শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করলেন মহম্মদ সিরাজ। কলম্বোয় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার ওয়ান ডে ক্যাপ হাতে পেলেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার। উল্লেখযোগ্য বিষয় হল, সিরাজের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ দল টিম ইন্ডিয়ার হয়েও মাঠে নামেন ৩০ বছর বয়সী এক ডানহাতি পেসার মহম্মদ সিরাজ। অর্থাৎ, ম্যাচে দু'দলের হয়ে একজন করে মহম্মদ সিরাজ সম্মুখসমরে নামেন।
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াডে নির্বাচিত হওয়া মাত্রই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয় এটা জানতে যে, কে এই মহম্মদ সিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের পরে সেই আগ্রহ আরও তীব্র হয়।
কে এই মহম্মদ সিরাজ
১৯৯৫ সালে ক্যান্ডিতে জন্ম এই ডানহাতি এই মিডিয়াম পেসারের। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম তিনি। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ও শ্রীলঙ্কা-এ দলের হয়েও মাঠে নেমেছেন মহম্মদ সিরাজ। ঘরোয়া ক্রিকেট খেলেছেন ডাম্বুলার হয়ে। লঙ্কা প্রিমিয়র লিগে গল ফ্র্যাঞ্চাইজির হয়া মাঠে নেমেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ির আগে মহম্মদ সিরাজ ৪৯টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন ১২৫টি উইকেট। ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তাঁর।
ওয়ান ডে অভিষেকের আগে মহম্মদ সিরাজ ৪৭টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন সাকুল্যে ৮০টি উইকেট। তিনি ২৩টি টি-২০ ম্যাচে মাঠে নেমে তুলে নিয়েছেন ২৩টি উইকেট।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার প্রথম একাদশ
পাথুম নিশঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা (ক্যাপ্টেন), জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, আকিলা ধনঞ্জয়া, অসিথা ফার্নান্ডো ও মহম্মদ সিরাজ।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের কম্বিনেশন বাছার ক্ষেত্রে ভারতের প্রধান মাথা ব্যাথা ছিল উইকেটকিপার। লোকেশ রাহুল ও ঋষভ পন্তের মধ্যে কাকে রিজার্ভ বেঞ্চে বসানো হবে, সেটা নির্ধারণ করা সহজ ছিল না। তবে ভারতীয় টিম ম্যানেজমন্ট প্রথম ম্যাচে লোকেশ রাহুলের উপরে আস্থা রাখে। লোকেশ দীর্ঘদিন ম্যাচের মধ্যে ছিলেন না। তবে পন্ত বেশ কিছু টি-২০ ম্যাচ খেলেছেন সম্প্রতি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।