বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্কের রসায়নটা ভারতীয় দলে ঠিক কী রকম হবে? এই নিয়ে জল্পনার অন্ত নেই। তবে বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের অনুশীলন সেশনের দৃশ্যগুলি ভারতীয় ভক্তদের আশ্বস্ত করবে। কারণ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁদের অতীত থেকে বেরিয়ে, পেশাদারী মানসিকতা দেখাচ্ছে বলেই মনে হয়েছে। দেখে মনে হয়নি, ২০২৩ আইপিএলের সময়ে এই দুই তারকা বিশ্রি ভাবে ঝামেলায় জড়িয়েছিলেন।
কোহলি তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে ভারতীয় দলের অংশ হিসাবে শ্রীলঙ্কায় এসেছেন। তাঁকে গম্ভীরের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। এমন কী দু'জনকে হাসাহাসি করতেও দেখা গিয়েছে। তাঁদের মধ্যে সম্পর্কের এমন স্বাচ্ছন্দ্য দেখে, স্বস্তি ফেলছে ভারতীয় ক্রিকেট মহল।
আরও পড়ুন: টেস্টের এক নম্বর ব্যাটার জো রুট, T20I-তে বড় লাফ যশস্বীর, শুভমনেরও ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), যাদের হয়ে কোহলি প্রতিনিধিত্ব করেন, তারা এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সহ সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ব্যাপক ভাবে শেয়ার করা হয়েছে।
আরসিবি কোহলি এবং গৌতির হাসির ছবি শেয়ার করে এক্সে লিখেছেন, ‘আমাদের অভিজ্ঞ ডানহাতি নতুন বল দিতে রাজি করাচ্ছে গাফারকে।’
রাজস্থান রয়্যালসও কোহলি এবং গম্ভীরের মধ্যে বন্ধুত্বের ছবি শেয়ার করেছে এবং তারা এই পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘এটা না দেখে পাচ্ছি না’। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও ইনস্টাগ্রামে গম্ভীরের প্রাণ খুলে হাসির একটি ছবি শেয়ার করেছেন। যাইহোক গম্ভীর এবং কোহলি সময়ের সঙ্গে নিজেদের জায়গা থেকে সরে এসেছে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন।
এদিকে কোহলির মতো রোহিত শর্মাও একটি টি২০ বিশ্বকাপের পর লম্বা বিশ্রাম থেকে ফিরে এসেছেন। দুই তারকাই সংক্ষিপ্ততম বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন। তারা এখন শুধু ওডিআই এবং টেস্ট ক্রিকেট খেলবে। মজার বিষয় হল, রোহিত এবং কোহলির শ্রীলঙ্কায় ওডিআই সিরিজ খেলার সম্ভাবনা না থাকার প্রাথমিক রিপোর্টের পরে, নতুন প্রধান কোচ গম্ভীর সিনিয়রদের তিন ম্যাচের সিরিজের জন্য নিজেদের উপলব্ধ করার জন্য অনুরোধ করেছিলেন, যার পরে দু'জনকেই দলে রাখা হয়েছিল।
ওডিআইয়ের আগে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের জায়গায় সূর্যকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। এবং টি২০ অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই সাফল্য পান স্কাই।