India vs Zimbabwe 5th T20I Live Score: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ রানে পরাজিত হয় ভারত। দ্বিতীয় টি-২০ ম্যাচ ১০০ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয় তুলে নেয় ভারত এবং শুভমন গিলরা সিরিজে ২-১ লিড নেন। চতুর্থ ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় পায় ভারত এবং সেই সুবাদে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে তারা। এবার সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেও সিকন্দর রাজাদের ৪২ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। সুতরাং, প্রথম ম্যাচ হেরেও শুভমন গিলরা ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজের দখল নেন।
IND vs ZIM 5th T20I: শেষ হল ভারত-জিম্বাবোয়ে পঞ্চম টি-২০ ম্যাচের লাইভ ব্লগ
ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে।
IND vs ZIM 5th T20I: সিরিজের সেরা ওয়াশিংটন
সিরিজের ২টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ২৮ রান সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর। সেই সঙ্গে ৫টি ইনিংসে বল করে তিনি সংগ্রহ করেন ৮টি উইকেট। ইকনমি-রেট ৫.১৬। এমন পারফর্ম্যান্সের সুবাদে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ওয়াশিংটন।
IND vs ZIM 5th T20I: ম্যাচের সেরা দুবে
শিবম দুবে প্রথমে ব্যাট হাতে ১২ বলে ২৬ রানের আগ্রাসী ইনিংস খেলে রান-আউট হন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। পরে ৪ ওভার বল করে মাত্র ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দুবে।
IND vs ZIM 5th T20I: চার উইকেট মুকেশের, দাপুটে জয় ভারতের
১৮.৩ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এনগারাভা। গোল্ডেন ডাকে আউট হন তিনি। ভারতের ৬ উইকেটে ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে অল-আউট হয়ে যায় ১২৫ রানে। ৪২ রানের ব্যবধানে ম্যাচ জেতে ভারত। সেই সুবাদে তারা ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজের দখল নেয়। ১ রানে অপরাজিত থাকেন মুজারাবানি। মুকেশ কুমার ৩.৩ ওভারে ২২ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। আরও পড়ুন:- WCL 2024 All Awards List: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন যুবরাজরা? টুর্নামেন্টের সেরা কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা
IND vs ZIM 5th T20I Live: মুকেশের তৃতীয় শিকার আক্রম
১৯তম ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। ১৮.২ ওভারে মুকেশের বলে স্যামসনের দস্তানায় ধরা পড়েন আক্রম। ১৩ বলে ২৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। জিম্বাবোয়ে ১২৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনগারাভা।
IND vs ZIM 5th T20I Live: দেশপান্ডের শিকার মাভুতা
১৮তম ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। প্রথম বলে ছক্কা মারেন আক্রম। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ১৭.৫ ওভারে দেশপান্ডের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মাভুতা। ৭ বলে ৪ রান করেন তিনি। জিম্বাবোয়ে ১২০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুজারাবানি। তুষার ৩ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। জিততে ২ ওভারে ৪৮ রান দরকার জিম্বাবোয়ের।
IND vs ZIM 5th T20I Live: ১০০ টপকাল জিম্বাবোয়ে
১৭তম ওভারে ফের বল করতে আসেন শিবম দুবে। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন আক্রম। ওভারে ১০ রান ওঠে। ১৭ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ১০৯ রান। ১৫ রানে ব্যাট করছেন আক্রম। দুবে ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: অভিষেকের শিকার মাদান্দে
১৫.১ ওভারে অভিষেক শর্মার বলে স্যামসনের দস্তানায় ধরা পড়েন মাদান্দে। ৪ বলে ১ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৯৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাভুতা। ১৬ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ৯৯ রান। ৭ রানে ব্যাট করছেন আক্রম। অভিষেক ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: দুবের ২য় শিকার ক্যাম্পবেল
১৫তম ওভারে ফের বল করতে আসেন শিবম দুবে। ১৪.৪ ওভারে দুবের বলে তুষার দেশপান্ডের হাতে ধরা পড়েন ক্যাম্পবেল। ৭ বলে ৪ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৯০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামে আক্রম। ১৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৬ উইকেটে ৯৪ রান। দুবে ৩ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: রান-আউট সিকন্দর রাজা
১৩.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সিকন্দর রাজা। ১২ বলে ৮ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৮৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাদান্দে। ১৪ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৮৯ রান। রবি বিষ্ণোই ৩ ওভারে ২৩ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: মায়ের্সকে ফেরালেন দুবে
১২.৪ ওভারে শিবম দুবের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন মায়ের্স। ৩২ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। জিম্বাবোয়ে ৮৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাম্পবেল। ১৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৮৬ রান। দুবে ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: অভিষেকের ওভারে ৭ রান
১২তম ওভারে বল করতে আসেন অভিষেক শর্মা। প্রথম বলেই চার মারেন মায়ের্স। ওভারে ৭ রান ওঠে। ১২ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৮২ রান। ৩৩ রানে ব্যাট করছেন মায়ের্স। অভিষেক ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: দুবের ওভারে ৬ রান
১১তম ওভারে বল করতে আসেন শিবম দুবে। তাঁর ওভারে ৬ রান ওঠে। ১১ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৭৫ রান। ২৭ রানে ব্যাট করছেন মায়ের্স। ৬ রানে ব্যাট করছেন সিকন্দর রাজা। আরও পড়ুন:- India's Top 5 Performers In WCL Final: রায়াড়ুর ৫০, কিপ্টে ইরফান, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ভারতকে জেতালেন কারা?
IND vs ZIM 5th T20I Live: অভিষেককে ছক্কা মায়ের্সের
দশম ওভারে বল করতে আসেন অভিষেক শর্মা। তৃতীয় বলে ছক্কা মারেন মায়ের্স। ওভারে ৮ রান ওঠে। ১০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। ২৫ রানে ব্যাট করছেন মায়ের্স। জিততে ১০ ওভারে ৯৯ রান দরকার জিম্বাবোয়ের।
IND vs ZIM 5th T20I Live: মারুমানিকে ফেরালেন সুন্দর
৮.২ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মারুমানি। ২৪ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৫টি চার। জিম্বাবোয়ে ৫৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা। ৯ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৬১ রান। ১৮ রানে ব্যাট করছেন মায়ের্স। সুন্দর ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: বিষ্ণোইয়ের ওভারে ৭ রান
অষ্টম ওভারে ফের বল করতে আসেন রবি বিষ্ণোই। দ্বিতীয় বলে চার মারেন মায়ের্স। ওভারে মোট ৭ রান ওঠে। তবে ২ রান আসে অতিরিক্ত হিসেবে। ৮ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৫৯ রান। বিষ্ণোই ২ ওভারে ২০ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: ৫০ টপকাল জিম্বাবোয়ে
সপ্তম ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৫২ রান। ২৬ রানে ব্যাট করছেন মারুমানি। ১৩ রান করেছেন মায়ের্স।
IND vs ZIM 5th T20I Live: বিষ্ণোইয়ের ওভারে ১৬ রান
ষষ্ঠ ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। প্রথম বলে ৩ রান নেন মায়ের্স। দ্বিতীয় বলে চার মারেন মারুমানি। ওভারের চতুর্থ বলে ফের চার মারেন তিনি। শেষ বলে চার মারেন মায়ের্স। ওভারে মোট ১৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৪৭ রান। ২২ রানে ব্যাট করছেন মারুমানি। ১২ রান করেছেন মায়ের্স।
IND vs ZIM 5th T20I Live: মুকেশের নো-বলে বোল্ড হয়ে বাঁচলেন মারুমানি
পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন মুকেশ কুমার। তাঁর প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন মারুমানি। ঠিক তার পরেই মুকেশের নো-বলে বোল্ড হয়ে বেঁচে যান মারুমানি। ৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৩১ রান। ১৪ রানে ব্যাট করছেন মারুমানি। মুকেশ ৩ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: তুষারের ওভারে ১ রান
চতুর্থ ওভারে ফের বল করতে আসেন তুষার দেশপান্ডে। তাঁর ওভারে মোটে ১ রান ওঠে। ৪ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ২০ রান। তুষার ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: মুকেশের দ্বিতীয় শিকার বেনেট
২.৩ ওভারে মুকেশ কুমারের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন ব্রায়ান বেনেট। ৮ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। জিম্বাবোয়ে ১৫ রানে ২টি উইকেট হারায়। ব্যাট করতে নামেন মায়ের্স। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ১৯ রান। মুকেশ ২ ওভারে ৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: তুষার দেশপান্ডের ওভারে ৩টি বাউন্ডারি
দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ব্রায়ান বেনেট। পঞ্চম বলে চার মারেন মারুমানি। ওভারে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ১৫ রান। ১০ রানে ব্যাট করছেন বেনেট।
IND vs ZIM 5th T20I Live: প্রথম ওভারেই মাধেভেরেকে ফেরালেন মুকেশ
জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নামেন মাধেভেরে ও মারুমানি। ভারতের হয়ে বোলিং শুরু করেন মুকেশ কুমার। ওভারের তৃতীয় বলে মাধেভেরেকে বোল্ড করেন মুকেশ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। জিম্বাবোয়ে ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রায়ান বেনেট। প্রথম ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান সংগ্রহ করে জিম্বাবোয়ে।
IND vs ZIM 5th T20I Live: ১৬০ টপকে লড়াইয়ের রসদ পেল ভারত
শেষ ওভারে আক্রমের পঞ্চম বলে ছক্কা মারেন রিঙ্কু সিং। শেষ বলে লেগ-বাই হিসেবে চার রান পেয়ে যায় ভারত। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া সংগ্রহ করে ৬ উইকেটে ১৬৭ রান। সুতরাং, জয়ের জন্য জিম্বাবোয়ের দরকার ১৬৮ রান। রিঙ্কু ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করেন সুন্দর। আক্রম ৪ ওভারে ৩৯ রান খরচ করেন।
IND vs ZIM 5th T20I Live: রান-আউট দুবে
শেষ ওভারে ফরজ আক্রমের প্রথম বলে রিঙ্কুর ক্যাচ মিস করেন সিকন্দর রাজা। তবে সেই বলে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হন শিবম দুবে। তিনি ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন। ভারত ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
IND vs ZIM 5th T20I Live: ১৫০ টপকাল ভারত
১৯তম ওভারে বল করতে আসেন এনগারাভা। চতুর্থ বলে চার মারেন শিবম দুবে। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। শেষ বলে ফের চার মারেন দুবে। ওভারে ১৬ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৩ রান। ১২ বলে ২৬ রান করেছেন দুবে। এনগারাভা ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: হাফ-সেঞ্চুরি করে আউট স্যামসন
১৭.৩ ওভারে মুজারাবানির বলে মারুমানির হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ৪৫ বলে ৫৮রান করেন তিনি। মারেন ১টি চার ও ৪টি ছক্কা। ভারত ১৩৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৩৭ রান। ১১ রানে ব্যাট করছেন শিবম দুবে। মুজারাবানি ৪ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: হাফ-সেঞ্চুরি সঞ্জু স্যামসনের
৪টি ছক্ক সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু স্যামসন। ওভারে ৯ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৩১ রান। ৫৪ রানে ব্যাট করছেন স্যামসন। ১০ রান করেছেন শিবম দুবে। সিকন্দর রাজা ৪ ওভারে ৩৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: এনগারাভাকে ছক্কা স্যামসনের
১৬তম ওভারে বল করতে আসেন এনগারাভা। দ্বিতীয় বলে ছক্কা মারেন সঞ্জু স্যামসন। ওভারে ৯ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২২ রান। ৪৮ রানে ব্যাট করছেন সঞ্জু স্যামসন। ৯ রান করেছেন শিবম দুবে। এনগারাভা ৩ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: রিয়ানকে ফেরালেন মাভুতা
১৪.২ ওভারে মাভুতার বলে এনগারাভার হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ২৪ বলে ২২ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। ভারত ১০৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। তিনি ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৩ রান। স্যামসন ৪০ ও দুবে ৮ রানে ব্যাট করছেন। মাভুতা ৪ ওভারে ৩৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: মুজারাবানির ওভারে ৪ রান
১৪তম ওভারে বল করতে আসেন মুজারাবানি। তাঁর ওভারে ৪ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। সঞ্জু ৪০ রানে ব্যাট করছেন। ২২ রানে ব্যাট করছেন রিয়ান। মুজারাবানি ৩ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: ১০০ টপকাল ভারত
১৩তম ওভারে বল করতে আসেন ফরজ আক্রম। তাঁর ওভারে ৬ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০১ রান। সঞ্জু ৩৮ রানে ব্যাট করছেন। রিয়ান করেছেন ২০ রান। আক্রম ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: মাভুতাকে জোড়া ছক্কা সঞ্জুর
১২তম ওভারে ফের বল হাতে নেন মাভুতা। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। ওভারে ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৯৫ রান। ৩৪ রানে ব্যাট করছেন স্যানসন। ১৮ রানে ব্যাট করছেন রিয়ান। মাভুতা ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: সিকন্দর রাজার ওভারে ৫ রান
১১তম ওভারে পুনরায় বল করতে আসেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকন্দর রাজা। তাঁর ওভারে ৫ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮০ রান। সঞ্জু ২১ ও রিয়ান ১৭ রানে ব্যাট করছেন। সিকন্দর ৩ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: মাভুতাকে ছক্কা রিয়ানের
দশম ওভারে ফের বল করতে আসেন মাভুতা। চতুর্থ বলে ছয় মারেন রিয়ান পরাগ। ওভারে ১১ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৫ রান। ১৯ রানে ব্যাট করছেন সঞ্জু। ১৪ রান করেছেন রিয়ান। মাভুতা ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: সিকন্দরকে ছক্কা সঞ্জুর
নবম ওভারে বল করতে আসেন সিকন্দর রাজা। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন। ওভারে ৮ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬৪ রান। ১৭ বলে ১৭ রান করেছেন স্যামসন। ৮ বলে ৬ রান করেছেন রিয়ান। সিকন্দর ২ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: ৫০ টপকাল ভারত
অষ্টম ওভারে বল করতে আসেন ফরজ আক্রম। তাঁর ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫৬ রান। ১৩ বলে ১০ রান করেছেন স্যামসন। ৬ বলে ৫ রান করেছেন রিয়ান। আক্রম ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
IND vs ZIM 5th T20I Live: মাভুতার ওভারে ৫ রান
সপ্তম ওভারে বল করতে আসেন মাভুতা। তাঁর ওভারে মোট ৫ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৯ রান। স্যামসন ব্যাট করছেন ৫ রানে। ৪ রান করেছেন রিয়ান পরাগ।
IND vs ZIM 5th T20I Live: পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ফের বল করতে আসেন মুজারাবানি। তাঁর ওভারে মোটে ৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৪৪ রান। ৩ রানে ব্যাট করছেন স্যামসন। মুজারাবানি ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs ZIM 5th T20I Live: গিলকে ফেরালেন এনগারাভা
৪.২ ওভারে রিচার্ড এনগারাভার বলে শুভমন গিলের ক্যাচ ছাড়েন ক্যাম্পবেল। গিল তখন ১১ রানে ব্যাট করছিলেন। ৪.৬ ওভারে এনগারাভার বলে সিকন্দর রাজার হাতে ধরা পড়েন গিল। ১৪ বলে ১৩ রান করেন ভারত অধিনায়ক। তিনি ২টি চার মারেন। ভারত ৪০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। এনগারাভা ২ ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
IND vs ZIM 5th T20I Live: অভিষেককে ফেরালেন মুজারাবানি
চতুর্থ ওভারে বল করতে আসেন মুজারাবানি। ৩.২ ওভারে পয়েন্টে অভিষেক শর্মার ক্যাচ ছাড়েন বেনেট। অভিষেক তখন ১০ রানে ব্যাট করছিলেন। আউট হওয়ার বদলে সেই বলে বাউন্ডারি পেয়ে যান অভিষেক। ৩.৫ ওভারে মুজারাবানির বলে উইকেটকিপার মাদান্দের দস্তানায় ধরা পড়ে যান অভিষেক। ১১ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।
IND vs ZIM 5th T20I Live: আক্রমের ওভারে ১৬ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন ফরজ আক্রম। প্রথম বলেই ছক্কা মারেন অভিষেক শর্মা। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন শুভমন গিল। ওভারে ১৬ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৩ রান। ৭ বলে ১০ রান করেছেন শুভমন গিল। অভিষেক শর্মাও ৭ বলে ১০ রান করেছেন।
IND vs ZIM 5th T20I Live: এনগারাভার ওভারে ২ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন রিচার্ড এনগারাভা। তাঁর ওভারে মাত্র ২ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭ রান। ৩ রানে ব্যাট করছেন অভিষেক শর্মা। ১ রান করেছেন শুভমন গিল।
IND vs ZIM 5th T20I Live: জোড়া ছক্কা হাঁকিয়ে প্রথম ওভারেই আউট যশস্বী
যথারীতি যশস্বী জসওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শুভমন গিল। জিম্বাবোয়ের হয়ে বোলিং শুরু করেন সিকন্দর রাজা। শুরুতেই নো-বলে ছক্কা হাঁকান যশস্বী। সিকন্দর পুনরায় প্রথম বল করলে ফ্রি-হিটে ফের ছয় মারেন জসওয়াল। তবে ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন যশস্বী। ৫ বলে ১২ রান করেন তিনি। ভারত ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক শর্মা। ভারত প্রথম ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান তোলে।
IND vs ZIM 5th T20I: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
ভারত ও জিম্বাবোয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১২ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ৯টি ম্যাচ জিতেছে ভারত। ৩টি ম্যাচ জিতেছে জিম্বাবোয়ে। উল্লেখ্য, এই ১২টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হয়েছে হারারেতে। শুধুমাত্র ২০২২ টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচ খেলা হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। বলা বাহুল্য, সেই ম্যাচটি জেতে টিম ইন্ডিয়া।
IND vs ZIM 5th T20I: জিম্বাবোয়ের প্রথম একাদশ
ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশি মারুমানি, ব্রায়ান বেনেট, সিকন্দর রাজা (ক্যাপ্টেন), ডিয়ন মায়ের্স, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ফরজ আক্রম, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্র্যান্ডন মাভুতা।
IND vs ZIM 5th T20I: ভারতের প্রথম একাদশ
শুভমন গিল (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, যশস্বী জসওয়াল, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপান্ডে ও মুকেশ কুমার।
IND vs ZIM 5th T20I: টস হারলেন গিল, দলে ফিরলেন রিয়ান-মুকে
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্য়াচে টস হারলেন শুভমন গিল। টস জিতে জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকন্দর রাজা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, শেষ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত এবং রান তাড়া করবে জিম্বাবোয়ে। ভারত এই ম্যাচের প্রথম একাদশে একজোড়া রদবদল করে। দলে ফেরেন রিয়ান পরাগ ও মুকেশ কুমার।
IND vs ZIM 5th T20I: সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের ফলাফল
১৩ জুলাই, শনিবার সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে দেয় ভারত। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৫.২ ওভারে বিনা উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়।
IND vs ZIM 5th T20I: সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের ফলাফল
১০ জুলাই, বুধবার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ২৩ রানে হারিয়ে দেয় ভারত। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে আটকে যায়।
IND vs ZIM 5th T20I: সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
৭ জুলাই, রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে দেয় ভারত। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৮.৪ ওভারে ১৩৪ রানে অল-আউট হয়ে যায়।
IND vs ZIM 5th T20I: সিরিজের প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
৬ জুলাই, শনিবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ১৩ রানে হারিয়ে দেয় জিম্বাবোয়ে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৯.৫ ওভারে ১০২ রানে অল-আউট হয়ে যায়।
IND vs ZIM 5th T20I: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। রবিবার হারারে স্পোর্টস ক্লাবে ৫ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে সম্মুখসমরে ভারত ও জিম্বাবোয়ে। এই ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে।