মহম্মদ সিরাজের তখনও একটি ওভার বাকি ছিল। শিবম দুবে, যিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন, তিনি একটি ওভারও বল করেননি। সেই পরিস্থিতিতে সকলকে চমকে দিয়ে ১৯তম ওভারের জন্য রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দেন সূর্যকুমার যাদব। ১৮তম ওভারেই খলিল আহমেদ ১২ রান দিয়েছিলেন। এর ফলে মঙ্গলবারের তৃতীয় টি২০ ম্যাচটি জিততে শেষ ১২ বলে ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। সেই সময়ে রিঙ্কুকে বল দেওয়ার সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত ছিল?
আরও পড়ুন: টেস্টের এক নম্বর ব্যাটার জো রুট, T20I-তে বড় লাফ যশস্বীর, শুভমনেরও ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং
ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি২০ ম্যাচে সকলকে চমকে দিয়েই রিঙ্কুর হাতে ১৯তম ওভারে বল তুলে দিয়েছিলেন সূর্য। এই ওভারের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে কুশল পেরেরাকে (৩৪ বলে ৪৬) ফেরান রিঙ্কু। পরের তিন বলে যথাক্রমে রান হয় ১, ২, ০। শেষ বলে রমেশ মেন্ডিসকে (৬ বলে ৩ রান) আউট করেন তিনি। অর্থাৎ মাত্র ৩ রান দিয়ে তিনি ২ উইকেট তুলে নেন। রিঙ্কু কিন্তু এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বল করলেন। এটিই তাঁর ম্যাচের প্রথম ওভার ছিল।
বল হাতে সকলকে চমকে দেওয়ার পর, বিসিসিআই ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিয়োতে রিঙ্কু বলেছেন, ‘আমি আগে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু উইকেট তুলে নিয়েছিলাম। এমন কী ওয়ানডেতেও আমার একটি উইকেট আছে। সূর্য ভাই আমাকে এই সিরিজে বোলিং করার জন্য প্রস্তুত থাকতে বলেছিল। যদিও আমি এই ম্যাচে রানআপে বল করিনি, সূর্য ভাই আমাকে আমার বোলিংয়ের মহড়া চালিয়ে যেতে বলেছিল।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমি আশা করিনি যে, খেলা চলাকালীন বোলিং করতে বলা হবে, কারণ পরিস্থিতি বেশ কঠিন ছিল। কিন্তু সূর্য ভাই আমাকে বল করতে পাঠায়। যখন আমি বোলিং শুরু করি, পুরোটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা- দুই উইকেট তুলে নিতে পেরেছি।’
রিঙ্কুর ওভারের হাত ধরে ম্যাচের রং কিছুটা বদলায়। এর পর আরও বড় চমক দিয়ে ২০তম ওভারে সূর্য নিজে বলের দায়িত্ব তুলে নেন। শেষ ৬ বলে ৬ রান করলেই শ্রীলঙ্কা জিতে যেত। সূর্য বল করতে এসে প্রথম বলে রান দেননি। দ্বিতীয় বলে আউট করেন কামিন্দু মেন্ডিসকে (৩ বলে ১ রান)। তৃতীয় বলে গোল্ডেন ডাকে ফেরান মাহিশ থিকশানাক। পরের তিন বলে তিনি পাঁচ রান দেন। যার ফলে ম্যাচ টাই হয়ে যায়। সূর্য সম্ভবত এই ঝুঁকি নিয়েছিলেন, যেহেতু ভারত আগের দুই ম্যাচে জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলেছিল। শেষ পর্যন্ত অবশ্য সুপার ওভারে ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারত।