শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজেকে প্রমাণ করতে চূড়ান্ত ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে খেলার সুযোগ না পেলেও, শেষ দুই ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়েছিল। কিন্তু তিনি দুই ম্যাচের কোনওটিতেই রানের খাতা খুলতে পারেননি। দুই ম্যাচেই শূন্য করে সাজঘরে ফেরেন। সেই সঙ্গে গড়েন লজ্জার নজির।
সুযোগ পেয়েও ব্যর্থ সঞ্জু
লঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে শুভমন গিল চোটের কারণে খেলতে না পারলে, তাঁর জায়গায় দলে ঢোকেন সঞ্জু। কিন্তু ৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। চামিন্দু বিক্রমাসিংয়ের বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
তৃতীয় টি২০-তে শুভমন দলে ফিরলেও, একাদশে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জুকে। আসলে ভারত প্রথম দুই টি২০ জিতে আগেই সিরিজ জিতে যাওয়ায়, দলে চারটি পরিবর্তন করেছিল তারা। ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বদলে গিলের দলে ফেরা ছাড়াও সুযোগ পেয়েছিলেন শিবম দুবে, খলিল আহমেদ এবং ওয়াশিংটন সুন্দর।
কিন্তু মঙ্গলবার তৃতীয় টি২০-তে সুযোগ পেয়েও, তা কাজে লাগাতে পারেননি সঞ্জু। গোল্ডেন ডাক করে ফেরেন সাজঘরে। মাহিশ থিকশানার বলে তিনি বোল্ড হন। সেই সঙ্গে তিনি বিরাট কোহলি, রোহিত শর্মাদের লজ্জার নজিরে নাম লিখিয়ে ফেলেন।
আরও পড়ুন: ভবিষ্যত নিয়ে শ্রীনিবাসনের সঙ্গে আলোচনা ধোনির, IPL 2025-এ খেলবেন মাহি?
এক ক্যালেন্ডার ইয়ারে তিন বার শূন্য
এই নিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে (২০২৪ সালে) সঞ্জু স্যামসন জাতীয় দলের জার্সিতে টি২০ ক্রিকেটে মোট তিন বার শূন্য করে সাজঘরে ফিরলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজের আগে স্যামসন বেঙ্গালুরুতে ভারত ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টিতেও শূন্য করেছিলেন। সেই সঙ্গে তিনি এক ক্যালেন্ডার ইয়ারে একজন ভারতীয় ব্যাটসম্যানের দ্বারা সর্বাধিক ডাকের লজ্জার নজির গড়লেন। এই নজির আগে ছিল ইউসুফ পাঠান (২০০৯), বিরাট কোহলি (২০২৪), রোহিত শর্মার (২০১৮ এবং ২০২২)। প্রসঙ্গত, রোহিত ভারতের একমাত্র প্লেয়ার, যিনি এই নজির দু'বার গড়েছেন।
আরও পড়ুন: বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটে জিত ভারতের, নতুন কোচ-অধিনায়ক জুটির হাত ধরে প্রথম সিরিজ জয়
কিপার ব্যাটার হিসাবে লজ্জার নজির
এখানেই শেষ নয়, সঞ্জু স্যামসন জাতীয় দলের হয়ে কিপার ব্যাটার হিসাবে মাত্র ১১টি টি২০ ইনিংস খেলে তিনটি ডাক করার লজ্জার নজিরও গড়েছেন। ঋষভ পন্ত ৫৪ ইনিংসে ৪ বার ডাক করেছিলেন। এর পরে সূর্য ১১ ইনিংসে তিন বার ডাক করলেন। এই তালিকায় রয়েছেন জিতেশ শর্মা, কেএল রাহুল, ইশান কিষাণ এবং এমএস ধোনিও।
জাতীয় দলের হয়ে টি২০-তে (ইনিংস) উইকেটকিপার ব্যাটার হিসাবে সর্বাধিক ডাক:
৪- ঋষভ পন্ত (৫৪)
৩- সঞ্জু স্যামসন (১১)
১- জিতেশ শর্মা (৭)
১- কেএল রাহুল (৪)
১- ইশান কিষাণ (১৬)
১- এমএস ধোনি (৮৫)