বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ZIM 1st T20I: ১০০ টপকেই অল-আউট, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই জিম্বাবোয়ের কাছে হার ভারতের

IND vs ZIM 1st T20I: ১০০ টপকেই অল-আউট, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই জিম্বাবোয়ের কাছে হার ভারতের

গিল আউট হতেই কোণঠাসা হয় ভারত। ছবি- জিম্বাবোয়ে ক্রিকেট।

India vs Zimbabwe 1st T20I Live Score Updates: হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে জিম্বাবোয়েকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। রবি বিষ্ণোইয়ের দাপুটে বোলিংয়ের সুবাদে জিম্বাবোয়েকে নাগালে বাঁধে টিম ইন্ডিয়া। তবে পালটা ব্যাট করতে নেমে কোনও রকমে ১০০ টপকেই অল-আউট হন শুভমন গিলরা।

India vs Zimbabwe 1st T20I Live Score: টি-২০ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার তিন সুপারস্টার বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় দলের দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ শুরু। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়েছে। শুভমন গিলের নেতৃত্বে তরুণ তুর্কিদের নিয়ে স্কোয়াড গড়েছেন ভারতীয় নির্বাচকরা। বিশ্বকাপ জয়ের গরিমা বজায় রেখে জিম্বাবোয়ে থেকে সিরিজ জিতে ফেরাই হবে ভারতের নতুন প্রজন্মের এই তারকাদের সামনে আসল চ্যালেঞ্জ। আপাতত জয় দিয়ে সিরিজ শুরু করতে ব্যর্থ হন গিলরা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে।

06 Jul 2024, 08:20:20 PM IST

IND vs ZIM 1st T20I Live: শেষ হল ভারত-জিম্বাবোয়ে প্রথম টি-২০ ম্যাচের লাইভ ব্লগ

ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে।

06 Jul 2024, 08:17:09 PM IST

IND vs ZIM 1st T20I Live: ম্যাচের সেরা সিকন্দর রাজা

লো স্কোরিং ম্যাচে ব্যাট হাতে ১৭ রানের কার্যকরী অবদান রাখেন সিকন্দর রাজা। পরে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন।

06 Jul 2024, 08:01:30 PM IST

IND vs ZIM 1st T20I Live: রুদ্ধশ্বাস জয় জিম্বাবোয়ের

শেষ ওভারে বল করতে আসেন চাতারা। প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয় বলে ২ রান নেন সুন্দর। তৃতীয় বলে নিশ্চিত চার বাঁচিয়ে দেন ক্যাম্পবেল। কোনও রান নেননি সুন্দর। ১৯.৫ ওভারে চাতারার বলে মুজারাবানির হাতে ধরা পড়েন সুন্দর। ৩৪ বলে ২৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। জিম্বাবোয়ের ৯ উইকেটে ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.৫ ওভারে ১০২ রানে অল-আউট হয়ে যায়। ১৩ রানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে। চাতারা ৩.৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন

06 Jul 2024, 07:56:54 PM IST

IND vs ZIM 1st T20I Live: জিততে শেষ ওভারে ১৬ রান দরকার ভারতের

১৯তম ওভারে বল করতে আসেন মুজারাবানি। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে সুযোগ থাকা সত্ত্বেও রান নেননি ওয়াশিংটন। তিনি ১১ নম্বর ব্যাটার খলিলকে আড়াল করার চেষ্টা করেন। পঞ্চম বলে ১ রান নেন সুন্দর। ওভারে ২ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১০০ রান। জিততে শেষ ওভারে ১৬ রান দরকার টিম ইন্ডিয়ার। সুন্দর ২৫ রানে ব্যাট করছেন। মুজারাবানি ৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:51:15 PM IST

IND vs ZIM 1st T20I Live: জিততে ২ ওভারে ১৮ রান দরকার ভারতের

১৮তম ওভারে বল করতে আসেন লিউক জংউই। চতুর্থ বলে ছক্কা মারেন ওয়াশিংটন সুন্দর। একটি ওয়াইডের বলে ওভারের পঞ্চম বলে চার মারেন ওয়াশিংটন। ওভারে ১২ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ৯৮ রান। জিততে ২ ওভারে ১৮ রান দরকার ভারতের। সুন্দর ২৪ রানে ব্যাট করছেন। লিউক ৪ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:45:31 PM IST

IND vs ZIM 1st T20I Live: মুকেশকে ফেরালেন সিকন্দর

১৭তম ওভারে বল করতে আসেন সিকন্দর রাজা। ১৬.৬ ওভারে সিকন্দরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুকেশ কুমার। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ৮৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খলিল আহমেদ। জিততে ৩ ওভারে ৩০ রান দরকার ভারতের। ১৩ রানে ব্যাট করছেন ওয়াশিংটন। সিকন্দর ৪ ওভারে ২৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

06 Jul 2024, 07:39:41 PM IST

IND vs ZIM 1st T20I Live: আবেশকে ফেরালেন মাসাকাদজা

১৬তম ওভারে মাসাকাদজার দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন আবেশ খান। ১৫.৫ ওভারে মাসাকাদজার ফুলটস বলে সিকন্দর রাজার হাতে ধরা পড়েন আবেশ। ১২ বলে ১৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৮৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার। জিততে ৪ ওভারে ৩২ রান দরকার ভারতের। সুন্দর ১২ রানে ব্যাট করছেন। মাসাকাদজা ৩ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:37:33 PM IST

IND vs ZIM 1st T20I Live: ৫ ওভারে ৪১ রান দরকার ভারতের

১৫তম ওভারে বল করতে আসেন সিকন্দর রাজা। তাঁর ওভারে ৬ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৭৫ রান। জিততে শেষ ৫ ওভারে ৪১ রান দরকার টিম ইন্ডিয়ার। আবেশ ৮ ও সুন্দর ১১ রানে ব্যাট করছেন। সিকন্দর ৩ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:32:21 PM IST

IND vs ZIM 1st T20I Live: লিউককে বাউন্ডারি আবেশের

১৪তম ওভারে বল করতে আসেন লিউক জংউই। পঞ্চম বলে চার মারেন আবেশ খান। ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৬৯ রান। আবেশ ৬ ও সুন্দর ৭ রানে ব্যাট করছেন। লিউক ৩ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:26:25 PM IST

IND vs ZIM 1st T20I Live: বিষ্ণোইকে ফেরালেন সিকন্দর রাজা

১৩তম ওভারে ফের বল করতে আসেন সিকন্দর রাজা। প্রথম বলে ৩ রান নেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলে চার মারেন রবি বিষ্ণোই। পঞ্চম বলে বিষ্ণোইকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৮ বলে ৯ রান করেন রবি। ভারত ৬১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আবেশ খান। জিততে ৭ ওভারে ৫৫ রান দরকার টিম ইন্ডিয়ার। সিকন্দর ২ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

06 Jul 2024, 07:22:09 PM IST

IND vs ZIM 1st T20I Live: লিউকের ওভারে ১ রান

১২তম ওভারে ফের বল করতে আসেন লিউক জংউই। তাঁর ওভারে ১ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৫৪ রান। ২ রানে ব্যাট করছেন সুন্দর। লিউক ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:16:35 PM IST

IND vs ZIM 1st T20I Live: গিলকে ফেরালেন সিকন্দর রাজা

১০.২ ওভারে সিকন্দর রাজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ২৯ বলে ৩১ রান করেন ভারত অধিনায়ক। মারেন ৫টি চার। ভারত ৪৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৫৩ রান। রবি ৫ রানে ব্যাট করছেন। ১ রান করেছেন সুন্দর।

06 Jul 2024, 07:13:45 PM IST

IND vs ZIM 1st T20I Live: জুরেলকে ফেরালেন লিউক

দশম ওভারে বল করতে আসেন লিউক জংউই। চতুর্থ বলে চার মারেন জুরেল। ৯.৫ ওভারে লিউকের বলে মাধেভেরের হাতে ধরা পড়েন ধ্রুব। ১৪ বলে ৬ রান করেন তিনি। ভারত ৪৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর। জিততে শেষ ১০ ওভারে ৭৩ রান দরকার ভারতের। ২৭ রানে ব্যাট করছেন গিল।

06 Jul 2024, 07:09:12 PM IST

IND vs ZIM 1st T20I Live: মাসাকাদজার ওভারে ২ রান

নবম ওভারে বল করতে আসেন মাসাকাদজা। ওভারে মোটে ২ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৬ রান। ২৫ রানে ব্যাট করছেন গিল। ১ রান করেছেন জুরেল। মাসাকাদজা ২ ওভারে মাত্র ৬ রান খরচ করেছেন।

06 Jul 2024, 07:05:47 PM IST

IND vs ZIM 1st T20I Live: মুজারাবানির ওভারে ৬ রান

অষ্টম ওভারে পুনরায় বল করতে আসেন মুজারাবানি। তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। ওভারে ৬ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৪ রান। গিল ২৩ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ৪টি চার। ৭ বল খেলেও এখনও খাতা খোলেননি ধ্রুব জুরেল। মুজারাবানি ৩ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 07:00:38 PM IST

IND vs ZIM 1st T20I Live: মেডেন ওভার চাতারার

সপ্তম ওভারে ফের বল করতে আসেন চাতারা। প্রথম বলে জুরেলের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানিয়ে রিভিউ নেয় জিম্বাবোয়ে। যদিও রিভিউ খোয়াতে হয় তাদের। ওভারে কোনও রান ওঠেনি। সুতরাং, ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৮ রান। চাতারা ৩ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 06:54:31 PM IST

IND vs ZIM 1st T20I Live: রিভিউ নিয়ে বাঁচলেন গিল

৫.১ ওভারে মুজারাবানির বলে গিলকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ভারত অধিনায়ক। ওভারের পঞ্চম বলে চার মারেন গিল। ষষ্ঠ ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৮ রান। ১৯ রানে ব্যাট করছেন গিল। মুজারাবানি ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 06:50:38 PM IST

IND vs ZIM 1st T20I Live: রিঙ্কুকে ফেরালেন চাতারা

একই ওভারে রিয়ান পরাগ ও রিঙ্কু সিংয়ের উইকেট তুলে নিলেন চাতারা। ৪.৬ ওভারে চাতারার বলে ব্রায়ানের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা রিঙ্কু সিং। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ২২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। গিল ১৩ রানে ব্যাট করছেন। চাতারা ২ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

06 Jul 2024, 06:45:12 PM IST

IND vs ZIM 1st T20I Live: রিয়ানকে ফেরালেন চাতারা

পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন চাতারা। দ্বিতীয় বলে চার মারেন শুভমন গিল। ৪.৪ ওভারে চাতারার বলে পরিবর্ত ফিল্ডার ব্র্যান্ডনের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ৩ বলে ২ রান করেন তিনি। ভারত ২২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।

06 Jul 2024, 06:39:29 PM IST

IND vs ZIM 1st T20I Live: রুতুরাজকে ফেরালেন মুজারাবানি

চতুর্থ ওভারে বল করতে আসেন মুজারাবানি। ৩.৩ ওভারে মুজারাবানির বলে স্লিপে ইনোসেন্ট কাইয়ার হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৯ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। ওভারে ৪ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৬ রান। ৮ রানে ব্যাট করছেন শুভমন গিল।

06 Jul 2024, 06:35:52 PM IST

IND vs ZIM 1st T20I Live: চাতারার ওভারে ৮ রান

তৃতীয় ওভারে বল করতে আসেন চাতারা। পঞ্চম বলে চার মারেন রুতুরাজ। ওভারে মোট ৮ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২ রান। গিল ৫ রান করেছেন। ৭ রান করেছেন রুতুরাজ।

06 Jul 2024, 06:30:52 PM IST

IND vs ZIM 1st T20I Live: গিলের বাউন্ডারিতে খাতা খুলল ভারত

উভয় প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শানায় জিম্বাবোয়ে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন ওয়েলিংটন মাসাকাদজা। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে চার রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪ রান।

06 Jul 2024, 06:25:42 PM IST

IND vs ZIM 1st T20I Live: প্রথম ওভারেই আউট অভিষেক শর্মা

অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শুভমন গিল। জিম্বাবোয়ের হয়ে বোলিং শুরু করেন স্পিনার ব্রায়ান বেনেট। চতুর্থ বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় মাসাকাদজার হাতে ধরা পড়েন তিনি। নিজের অভিষেক ম্যাচে ৪ বলে শূন্য রান করে মাঠ ছাড়েন অভিষেক। ভারত রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে। ব্যাট করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট নেন ব্রায়ান।

06 Jul 2024, 06:14:52 PM IST

IND vs ZIM 1st T20I Live: জিম্বাবোয়েকে সস্তায় বাঁধল ভারত

শেষ ওভারে বল করতে আসেন আবেশ খান। প্রথম বলেই চার মারেন মাদান্দে। চতুর্থ বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। ওভারের শেষ বলেও চার মারেন মাদান্দে। ওভারে মোট ১২ রান ওঠে। জিম্বাবোয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে। সুতরাং, জিততে ভারতের দরকার ১১৬ রান। মাদান্দে ২৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মারেন। আবেশ ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ৯ বল খেলেও খাতা খোলেননি চাতারা। আরও পড়ুন:- Tim Seifert's Century Goes In Vain: জলে গেল প্রাক্তন নাইট তারকার শতরান, ব্যাটে-বলে চোখ ধাঁধিয়ে ম্যাচ জেতালেন আজমতউল্লাহ

06 Jul 2024, 06:08:45 PM IST

IND vs ZIM 1st T20I Live: ১০০ টপকাল জিম্বাবোয়ে

১৮.১ ওভারে মুকেশ কুমারের বলে মাদান্দের ক্যাচ ছাড়েন রবি বিষ্ণোই। ওভারে ৫ রান ওঠে। ১৯ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৯ উইকেটে ১০৩ রান। ১৭ রানে ব্যাট করছেন মাদান্দে। মুকেশ ৩ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 06:05:06 PM IST

IND vs ZIM 1st T20I Live: আবেশের ওভারে ৭ রান

১৮তম ওভারে বল করতে আসেন আবেশ খান। তৃতীয় বলে চার মারেন মাদান্দে। ওভারে ৭ রান ওঠে। ১৮ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৯ উইকেটে ৯৮ রান। ১২ রানে ব্যাট করছেন মাদান্দে। আবেশ ৩ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 06:00:43 PM IST

IND vs ZIM 1st T20I Live: সুন্দরের বোলিং কোটা শেষ

১৭তম ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ওভারে ১ রান ওঠে। ১৭ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৯ উইকেটে ৯১ রান। ৫ রানে ব্যাট করছেন মাদান্দে। সুন্দর ৪ ওভারে ১১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন।

06 Jul 2024, 05:57:43 PM IST

IND vs ZIM 1st T20I Live: বিষ্ণোইয়ের চতুর্থ শিকার মুজারাবানি

১৫.৩ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুজারাবানি। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ৯০ রানে ৯ উইকেট হারায় জিম্বাবোয়ে। ব্যাট করতে নামেন চাতারা। বিষ্ণোই ৪ ওভারে ২টি মেডেন-সহ ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন। এটি তাঁর টি-২০ তথা আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।

06 Jul 2024, 05:49:11 PM IST

IND vs ZIM 1st T20I Live: বিষ্ণোইয়ের তৃতীয় শিকার লিউক

১৫.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লিউক জংউই। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩ বলে ১ রান করেন লিউক। জিম্বাবোয়ে ৯০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুজারাবানি।

06 Jul 2024, 05:46:07 PM IST

IND vs ZIM 1st T20I Live: মাসাকাদজাকে ফেরালেন সুন্দর

পরপর ২ বলে ২টি উইকেট ওয়াশিংটন সুন্দরের। ১৪.৩ ওভারে ওয়াশিংটনের বলে ওয়েলিংটন মাসাকাদজাকে স্টাম্প-আউট করেন ধ্রুব জুরেল। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন মাসাকাদজা। ৮৯ রানে ৭ উইকেট হারায় জিম্বাবোয়ে। ব্যাট করতে নামেন লিউক জংউই। ১৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ৯০ রান। সুন্দর ৩ ওভারে ১০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 05:43:18 PM IST

IND vs ZIM 1st T20I Live: মায়ের্সকে ফেরালেন সুন্দর

১৪.২ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মায়ের্স। ২২ বলে ২৩ রান করেন তিনি। মারেন ২টি চার। ৮৯ রানে ৬ উইকেট হারায় জিম্বাবোয়ে। ব্যাট করতে নামেন ওয়েলিংটন মাসাকাদজা।

06 Jul 2024, 05:41:41 PM IST

IND vs ZIM 1st T20I Live: বিষ্ণোইয়ের ওভারে ১০ রান

১৪তম ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। প্রথম বলেই চার মারেন মায়ের্স। ওভারে ১০ রান ওঠে। ১৪ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৮৭ রান। ২০ বলে ২১ রান করেছেন মায়ের্স। ৪ রানে ব্যাট করছেন মাদান্দে। বিষ্ণোই ৩ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 05:38:23 PM IST

IND vs ZIM 1st T20I Live: সুন্দরের ওভারে ৩ রান

১৩তম ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ওভারে ৩ রান ওঠে। ১৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৭৭ রান। ১৫ রানে ব্যাট করছেন মায়ের্স। ১ রান করেছেন মাদান্দে। সুন্দর ২ ওভারে ৭ রান খরচ করেছেন।

06 Jul 2024, 05:37:37 PM IST

IND vs ZIM 1st T20I Live: রান-আউট ক্যাম্পবেল

মাঠে নেমেই রান-আউট হলেন জোনাথন ক্যাম্পবেল। ১১.৬ ওভারে দুই ব্যাটার পিচের একই প্রান্তে পৌঁছে যান। ওয়াশিংটন সুন্দরের ছোঁড়া বল ধরে বেল ফেলে দেন বোলার আবেশ খান। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন জোনাথন। জিম্বাবোয়ে পরপর ২ বলে ২টি উইকেট হারায়। তাদের স্কোর ৫ উইকেটে ৭৪ রান। ব্যাট করতে নামেন ক্লাইভ মাদান্দে। ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আবেশ খান।

06 Jul 2024, 05:31:15 PM IST

IND vs ZIM 1st T20I Live: সিকন্দরকে ফেরালেন আবেশ

১১.৫ ওভারে আবেশ খানের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ১৯ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন জিম্বাবোয়ের ক্যাপ্টেন। মারেন ১টি চার ও ১টি ছক্কা। জিম্বাবোয়ে ৭৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোনাথন ক্যাম্পবেল।

06 Jul 2024, 05:27:13 PM IST

IND vs ZIM 1st T20I Live: সুন্দরের ওভারে ৪ রান

১১তম ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ওভারে ৪ রান ওঠে। ১১ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। ১৭ রানে ব্যাট করছেন সিকন্দর। ১২ রান করেছেন মায়ের্স।

06 Jul 2024, 05:23:43 PM IST

IND vs ZIM 1st T20I Live: আবেশকে ছক্কা সিকন্দর রাজার

দশম ওভারে প্রথমবার বল করতে আসেন আবেশ খান। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান সিকন্দর রাজা। ওভারে ৯ রান ওঠে। ১০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। সিকন্দর ১৪ বলে ১৬ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। ৮ বলে ৯ রান করেছেন মায়ের্স।

06 Jul 2024, 05:19:56 PM IST

IND vs ZIM 1st T20I Live: অভিষেকের ওভারে ৮ র

নবম ওভারে বল করতে আসেন অভিষেক শর্মা। প্রথম বলেই চার মারেন মায়ের্স। ওভারে ৮ রান ওঠে। ৯ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৬০ রান। মায়ের্স ও সিকন্দর উভয়েই ব্যক্তিগত ৮ রানে ব্যাট করছেন। অভিষেক ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।

06 Jul 2024, 05:17:21 PM IST

IND vs ZIM 1st T20I Live: বিষ্ণোইয়ের দ্বিতীয় শিকার মাধেভেরে

অষ্টম ওভারে পুনরায় বল করতে আসেন রবি বিষ্ণোই। ৭.৫ ওভারে বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাধেভেরে। ২২ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। জিম্বাবোয়ে ৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডিয়ন মায়ের্স। ৮ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৫২ রান। বিষ্ণোই ২ ওভারে ১টি মেডেন-সহ ৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

06 Jul 2024, 05:11:46 PM IST

IND vs ZIM 1st T20I Live: অভিষেকের ওভারে ৯ রান

সপ্তম ওভারে বল করতে আসেন অভিষেক শর্মা। চতুর্থ বলে চার মারেন সিকন্দর রাজা। ওভারে মোট ৯ রান ওঠে। ৭ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৪৯ রান। সিকন্দর ৭ ও মাধভেরে ১৯ রানে ব্যাট করছেন।

06 Jul 2024, 05:04:47 PM IST

IND vs ZIM 1st T20I Live: বল হাতে নিয়েই ব্রায়ানকে ফেরালেন বিষ্ণোই

ষষ্ঠ ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। বল হাতে নিয়েই তিনি দলকে সাফল্য এনে দেন। ৫.১ ওভারে রবির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ব্রায়ান বেনেট। ১৫ বলে ২২ রান করেন তিনি। মারেন ৫টি চার। জিম্বাবোয়ে ৪০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা। ষষ্ঠ ওভারে কোনও রান ওঠেনি। পাওয়ার প্লে-র ৬ ওভারে জিম্বাবোয়ের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। 

06 Jul 2024, 04:59:03 PM IST

IND vs ZIM 1st T20I Live: খলিলের বলে ব্রায়ানের ক্যাচ ছাড়লেন আবেশ

পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন খলিল আহমেদ। প্রথম বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। ৪.২ ওভারে খলিলের বলে ব্রায়ান বেনেটের ক্যাচ ছাড়েন আবেশ খান। সেই বলেও চার রান পায় জিম্বাবোয়ে। ব্রায়ান তখন ১৭ রানে ব্যাট করছিলেন। তৃতীয় বলে ১ রান নেন তিনি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ২টি চার মারেন মাধেভেরে। ওভারে মোট ১৭ রান ওঠে। ৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৪০ রান। বেনেট ২২ ও মাধেভেরে ১৭ রানে ব্যাট করছেন। খলিল ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।

06 Jul 2024, 04:55:33 PM IST

IND vs ZIM 1st T20I Live: মুকেশের ওভারে ৪ রান

চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন মুকেশ কুমার। তাঁর ওভারে ৪ রান ওঠে। ১ রান আসে লেগ-বাই হিসেবে। ৪ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ২৩ রান। ১১ বলে ১৪ রান করেছেন ব্রায়ান বেনেট। মেরেছেন ৩টি চার। ১২ বলে ৯ রান করেছেন মেধেভেরে। মেরেছেন ১টি চার। মুকেশ ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট তুলে নিয়েছেন।

06 Jul 2024, 04:49:10 PM IST

IND vs ZIM 1st T20I Live: খলিলের ওভারে ৫ রান

তৃতীয় ওভারে ফের বল করতে আসেন খলিল আহমেদ। চতুর্থ বলে চার মারেন ব্রায়ান। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ১৯ রান। ব্রায়ান ১২ ও মাধেভেরে ৭ রানে ব্যাট করছেন। খলিল ২ ওভারে ১১ রান খরচ করেছেন।

06 Jul 2024, 04:39:41 PM IST

IND vs ZIM 1st T20I Live: কাইয়ার স্টাম্প ছিটকে দিলেন মুকেশ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। তাঁর প্রথম বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইনোসেন্ট কাইয়া। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। জিম্বাবোয়ে ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রায়ান বেনেট। তিনি মাঠে নেমেই চার মারেন। ওভারের শেষ বলে ফের একটি বাউন্ডারি মারেন ব্রায়ান। ওভারে ৮ রান ওঠে। ২ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ১৪ রান। ৮ রান করেছেন ব্রায়ান। ৬ রানে ব্যাট করছেন মাধেভেরে।

06 Jul 2024, 04:38:13 PM IST

IND vs ZIM 1st T20I Live: মাধেভেরের বাউন্ডারিতে লড়াই শুরু জিম্বাবোয়ের

ইনোসেন্ট কাইয়াকে সঙ্গে নিয়ে জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নামেন মাধেভেরে। ভারতের হয়ে বোলিং শুরু করেন খলিল আহমেদ। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন মাধেভেরে। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তোলে জিম্বাবোয়ে। ৬ রানই আসে মাধেভেরের ব্যাট থেকে।

06 Jul 2024, 04:25:33 PM IST

IND vs ZIM 1st T20I Live: জিম্বাবোয়ের প্রথম একাদশ

ওয়েসলি মাধেভেরে, ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, সিকন্দর রাজা (ক্যাপ্টেন), জোনাথন ক্যাম্পবেল, ডিয়ন মায়ের্স, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, লিউক জংউই, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা

06 Jul 2024, 04:20:41 PM IST

IND vs ZIM 1st T20I Live: ভারতের প্রথম একাদশ

শুভমন গিল (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার ও খলিল আহমেদ।

06 Jul 2024, 04:07:30 PM IST

IND vs ZIM 1st T20I Live: টস জিতলেন শুভমন গিল

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতলেন শুভমন গিল। টস জিতে ভারত অধিনায়ক শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রতিপক্ষ দলকে। অর্থাৎ, হারারে স্পোর্টস ক্লাবে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। পিচ দ্বিতীয় ইনিংসেও বিশেষ বদলাবে না বলে ধারণা শুভমনের। সেই কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন তিনি।

06 Jul 2024, 04:00:22 PM IST

IND vs ZIM 1st T20I Live: আজ ফের ক্রিকেটের ময়দানে ভারত-পাক লড়াই

গত মাসে টি-২০ বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। মাস ঘুরতেই ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি যুযুধান দুই প্রতিবেশী দেশ। এবার কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপে সম্মুখসমরে ভারত-পাকিস্তান। বিস্তারিত পড়ুন:- IND vs PAK WCL 2024 Live Streaming: আজ ফের ক্রিকেটের ময়দানে ভারত-পাক লড়াই, কখন-কীভাবে দেখবেন যুবরাজ-আফ্রিদিদের ম্যাচ?

06 Jul 2024, 03:51:33 PM IST

IND vs ZIM 1st T20I Live: টি-২০ অভিষেক রিয়ান-অভিষেক-জুরেলের

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা ও ধ্রুব জুরেল। ম্যাচের আগে তিন তরুণ তুর্কির হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেওয়া হয়। জুরেল ইতিমধ্যেই ভারতের হয়ে টেস্টে খেলেছেন। তবে রিয়ান ও অভিষেক এই প্রথমবার দেশের জার্সিতে মাঠে নামছেন। উল্লেখ্য, সঞ্জু স্যামসনকে সিরিজের প্রথম ২টি ম্যাচের স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া না হলে তিনিই জিম্বাবোয়ে সিরিজে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হতেন। সেক্ষেত্রে জুরেলকে অপেক্ষা করতে হতো রিজার্ভ বেঞ্চে।

06 Jul 2024, 03:43:21 PM IST

IND vs ZIM 1st T20I Live: সিরিজের প্রথম ২টি ম্যাচের ভারতীয় স্কোয়াড

শুভমন গিল (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, রিয়ান পরাগ, ওয়াশিটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।

06 Jul 2024, 03:34:47 PM IST

IND vs ZIM 1st T20I Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ৫ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সম্মুখসমরে ভারত ও জিম্বাবোয়ে। এই ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে।

ক্রিকেট খবর

Latest News

‘অক্টোবরে বিয়ে করেছি ভারতে…এখন বলছেন,’ পহেলগাঁও নিয়ে মুখ খুললেন পাকিস্তানি বধূ GT-কে হারিয়ে IPL Points Table-এ MI-এর সুবিধে করে দিল RR, নিজেরাও দিল বড় লাফ 'অনুরাগের সেরা আবিষ্কার...', কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কী বললেন মহেশ? বেলাইনের পর এবার সাইকোলজিক্যাল ড্রামা নিয়ে আসছেন শমীক! অভিনয়ে আছেন কারা? আগের ১০ ভাগের ১ ভাগ শো-ও পাচ্ছেন না! কারণ ব্যাখ্যা করে কী বললেন লগ্নজিতা? ‘ভারতে থাকতে দিন নাহলে…’ বিরাট চাপে প্রাক্তন কাশ্মিরী জঙ্গিদের পাকিস্তানি বউরা ‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির 'গল্প নয়, এখানে মুখ বিক্রি হয়…', বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ সীমার 'পাকিস্তানে...', মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই ফের নতুন পোস্ট বিজয়ের, কী লিখলেন? কেশরী চ্যাপ্টার ২ ভালো লেগেছে? তাহলে দেখতে পারেন এই কোর্টরুম ড্রামাগুলোও

Latest cricket News in Bangla

GT-কে হারিয়ে IPL Points Table-এ MI-এর সুবিধে করে দিল RR, নিজেরাও দিল বড় লাফ ‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির ১৪ বছরেই IPL-এ দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির RR তারকার, ঝুলিতে এল বিশ্বরেকর্ডও ২২ গজে ইতিহাস লিখল জাপান, U-19 WC 2026-এর জন্য অর্জন করল যোগ্যতা গৌতম গম্ভীরের আলাদা আভিজাত্য আছে… প্রাক্তন মেন্টরকে মিস করছেন KKR-এর তারকা পেসার পহেলগাঁও নিয়ে প্রলাপ বকছেন,আফ্রিদির চ্যানেলও ভারতে বন্ধ হোক… দাবি পাক প্রাক্তনীর ১৭৭/৩ থেকে ২১৭/৯! তাইজুলের ৫ উইকেট, BAN vs ZIM 2nd Test-এ ম্যাচে ফিরল বাংলাদেশ এক ঘণ্টার মধ্যে… KKR-এর শাহরুখ মালিক হিসাবে কেমন? আক্রমের অবাক করা মন্তব্য ৭৪ নয়, IPL 2028-এ হবে ৯৪টা ম্যাচ! এবারে নতুন চ্যাম্পিয়নকে দেখতে চান অরুন ধুমাল অনিল কুম্বলে ধরালেন KKR টিম ম্য়ানেজমেন্টের ভুল! শাহরুখ খান এখনও হালছাড়তে নারাজ

IPL 2025 News in Bangla

‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির ১৪ বছরেই IPL-এ দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির RR তারকার, ঝুলিতে এল বিশ্বরেকর্ডও গৌতম গম্ভীরের আলাদা আভিজাত্য আছে… প্রাক্তন মেন্টরকে মিস করছেন KKR-এর তারকা পেসার এক ঘণ্টার মধ্যে… KKR-এর শাহরুখ মালিক হিসাবে কেমন? আক্রমের অবাক করা মন্তব্য ৭৪ নয়, IPL 2028-এ হবে ৯৪টা ম্যাচ! এবারে নতুন চ্যাম্পিয়নকে দেখতে চান অরুন ধুমাল অনিল কুম্বলে ধরালেন KKR টিম ম্য়ানেজমেন্টের ভুল! শাহরুখ খান এখনও হালছাড়তে নারাজ বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন? টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি… প্লে-অফে ওঠার আশা শেষ হওয়ার আগেই হাল ছেড়েছে RR বুমরাহ উইকেট নিলেও ছেলে অঙ্গদ গম্ভীর কেন? হাসাহাসি করায় নেটপাড়াকে একহাত সঞ্জনার শুধু RCB, GT নয় IPL 2025-এর প্লে-অফে উঠতে পারে CSK, KKR! শেষ ৪ ওঠার সম্ভাবনা কত?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.