ভারতীয় টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে ক্রিকেটারদের ভূমিকা কিন্তু বদলে দিতে পারে। শুক্রবার (২ অগস্ট) থেকে শুরু হয়েছে ওডিআই সিরিজ। আর এই সিরিজের আগে সকলকে অবাক করেই নেটে বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে শ্রেয়স আইয়ারকে। তবে কি নতুন ভূমিকায় পাওয়া যাবে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে?
আরও পড়ুন: রিপোর্ট- হ্যাম্পশায়ারের মেজরিটি শেয়ার কিনতে চলেছে DC-র মালিক, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে তুলবেন
যদিও শ্রেয়স আইয়ার এর আগে তিনটি ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচে মোট ১২৫টি বল করেছিলেন। এবং তিনি ১২৫ বল করে দিয়েছিলেন ৪৩ রান। কিন্তু কোনও উইকেট নিতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি কিন্তু ১০টি উইকেট নিয়েছেন। ফের কি শ্রেয়সকে নিয়ে নতুন ভাবনা ভাবছে টিম ম্যানেজমেন্ট?
এই শ্রীলঙ্কা সিরিজটি হবে ফেব্রুয়ারির পর থেকে শ্রেয়স আইয়ারের জন্য প্রথম আন্তর্জাতিক হোয়াইট-বলের অ্যাসাইনমেন্ট। তিনি শেষ বার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলেছিলেন। তার আগে, শ্রেয়স আইয়ার ঘরের মাঠে বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেখানে দু'টি শতরান এবং তিনটি হাফসেঞ্চুরি সহ মোট ৫৩০ রান করেছিলেন।
ফেব্রুয়ারির শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছিল, সেখান থেকে শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া হয়েছিল। আসলে ঘরোয়া ক্রিকেটের প্রতি অনীহা দেখানোর জন্যই এই শাস্তি পেতে হয়েছিল শ্রেয়সকে। তবে মুম্বইয়ের হয়ে কিন্তু পরে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন শ্রেয়স এবং মুম্বই শিরোপাও জেতে। এর পর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপাও জিতে নেয়। তাও দশ বছর পর।
বিসিসিআই-এর চুক্তি বাতিল প্রসঙ্গে শ্রেয়স আইয়ার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর দীর্ঘ ফর্ম্যাটে খেলতে গিয়ে আমার অবশ্যই সমস্যা হচ্ছিল। আমি সেটা নিয়ে লড়াই করছিলাম। যখন আমি আমার উদ্বেগের কথা জানালাম, তখন কেউ এতে বিশ্বাস করেননি। মানতেও চাননি।’ তবে আপাত ভারতীয় দলে ফিরে নিজেকে প্রমাণ করতে মরিয়া শ্রেয়স।
আরও পড়ুন: রাহুল নাকি পন্ত- কে খেলবেন উইকেটকিপার হিসাবে? মুখ খুললেন রোহিত শর্মা
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর যে ছয় জন খেলোয়াড় ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দিয়েছেন, শ্রেয়স আইয়ার তাদের মধ্যে একজন। রোহিত শর্মাও ফিরেছেন এবং তিনি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, কুলদীপ যাদব, কেএল রাহুলও। এদিকে প্রধান কোচ হিসাবে নিজের প্রথম সিরিজ (শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ) জয়ের পর, গৌতম গম্ভীর এখন ৫০-ওভারের ফর্ম্যাটেও একই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবেন।