জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। হারারেতে খেলা প্রথম ম্যাচে অভিষেক শর্মা রানের খাতাই খুলতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচে রান না করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। তবে ওপেনার হিসেবে কেন দলে জায়গা পেয়েছেন তা দ্বিতীয় ম্যাচেই দেখিয়ে দিলেন অভিষেক শর্মা। অভিষেক ৪৬ বলে ৭টি চার ও আটটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। অভিষেক শর্মা ধীরে শুরু করলেও মাঝের ওভারে দ্রুত শট খেলে রান সংগ্রহ করতে থাকেন।
সুরেশ রায়নার রেকর্ডও ভাঙলেন অভিষেক শর্মা। সবচেয়ে কম ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়েছেন অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচেই এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে মাত্র তিন ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দীপক হুডা। এছাড়াও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরিটি করলেন অভিষেক শর্মা। চলুন দেখে নেওয়া যাক ব্যাট হাতে অভিষেক শর্মার করা বেশ কিছু রেকর্ড।
আরও পড়ুন… WWE থেকে অবসর নিলেন জন সিনা! জানেন কেন দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে হঠাৎ করেই ইতি টানলেন?
T20 আন্তর্জাতিক সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সি ভারতীয়:
২১ বছর ২৭৯ দিন - যশস্বী জয়সওয়াল
২৩ বছর ১৪৬ দিন - শুভমন গিল
২৩ বছর ১৫৬ দিন - সুরেশ রায়না
২৩ বছর ৩০৭ দিন - অভিষেক শর্মা
ভারতের হয়ে সর্বনিম্ন ইনিংসে টি-টোয়েন্টি সেঞ্চুরি
২ - অভিষেক শর্মা*
৩ - দীপক হুডা
৪ - কেএল রাহুল
৬ - যশস্বী জয়সওয়াল
৬ - শুভমান গিল
১২ - সুরেশ রায়না
আরও পড়ুন… কেন ভারতের হয়ে খেলেননি, বিসিসিআইয়ের কথা অবজ্ঞা করেছেন, খোলাখুলি উত্তর দিলেন ইশান কিষান
ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক একটা ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা
১০- রোহিত শর্মা, ২০১৭
৯ - সূর্যকুমার যাদব, ২০২৩
৮ - কেএল রাহুল, ২০১৭
৮ - সূর্যকুমার যাদব, ২০২৩
৮ - রোহিত শর্মা, ২০২৪
৮ - রোহিত শর্মা, ২০২৪
৮ - অভিষেক শর্মা, ২০২৪*
T20 আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি (বল)
৩৫ - রোহিত শর্মা, ২০১৭
৪৫ - সূর্যকুমার যাদব, ২০২৩
৪৬ - কেএল রাহুল, ২০১৬
৪৬ - অভিষেক শর্মা, ২০২৪*
আরও পড়ুন… কোহলির অবসরে অবাক অ্যান্ডি ফ্লাওয়ার! কে হবেন ভারতীয় দলের পরবর্তী বিরাট? RCB কোচের বড় ভবিষ্যদ্বাণী
জিম্বাবোয়ের বিরুদ্ধে পুরুষদের টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা খেলোয়াড়:-
২০১০ সালে মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা
মহম্মদ শাহজাদ ২০১৬ সাল আফগানিস্তান
২০১৮ সালে অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া
পল স্টার্লিং ২০২১ সালে আয়ারল্যান্ড
অভিষেক শর্মা ২০২৪ ভারত