২ ওভারে বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৪১ বলে ৪৩ রান করেন মেন্ডিস। মারেন ৩টি চার। শ্রীলঙ্কা ১১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ১১৫ রান। ৪১ রানে ব্যাট করছেন পেরেরা। বিষ্ণোই ৪ ওভারে ৩৮ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
IND vs SL 3rd T20I Live: ১০০ টপকাল শ্রীলঙ্কা
১৫তম ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। চতুর্থ বলে চার মারেন পেরেরা। ওভারে ৯ রান ওঠে। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১০৮ রান। জিততে ৫ ওভারে ৩০ রান দরকার তাদের। মেন্ডিস ৪১ রানে ব্যাট করছেন। পেরেরা ব্যাট করছেন ৩৮ রানে। সুন্দর ৩ ওভারে ২১ রান খরচ করেছেন
IND vs SL 3rd T20I Live: রিয়ানের ওভারে ১১ রান
১৪তম ওভারে বল করতে আসেন রিয়ান পরাগ। পঞ্চম বলে চার মারেন পেরেরা। ওভারে ১১ রান ওঠে। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৯৯ রান। পেরেরা ৩২ ও মেন্ডিস ৩৮ রানে ব্যাট করছেন। রিয়ান ৪ ওভারে ২৭ রান খরচ করেছেন
IND vs SL 3rd T20I Live: সুন্দরের ওভারে ৬ রান
১৩তম ওভারে বোলিংয়ে ফেরেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলে চার মারেন পেরেরা। ওভারে ৬ রান ওঠে। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৮৮ রান। মেন্ডিস ৩৬ ও পেরেরা ২৩ রান করেছেন। সুন্দর ২ ওভারে ১২ রান খরচ করেছেন
IND vs SL 3rd T20I Live: রিয়ানের ওভারে ৮ রান
১২তম ওভারে পুনরায় বল করতে আসেন রিয়ান পরাগ। তাঁর ওভারে ৮ রান ওঠে। ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৮২ রান। ৩৫ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস। ১৮ রানে ব্যাট করছেন কুশল পেরেরা। রিয়ান ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: বিষ্ণোইয়ের ওভারে জোড়া বাউন্ডারি পেরেরার
১১তম ওভারে ফের বল করতে আসেন রবি বিষ্ণোই। পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ২টি চার মারেন পেরেরা। ওভারে ১৩ রান ওঠে। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৭৪ রান। ৩২ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস। ১৩ রান করেছেন পেরেরা। বিষ্ণোই ৩ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: রিয়ানের ওভারে ৩ রান
দশম ওভারে বল করতে আসেন রিয়ান পরাগ। তাঁর ওভারে মোটে ৩ রান ওঠে। ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৬১ রান। ৩০ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস। রিয়ান ২ ওভারে ৮ রান খরচ করেছেন। জিততে শেষ ১০ ওভারে ৭৭ রান দরকার শ্রীলঙ্কার। হাতে রয়েছে ৯টি উইকেট।
IND vs SL 3rd T20I Live: নিশঙ্কাকে ফেরালেন বিষ্ণোই
৮.২ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে কুশল মেন্ডিসের ব্যাটের কানা ছোঁয়া বল ধরতে পারলেন না সঞ্জু স্যামসন। ৮.৫ ওভারে বিষ্ণোইয়ের বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন পাথুম নিশঙ্কা। ২৭ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৫টি চার। শ্রীলঙ্কা ৫৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুশল পেরেরা। কুশল মেন্ডিস ২৯ রানে ব্যাট করছেন। বিষ্ণোই ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: ৫০ রানের গণ্ডি ছুঁল শ্রীলঙ্কা
অষ্টম ওভারে বল করতে আসেন রিয়ান পরাগ। দ্বিতীয় বলে চার মারেন নিশঙ্কা। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৫০ রান। নিশঙ্কা ২৬ রানে ব্যাট করছেন। ২২ রান করেছেন কুশল মেন্ডিস।
IND vs SL 3rd T20I Live: বিষ্ণোইয়ের ওভারে ১০ রান
সপ্তম ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন কুশল মেন্ডিস। তৃতীয় বলে যশস্বীর মিস ফিল্ডে চার রান উপহার পান মেন্ডিস। ওভারে ১০ রান ওঠে। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৪৫ রান। নিশঙ্কা ২২ ও মেন্ডিস ২১ রানে ব্যাট করছেন। ৬.৪ ওভারে বিষ্ণোইয়ের বলে ফের মেন্ডিসের ক্যাচ ছাড়েন স্যামসন।
IND vs SL 3rd T20I Live: কুশল মেন্ডিসের ক্যাচ ছাড়লেন স্যামসন
ষষ্ঠ ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ সিরাজ। ওভারের পঞ্চম বলে কুশল মেন্ডিসের সহজ ক্যাচ ছাড়েন সঞ্জু স্যামসন। মেন্ডিস তখন ১২ রানে ব্যাট করছিলেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ২১ রানে ব্যাট করছেন নিশঙ্কা। সিরাজ ৩ ওভারে ১১ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: সুন্দরকে বাউন্ডারি নিশঙ্কার
পঞ্চম ওভারে স্পিন আক্রমণ শানায় ভারত। বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। তৃতীয় বলে চার মারেন নিশঙ্কা। ওভারে মোট ৭ রান ওঠে। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৩১ রান। ২০ রানে ব্যাট করছেন নিশঙ্কা।
IND vs SL 3rd T20I Live: সিরাজের ওভারে ৫ রান
চতুর্থ ওভারে ফের বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ২৪ রান। ৭ রান করেছেন কুশল মেন্ডিস। সিরাজ ২ ওভারে ৭ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: খলিলকে ৩টি বাউন্ডারি নিশঙ্কার
তৃতীয় ওভারে ফের বল করতে আসেন খলিল আহমেদ। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন পাথুম নিশঙ্কা। শেষ বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। ওভারে মোট ১৫ রান ওঠে। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ১৯ রান। নিশঙ্কা ১৩ বলে ১৬ রান করেছেন। খলিল ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: সিরাজের ওভারে ২ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর ওভারে ২ রান ওঠে। ২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৪ রান। ২ রানে ব্যাট করছেন নিশঙ্কা। ১ রান করেছেন কুশল মেন্ডিস। ১ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
IND vs SL 3rd T20I Live: নিশঙ্কা-কুশলের ওপেনিং জুটিতে রান তাড়া শুরু শ্রীলঙ্কার
পাথুম নিশঙ্কাকে নিয়ে ওপেন করতে নামেন কুশল মেন্ডিস। ভারতের হয়ে বোলিং শুরু করেন খলিল আহমেদ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন নিশঙ্কা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রান তোলে শ্রীলঙ্কা।
IND vs SL 3rd T20I Live: রান-আউট সিরাজ, লড়াইয়ের রসদ পেল ভারত
ইনিংসের শেষ বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। ভারত ৯ উইকেটে ১৩৭ রান তুলে ইনিংস শেষ করে। ৮ বলে ৮ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই। সুতরাং, জিততে শ্রীলঙ্কার দরকার ১৩৮ রান। থিকশানা ৪ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। আরও পড়ুন:- Prithvi Shaw Gets Half Century: জাতীয় দল থেকে দূরে কাউন্টিতে চার-ছক্কার ঝড় তুললেন পৃথ্বী শ, যদিও হারল তাঁর দল
IND vs SL 3rd T20I Live: থিকশানার তৃতীয় শিকার সুন্দর
শেষ ওভারে বল করতে আসেন মাহিশ থিকশানা। চতুর্থ বলে ছক্কা মারেন সুন্দর। ১৯.৫ ওভারে থিকশানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওয়াশিংটন। ১৮ বলে ২৫ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কাষ ভারত ১৩৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।
IND vs SL 3rd T20I Live: রমেশের ওভারে ৮ রান
১৯তম ওভারে রমেশ মেন্ডিসের দ্বিতীয় বলে চার মারেন ওয়াশিংটন সুন্দর। ওভারে ৮ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৮ রান। ১৪ বলে ১৭ রান করেছেন সুন্দর। ৭ বলে ৮ রান করেছেন রবি। রমেশ ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: থিকশানার ওভারে ৪ রান
১৮তম ওভারে বল করতে আসেন মাহিশ থিকশানা। ওভারে ৪ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২০ রান। ১২ রানে ব্যাট করছেন সুন্দর। ৬ রান করেছেন রবি। থিকশানা ৩ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: দু'হাতেই বল করলেন কামিন্দু
১৭তম ওভারে কামিন্দু মেন্ডিস বাঁ-হাতি ব্যাটার ওয়াশিংটনকে ডানহাতে অফস্পিন বল করেন। একই ওভারে ডানহাতি ব্যাটার রবি বিষ্ণোইতে বাঁ-হাতে স্পিন বল করেন কামিন্দু। ওভারের দ্বিতীয় বলে চার মারেন সুন্দর। শেষ বলে চার মারেন বিষ্ণোই। ওভারে মোট ১১ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১১৬ রান। সুন্দর ৯ ও বিষ্ণোই৫ রানে ব্যাট করছেন। কামিন্দু ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: রিয়ানকে ফেরালেন হাসারাঙ্গা
একই ওভারে শুভমন গিল ও রিয়ান পরাগকে ফেরালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫.৫ ওভারে হাসারাঙ্গার বলে রমেশ মেন্ডিসের হাতে ধরা পড়েন রিয়ান। ১৮ বলে ২৬ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ভারত ১০৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই। হাসারাঙ্গা ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: গিলকে ফেরালেন হাসারাঙ্গা
১৫.২ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে শুভমন গিলকে স্টাম্প আউট করেন কুশল মেন্ডিস। ৩৭ বলে ৩৯ রান করেন গিল। মারেন ৩টি চার। ভারত ১০২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
IND vs SL 3rd T20I Live: ১০০ টপকাল ভারত
১৫তম ওভারে ফের বল করতে আসেন কামিন্দু মেন্ডিস। তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। ওভারে ৬ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০২ রান। গিল ৩৯ ও রিয়ান ২৬ রানে ব্যাট করছেন। কামিন্দু ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: হাসারাঙ্গাকে জোড়া ছক্কা রিয়ানের
১৪তম ওভারে বল করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথম ও তৃতীয় বলে ২টি ছক্কা মারেন রিয়ান পরাগ। ওভারে ১৫ রান ওঠে। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৯৬ রান। রিয়ান ১৪ বলে ২৫ রান করেছেন। ৩২ বলে ৩৪ রান করেছেন গিল। হাসারাঙ্গা ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: কামিন্দুর ওভারে ৭ রান
১৩তম ওভারে বল করতে আসেন কামিন্দু মেন্ডিস। দ্বিতীয় বলে চার মারেন শুভমন গিল। ওভারে মোট ৭ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৮১ রান। ৩২ রানে ব্যাট করছেন শুভমন গিল। ১২ রান করেছেন রিয়ান পরাগ।
IND vs SL 3rd T20I Live: হাসারাঙ্গার ওভারে ৬ রান
১২তম ওভারে ফের বল করতে আসেন হাসারাঙ্গা। তাঁর ওভারে ৬ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৭৪ রান। গিল ২৬ রানে ব্যাট করছেন। ১১ রান করেছেন রিয়ান পরাগ। হাসারাঙ্গা ২ ওভারে ১১ রান খরচ করেছেন।
IND vs SL 3rd T20I Live: মেন্ডিসের ওভারে ৯ রান
১১তম ওভারে পুনরায় বল করতে আসেন রমেশ মেন্ডিস। তৃতীয় বলে চার মারেন রিয়ান পরাগ। ওভারে ৯ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৬৮ রান। ২২ বলে ২৩ রান করেছেন গিল। ৬ বলে ৯ রান করেছেন রিয়ান। রমেশ ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে বল করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর ওভারে ৬ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৫৯ রান। ১৮ বলে ১৯ রান করেছেন শুভমন গিল। ৪ রানে ব্যাট করছেন রিয়ান পরাগ।
IND vs SL 3rd T20I Live: বল হাতে নিয়েই দুবেকে ফেরালেন রমেশ
নবম ওভারে প্রথমবার বল করতে আসেন রমেশ মেন্ডিস। নিজের প্রথম ওভারেই শ্রীলঙ্কাকে সাফল্য এনে দেন তিনি। ৮.৪ ওভারে রমেশের বলে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন শিবম দুবে। ১৪ বলে ১৩ রান করেন তিনি। ভারত ৪৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৫৩ রান। গিল ১৬ রানে ব্যাট করছেন।
IND vs SL 3rd T20I Live: ফার্নান্ডোর ওভারে ৯ রান
অষ্টম ওভারে বল করতে আসেন অসিথা ফার্নান্ডো। ওভারে মোট ৯ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৪ রান। ১৩ বলে ১৩ রান করেছেন শুভমন গিল। ১১ বলে ১০ রান করেছেন শিবম দুবে। ফার্নান্ডো ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: চামিন্দুর বোলিং কোটা শেষ
সপ্তম ওভারে পুনরায় বল করতে আসেন চামিন্দু। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৫ রান। গিল ১২ ও দুবে ৩ রানে ব্যাট করছেন। চামিন্দু ৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। সপ্তম ওভারের শেষে চোট পেয়ে মাঠ ছাড়েন মাথিসা পথিরানা।
IND vs SL 3rd T20I Live: সাজঘরে সূর্য, পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারাল ভারত
ষষ্ঠ ওভারে বল করতে আসেন অসিথা ফার্নান্ডো। ৫.৪ ওভারে ফার্নান্ডোর বলে হাসারাঙ্গার হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৯ বলে ৮ রান করেন ভারত অধিনায়ক। মারেন ১টি চার। ভারত ৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে। ১০ বলে ১০ রান করেছেন শুভমন গিল।
IND vs SL 3rd T20I Live: চামিন্দুর ওভারে ৭ রান
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন চামিন্দু। পঞ্চম বলে চার মারেন শুভমন গিল। ওভারে ৭ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৮ রান। ৯ রান করেছেন গিল। ৭ রানে ব্যাট করছেন সূর্যকুমার। চামিন্দু ৩ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SL 3rd T20I Live: থিকশানার দ্বিতীয় শিকার রিঙ্কু
৩.১ ওভারে মাহিশ থিকশানার বলে মাথিসা পথিরানার হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ২ বলে ১ রান করেন তিনি। ভারত ১৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ওভারের চতুর্থ বলে চার মারেন সূর্য। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২১ রান। সূর্য ৬ ও গিল ৩ রানে ব্যাট করছেন। থিকশানা ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন
IND vs SL 3rd T20I Live: চামিন্দুর শিকার স্যামনসন
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন চামিন্দু বিক্রমাসিংহে। ২.৫ ওভারে চামিন্দুর বলে হাসারাঙ্গার হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি সঞ্জু। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৩ রান। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। চামিন্দু ২ ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
IND vs SL 3rd T20I Live: যশস্বীকে ফেরালেন থিকশানা
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মাহিশ থিকশানা। তৃতীয় ও পঞ্চম বলে ২টি চার চার মারেন যশস্বী জসওয়াল। ১.৬ ওভারে থিকশানার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন যশস্বী। রিভিউ নিয়েও বাঁচেননি জসওয়াল। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।
IND vs SL 3rd T20I Live: যশস্বীকে নিয়ে ওপেনে শুভমন গিল
শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করেন চামিন্দু বিক্রমাসিংহে। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন যশস্বী। চতুর্থ বলে ১ রান নেন শুভমন গিল। ভারত প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩ রান সংগ্রহ করে।
IND vs SL 3rd T20I Live: শ্রীলঙ্কার প্রথম একাদশ
পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (ক্যাপ্টেন), চামিন্দু বিক্রমাসিংহে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, মাহিশ থিকশানা, মাথিসা পথিরানা ও অসিথা ফার্নান্ডো।
IND vs SL 3rd T20I Live: ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, যশস্বী জসওয়াল, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিয়ান পরাগ, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
IND vs SL 3rd T20I Live: টস হারলেন সূর্যকুমার
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস হারলেন সূর্যকুমার যাদব। টস জিতে শ্রীলঙ্কা দলনায়ক চরিথ আসালঙ্কা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, পাল্লেকেলেতে রান তাড়া করবে শ্রীলঙ্কা। টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত। ভারত এই ম্যাচে বিশ্রাম দেয় হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং ও ঋষভ পন্তকে।
IND vs SL 3rd T20I Live: ওভার কাটা যাবে কি?
ম্যাচ ১ ঘণ্টা দেরিতে শুরু হলেও কোনও ওভার কাটা যাবে না। অর্থাৎ, খেলা হবে ২০ ওভার প্রতি ইনিংসের। সিরিজের প্রথম ২টি ম্যাচ খেলা হয় একই পিচে। তবে তৃতীয় তথা শেষ ম্যাচ খেলা হবে একেবারে নতুন পিচে। যদিও এই পিচেও পর্যাপ্ত রান উঠবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
IND vs SL 3rd T20I Live: কখন শুরু হবে খেলা?
অবশেষে জানিয়ে দেওয়া হল ম্যাচ শুরুর সময়। টস অনুষ্ঠিত হবে ৭টা ৪০ মিনিটে। খেলা শুরু হবে রাত ৮টায়। সুতরাং, নির্ধারিত সময় থেকে ১ ঘণ্টা দেরিতে শুরু হবে খেলা।
IND vs SL 3rd T20I Live: পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়
মাঠ থেকে তুলে ফেলা হয়েছে কভার। তবে পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়। দু'দলের ক্রিকেটাররা মাঠে নেমে গা ঘামাচ্ছেন। টসের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আম্পায়াররা মাঠে রয়েছেন। সুতরাং, তাড়াতাড়িই শুরু হবে খেলা।
IND vs SL 3rd T20I Live: পিছিয়ে গেল টস
ম্যাচের আগে পাল্লেকেলেতে বৃষ্টি হয়। ফলে ঢাকা দেওয়া ছিল মাঠ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না পাল্লেকেলেতে। মাঠ থেকে কভার তুলে ফেলার কাজ চলছে। তবে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে যে, যথা সময়ে ম্যাচও শুরু করা যাবে না। অর্থাৎ, ম্যাচও শুরু হবে দেরিতে। তবে নতুন করে বৃষ্টি না নামলে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনও সংশয় নেই। উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচও বৃষ্টির জন্য ছোট হয়ে দাঁড়ায়।
IND vs SL 3rd T20I Live: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
ভারত ও শ্রীলঙ্কা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ২১টি ম্যাচ জিতেছে ভারত। ৯টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। দু'দেশের একটি টি-২০ ম্যাচ পরিত্যক্ত হয়।
IND vs SL 3rd T20I Live: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার হাতছানি ভারতের সামনে
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ২টি টি-২০ ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তৃতীয় ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে সূর্যকুমার যাদবদের সামনে। ভারত সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জেতে ৪৩ রানের বড়সড় ব্যবধানে। টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ-লুইস নিয়মে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নেয় ৭ উইকেটে।