লিগের ৫ ম্যাচের মধ্যে কেবলমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় ইন্ডিয়া মাস্টার্স দলকে। তবে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করে ভারতীয় দল। ফাইনালে ভারতের সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ, যারা অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পায়। সুতরাং, মাস্টার্স লিগের ফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামেন দুই বন্ধু সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। যদিও শেষ হাসি হাসেন সচিন। কেননা ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাস্টার্স লিগের খেতাব জেতে ভারতীয় দল।
IND vs WI IML 2025 Final Live: ম্যাচের সেরা রায়াড়ু
৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলার সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আম্বাতি রায়াড়ু।
IND vs WI IML 2025 Final Live: মাস্টার্স লি চ্যাম্পিয়ন ভারত
ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে মাস্টার্স লিগে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন যুবরাজ সিং। তিনি ১টি চার মারেন। ৯ বলে ১৬ রান করে নট-আউট থাকেন স্টুয়ার্ট বিনি। তিনি ২টি ছক্কা মারেন।
IND vs WI IML 2025 Final Live: সুলেমানের ওভারে জোড়া ছক্কা বিনির
১৭তম ওভারে সুলেমান বেনের প্রথম ও চতুর্থ বলে ২টি ছক্কা মারেন স্টুয়ার্ট বিনি। ওভারে ১৩ রান ওঠে। ইন্ডিয়া মাস্টার্সের স্কোর ৪ উইকেটে ১৪৮ রান। জিততে ভারতের দরকার ১৮ বলে ১ রান। বিনি ১৫ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন যুবরাজ।
IND vs WI IML 2025 Final Live: নার্সের শিকার ইউসুফ পাঠান
১৫.৩ ওভারে অ্যাশলে নার্সের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইউসুফ পাঠান। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি ইউসুফ। ভারত ১৩২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টুয়ার্ট বিনি। ১৬ ওভার শেষে ইন্ডিয়া মাস্টার্সের স্কোর ৪ উইকেটে ১৩৫ রান। জিততে ৪ ওভারে ১৪ রান দরকার ভারতের। যুবরাজ ১৩ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: রায়াড়ুকে ফেরালেন সুলেমান বেন
১৪.৫ ওভারে সুলেমান বেনের বলে ডোয়েন স্মিথের হাতে ধরা পড়েন আম্বাতি রায়াড়ু। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৪ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১২৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। জিততে ৫ ওভারে ১৮ রান দরকার ইন্ডিয়া মাস্টার্সের।
IND vs WI IML 2025 Final Live: জিততে আর মাত্র ২৫ রান দরকার ভারতের
১৪তম ওভারে অ্যাশলে নার্সের প্রথম বলেই ছক্কা মারেন রায়াড়ু। ওভারে মোট ১০ রান ওঠে। ইন্ডিয়া মাস্টার্সের স্কোর ২ উইকেটে ১২৪ রান। জিততে ৬ ওভারে মাত্র ২৫ রান দরকার ভারতীয় দলের। রায়াড়ু ৭৩ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: টিনো বেস্টের ওভারে জোড়া বাউন্ডারি রায়াড়ুর
১৩তম ওভারে বল করতে আসেন টিনো বেস্ট। তাঁর ওভারে পরপর ২টি চার মারেন আম্বাতি রায়াড়ু। ওভারে মোট ১২ রান ওঠে। ইন্ডিয়া মাস্টার্সের স্কোর ২ উইকেটে ১১৪ রান। ৬৫ রানে ব্যাট করছেন রায়াড়ু। ৭ রানে ব্যাট করছেন যুবরাজ। টিনো বেস্ট ৩ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs WI IML 2025 Final Live: গুরকিরৎকে ফেরালেন নার্স
১১.২ ওভারে অ্যাশলে নার্সের বলে বাউন্ডারি লাইনে ওয়াল্টনের হাতে ধরা পড়েন গুরকিরৎ সিং মন। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৯৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুবরাজ সিং। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০২ রান।
IND vs WI IML 2025 Final Live: সুলেমানের ওভারে ৬ রান
১১তম ওভারে বল করতে আসেন সুলেমান বেন। তাঁর ৬টি বলে ৬টি সিঙ্গল আসে। ১১ ওভার শেষে ইন্ডিয়া মাস্টার্স দলের স্কোর ১ উইকেটে ৯৫ রান। ৫৫ রানে ব্যাট করছেন রায়াড়ু। ১৪ রানে ব্যাট করছেন গুরকিরৎ। জিততে আরও ৫৪ রান দরকার ভারতের।
IND vs WI IML 2025 Final Live: ঝোড়ো হাফ-সেঞ্চুরি রায়াড়ুর
দশম ওভারে পুনরায় বল করতে আসেন টিনো বেস্ট। তাঁর প্রথম বলেই চার মারেন গুরকিরৎ সিং মন। পঞ্চম বলে চার মারেন রায়াড়ু। তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ইন্ডিয়া মাস্টার্সের দরকার ৬০ রান। রায়াড়ু ৫২ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: সুলেমানের ওভারে রায়াড়ুর বাউন্ডারি
নবম ওভারে বল করতে আসেন সুলেমান বেন। তাঁর প্রথম বলেই চার মারেন রায়াড়ু। ওভারে মোট ৬ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৭ রান। ৪৬ রানে ব্যাট করছেন রায়াড়ু। ৫ রানে ব্যাট করছেন গুরকিরৎ।
IND vs WI IML 2025 Final Live: সচিনকে ফেরালেন টিনো বেস্ট
অষ্টম ওভারে বল করতে আসেন টিনো বেস্ট। ওভারের তৃতীয় বলে চার মারেন রায়াড়ু। ৭.৫ ওভারে টিনোর বলে বাউন্ডারি লাইনে ওয়াল্টনের হাতে ধরা পড়েন সচিন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৫ রান করেন তেন্ডুলকর। ভারত ৬৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গুরকিরৎ সিং মন। তিনি মাঠে নেমেই চার মারেন। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭১ রান। রায়াড়ু ৪১ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: রামপালের ওভারে রায়াড়ুর বাউন্ডারি
সপ্তম ওভারে রামপালের প্রথম বলেই চার মারেন রায়াড়ু। ওভারে মোট ৬ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬১ রান। ৩৬ রানে ব্যাট করছেন রায়াড়ু। ২৪ রানে ব্যাট করছেন সচিন। রামপাল চার ওভার বল করে ২৮ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: পাওয়ার প্লে-র ৬ ওভারে ৫০ টপকাল ভারত
ষষ্ঠ ওভারে টেলরের চতুর্থ বলে চার মারেন সচিন। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। ওভারে ১৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৫ রান। সচিন ১৪ বলে ২৩ রান করেছেন। ২২ বলে ৩১ রান করেছেন রায়াড়ু। টেলর ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: রামপালের ওভারে ৩ রান
পঞ্চম ওভারে মাত্র ৩ রান খরচ করেন রবি রামপাল। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪২ রান। রায়াড়ু ৩১ ও সচিন ১১ রানে ব্যাট করছেন। রামপাল ৩ ওভারে ২২ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: টেলরের বলে চার-ছক্কা রায়াড়ুর
চতুর্থ ওভারে ফের বল করতে আসেন জেরমি টেলর। তাঁর তৃতীয় বলে চার মারেন রায়াড়ু। চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। ওভারে ১০ রান ওঠে। ৪ ওভার শেষে ইন্ডিয়া মাস্টার্সের স্কোর বিনা উইকেটে ৩৯ রান। ১৮ বলে ৩০ রান করেছেন আম্বাতি। ৬ বলে ৯ রান করেছেন সচিন। টেলর ২ ওভারে ২০ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: রামপালের ওভারে ১২ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন রবি রামপাল। প্রথম বলে ১ রান নেন সচিন। দ্বিতীয় বলে চার মারেন রায়াড়ু। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে পুনরায় সিঙ্গল নেন তেন্ডুলকর। পঞ্চম বলে সিঙ্গল নেন আম্বাতি। শেষ বলে থার্ডম্যানে চার মারেন সচিন। ওভারে মোট ১২ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৯ রান। রায়াড়ু ২০ ও সচিন ৯ রানে ব্যাট করছেন। রামপাল ২ ওভারে ১৯ রান খরচ করেন।
IND vs WI IML 2025 Final Live: টেলরকে ছক্কা রায়াড়ুর
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জেরমি টেলর। ওভারের শেষ বলে আপার কাটে ছক্কা হাঁকান রায়াড়ু। ওভারে মোট ১০ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭ রান। রায়াড়ু ১৪ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন সচিন।
IND vs WI IML 2025 Final Live: সচিন-রায়াড়ুর ওপেনিং জুটিতে রান তাড়া শুরু ভারতের
আম্বাতি রায়াড়ুকে সঙ্গে নিয়ে ভারতের হয়ে ওপেন করতে নামেন সচিন তেন্ডুলকর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন রবি রামপাল। প্রথম ওভারের তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন আম্বাতি। চতুর্থ বলে ১ রান তিনি। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন সচিন। শেষ বলে ১ রান নেন রায়াড়ু। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে ইন্ডিয়া মাস্টার্স। ৬ রানে ব্যাট করছেন আম্বাতি।
IND vs WI IML 2025 Final Live: দেড়শোর কমেই আটকাল ওয়েস্ট ইন্ডিজ
১৯.৬ ওভারে বিনয় কুমারের বলে স্টুয়ার্ট বিনির হাতে ধরা পড়েন অ্যাশলে নার্স। ৩ বলে ১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তোলে। জয়ের জন্য ভারতের দরকার ১৪৯ রান। ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন রামদিন। বিনয় কুমার ৩ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
IND vs WI IML 2025 Final Live: সিমন্সের স্টাম্প ছিটকে দিলেন বিনয়
১৯.২ ওভারে বিনয় কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লেন্ডল সিমন্স। ৪১ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলে নার্স।
IND vs WI IML 2025 Final Live: কুলকার্নির বোলিং কোটা শেষ
১৯তম ওভারে ধাওয়াল কুলকার্নি মোটে ৫ রান খরচ করেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৪৪ রান। ৫৫ রানে ব্যাট করছেন সিমন্স। কুলকার্নি ৪ ওভারে ১৯ রান খরচ করেন। উইকেট পাননি তিনি।
IND vs WI IML 2025 Final Live: হাফ-সেঞ্চুরি লেন্ডল সিমন্সের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লেন্ডল সিমন্স। ১৮ তম ওভারে ইরফান পাঠানের দ্বিতীয় বলে ছক্কা মারেন সিমন্স। তৃতীয় বলে চার মারেন তিনি। ওভারের শেষ বলে সিমন্সের ফিরতি ক্যাচ ছাড়েন ইরফান। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। ৫২ রানে ব্যাট করছেন সিমন্স। ইরফান ৪ ওভারে ৪৬ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: কৃপণ ওভার কুলকার্নির
১৭তম ওভারে বল করতে আসেন ধাওয়াল কুলকার্নি। তাঁর ওভারে ৪ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১২৪ রান। ৩৮ রানে ব্যাট করছেন লেন্ডল সিমন্স। ধাওয়াল কুলকার্নি উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: শাহবাজের দুরন্ত বোলিং কোটা শেষ
১৬তম ওভারে বল করতে আসেন শাহবাজ নদিম। তাঁর ওভারে ৭ রান ওঠে। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১২০ রান। নদিম ৪ ওভারের বোলিং কোটায় ১টি মেডেন-সহ মাত্র ১২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন শাহবাজ। ৩৬ রানে ব্যাট করছেন সিমন্স। ২৮ বলের ইনিংসে তিনি ৪টি চার মেরেছেন।
IND vs WI IML 2025 Final Live: ১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১৫তম ওভারে বল করতে আসেন ইরফান পাঠান। তাঁর চতুর্থ বলে চার মারেন সিমন্স। ওভারে মোট ১৫ রান ওঠে। ৭ রান আসে অতিরিক্ত হিসেবে। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। সিমন্স ৩১ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: নেগির ওভারে সিমন্সের বাউন্ডারি
১৪তম ওভারে বল করতে আসেন পবন নেগি। তাঁর ওভারের তৃতীয় বলে চার মারেন সিমন্স। ওভারে মোট ৭ রান ওঠে। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৯৮ রান। ২৫ রানে ব্যাট করছেন সিমন্স।
IND vs WI IML 2025 Final Live: বিনির ওভারে ৬ রান
১৩তম ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট বিনি। তাঁর ওভারে ৬ রান ওঠে। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৯১ রান। সিমন্স ২০ রানে ব্যাট করছেন। বিনি ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs WI IML 2025 Final Live: নেগির বলে বোল্ড ওয়াল্টন
১২তম ওভারে বল করতে আসেন পবন নেগি। তাঁর ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ওয়াল্টন। ঠিক পরের বলেই অর্থাৎ, ১১.৬ ওভারে নেগির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওয়াল্টন। ৬ ভলে ৬ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ রামদিন। নেগি ২ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। সিমন্স ব্যাট করছেন ১৬ রানে।
IND vs WI IML 2025 Final Live: বিনির শিকার রামপাল
১১তম ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট বিনি। তাঁর প্রথম বলেই চার মারেন সিমন্স। ১০.৪ ওভারে বিনির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবি রামপাল। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চাডউইক ওয়াল্টন। বিনি ১ ওভার বল করে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন।
IND vs WI IML 2025 Final Live: ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে বল করতে আসেন ইরফান পাঠান। তাঁর ওভারে ৫ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৭২ রান। ১০ রানে ব্যাট করছেন সিমন্স। ইরফান ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
IND vs WI IML 2025 Final Live: নদিমের বলে বোল্ড স্মিথ
নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ডোয়েন স্মিথ। ৮.৪ ওভারে শাহবাজ নদিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজ ৬৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি রামপাল। নদিমের ওভারে কোনও রান ওঠেনি। নদিম ৩ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।
IND vs WI IML 2025 Final Live: ইরফানের ওভারে ১২ রান
অষ্টম ওভারে বল করতে আসেন ইরফান পাঠান। তাঁর ওভারের প্রথম বলেই চার মারেন স্মিথ। পঞ্চম বলে চার মারেন সিমন্স। ওভারে মোট ১২ রান ওঠে। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৬৭ রান। স্মিথ ৪৫ ও সিমন্স ৭ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: পারকিনসকে ফেরালেন নদিম
পাওয়ার প্লে-র ঠিক পরেই উইলিয়াম পারকিনসকে ফেরালেন শাহবাজ নদিম। ৬.২ ওভারে নদিমের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পারকিনস। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৬ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লেন্ডল সিমন্স। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৫ রান। স্মিথ ৪০ রানে ব্যাট করছেন। নদিম ২ ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs WI IML 2025 Final Live: পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন পবন নেগি। তাঁর ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন ডোয়েন স্মিথ। পঞ্চম বলে ছক্কা মারেন পারকিনস। ওভারে মোট ১৫ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৫২ রান। ৩৮ রানে ব্যাট করছেন স্মিথ। ৬ রানে ব্যাট করছেন পারকিনস।
IND vs WI IML 2025 Final Live: নদিমের ওভারে ৩ রান
পঞ্চম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় ইন্ডিয়া মাস্টার্স। বল করতে আসেন শাহবাজ নদিম। তাঁর ওভারে মোটে ৩ রান ওঠে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের স্কোর ১ উইকেটে ৩৭ রান। ২৯ রানে ব্যাট করছেন ডোয়েন স্মিথ।
IND vs WI IML 2025 Final Live: লারাকে ফেরালেন বিনয় কুমার
চতুর্থ ওভারে ফের বিনয় কুমারের প্রথম বলে ছয় ও দ্বিতীয় বলে চার মারেন ডোয়েন স্মিথ। তবে ৩.৫ ওভারে বিনয় কুমারের বলে পবন নেগির হাতে ধরা পড়েন ব্রায়ান লারা। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন লারা। ওয়েস্ট ইন্ডিজ ৩৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উইলিয়াম পারকিনস। স্মিথ ২৭ রানে ব্যাট করছেন। বিনয় কুমার ২ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
IND vs WI IML 2025 Final Live: কুলকার্নির বলে লারার বাউন্ডারি
তৃতীয় ওভারে পুনরায় ব্যাট করতে আসেন ধাওয়াল কুলকার্নি। ওভারের শেষ বলে চার মারেন ব্রায়ান লারা। তৃতীয় ওভারে মোট ৬ রান ওঠে। তিন ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২৩ রান। কুলকার্নি ২ ওভারে ১১ রান খরচ করেছেন। স্মিথ ১৬ ও লারা ৬ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: বিনয় কুমারের বলে চার-ছক্কা স্মিথের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন বিনয় কুমার। প্রথম বলেই ছক্কা মারেন স্মিথ। দ্বিতীয় বলে চার মারেন তিনি। দ্বিতীয় ওভারে মোট ১২ রান ওঠে। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৭ রান। স্মিথ ১৫ রানে ব্যাট করছেন।
IND vs WI IML 2025 Final Live: স্মিথকে সঙ্গে নিয়ে ওপেনে লারা
ডোয়েন স্মিথের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন ব্রায়ান লারা। ইন্ডিয়া মাস্টার্সের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ধাওয়াল কুলকার্নি। প্রথম ওভারের তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন স্মিথ। শেষ বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স।
IND vs WI IML 2025 Final Live: ফাইনাল শুরুর আগে মাঠে গাভাসকর
ফাইনালের আগে অতিথি হিসেবে মাঠে নামেন সুনীল গাভাসকর। জাতীয় সঙ্গীতের আগে দু'দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন সানি। সচিনের সঙ্গে আলাদা করে কথাও হয় গাভাসকরের। জাতীয় সঙ্গীতের সময় মাঠেই উপস্থিত ছিলেন তিনি।
IND vs WI IML 2025 Final Live: টুর্নামেন্টে সচিনের পারফর্ম্যান্স কেমন?
চলতি মাস্টার্স লিগে ভারতীয় দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সচিন তেন্ডুলকর। তিনি ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের ৫টি ম্যাচে মাঠে নামেন। ৫টি ইনিংসে ব্যাট করে ৩১.২০ গড়ে ১৫৬ রান সংগ্রহ করেন তেন্ডুলকর। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। সচিন ১৫৬.০০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। আরও পড়ুন:- IML 2025: ৫ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি, মাস্টার্স লিগে সচিনের পারফর্ম্যান্স কেমন?
IND vs WI IML 2025 Final Live: কোন পথে ফাইনালে ওঠে ভারত
১. লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে ইন্ডিয়া মাস্টার্স।২. লিগের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে দেন সচিন তেন্ডুলকররা।৩. লিগের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দেয় ইন্ডিয়া মাস্টার্স।৪. লিগের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে যায় ভারতীয় দল।৫. লিগের পঞ্চম তথা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ রানে জয় তুলে নেয় ইন্ডিয়া মাস্টার্স।৬. সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেন সচিনরা।
IND vs WI IML 2025 Final Live: ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের প্রথম একাদশ
ডোয়েন স্মিথ, উইলিয়াম পারকিনস, লেন্ডল সিমন্স, ব্রায়ান লারা (ক্যাপ্টেন), চাডউইক ওয়াল্টন, দীনেশ রামদিন (উইকেটকিপার), অ্যাশলে নার্স, টিনো বেস্ট, জেরমি টেলর, সুলেমান বেন ও রবি রামপাল।
IND vs WI IML 2025 Final Live: ইন্ডিয়া মাস্টার্সের প্রথম একাদশ
আম্বাতি রায়াড়ু (উইকেটকিপার), সচিন তেন্ডুলকর (ক্যাপ্টেন), পবন নেগি, যুবরাজ সিং, স্টুয়ার্ট বিনি, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, গুরকিরৎ সিং মন, বিনয় কুমার, শাহবাজ নদিম ও ধাওয়াল কুলকার্নি।
IND vs WI IML 2025 Final Live: ফাইনালে টস হারলেন সচিন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে টস হারলেন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক ব্রায়ান লারা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, খেতাবি লড়াইয়ে টস হেরে রান তাড়া করবে ইন্ডিয়া মাস্টার্স দল।
IND vs WI IML 2025 Final Live: মাস্টার্স লিগের ফাইনালের লাইভ ব্লগে স্বাগত
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে সম্মুখসমরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ খেতাবি লড়াইয়ের লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ম্যাচের লাইভ স্কোর ছাড়াও গুরুত্বপূর্ণ সব মুহূর্তের টাটকা আপডেট পাবেন এই ব্লগে।