South Africa Women vs India Women Warm-up Match 2024: মহিলাদের আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আগে প্রত্যেক দল নিজেদের প্রস্তুতি ম্য়াচ খেলছে। মঙ্গলবার ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মহিলাদের মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ICC মহিলা T20 বিশ্বকাপ ২০২৪-এর দশম প্রস্তুতি ম্যাচটি ১ অক্টোবর (মঙ্গলবার) দুবাইয়ের ICC অ্যাকাডেমি গ্রাউন্ডে খেলা হয়েছিল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৪ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে। শেষ পর্যন্ত ২৮ রানে ম্যাচটি জেতে ভারত। এদিনের ম্যাচে ভারতের পক্ষ থেকে ৯ জন বল করেন।
আরও পড়ুন… IND vs BAN: আকাশ দীপের পারফরমেন্সে মুগ্ধ রোহিত শর্মা! বুমরাহর গলাতেও বাংলার পেসারের প্রশংসা
ভারতীয় মহিলা দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দলের প্রস্তুতি ম্যাচের স্কোরকার্ড
ভারত ২০ ওভারে ১৪৪ রান করেছিল। যেখানে দক্ষিণ আফ্রিকার বোলার আয়াবোঙ্গা খাকা দুর্দান্ত বোলিং করেছেন এবং নিজের চার ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস। ভারতের ব্যাটসম্যানরা শুরুতে অসুবিধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত দীপ্তি শর্মা ও রিচা ঘোষের জুটি দলকে প্রতিযোগিতামূলক স্কোরে নিয়ে যায়।
আরও পড়ুন… Bengal Cricketer Death: অধরা থেকে গেল রঞ্জি খেলার স্বপ্ন, অকালে প্রাণ হারালেন বাংলার তরুণ ক্রিকেটার
ভারতের ইনিংস
এদিনের ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শেফালি বর্মা শূন্য রানে সাজঘরে পিরে যান। আয়াবোঙ্গা খাকার বলে আউট হন তিনি। এর ফলে ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। এরপর স্মৃতি মান্ধনা (২১) এবং হরমনপ্রীত কৌর (১০)ও তাড়াতাড়ি ফিরে যান। এই কারণে দলের ওপর চাপ বেড়ে যায়। কিন্তু জেমিমা রদ্রিগেজ ২৬ বলে ৩০ রান করে পরিস্থিতি সামাল দেন। ভারতের পক্ষে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন রিচা ঘোষ। তিনি ২৫ বলে ৩৬ রান করেন। এই সময়ে রিচা ঘোষ ২টি চার এবং ২টি ছক্কা মেরে ছিলেন। এছাড়া দীপ্তি শর্মা ২৯ বলে ৩৫ রান করে দলকে শেষ পর্যন্ত শক্তিশালী স্কোরের দিকে নিয়ে যান।
আরও পড়ুন… IND vs BAN: শাকিবের শেষ টেস্ট ম্যাচ? সেই কারণেই কি বাংলাদেশের অলরাউন্ডারকে বিশেষ উপহার দিলেন কোহলি?
ICC Womens T20 World Cup Warm-up Matches দক্ষিণ আফ্রিকার ইনিংস-
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার মহিলা দল শুরুটা ভালো করলেও মাঝে এসে ছন্দ হারিয়ে ফেলে। দলের ৩৭ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হয়। তাজমি ২২ করে সাজঘরে ফিরে যান। এরপরে ৫৫ রানে দলের দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আন্নেকে ৩ করে আউট হন। এরপরে ১৪.২ ওভারে ৭৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় তারা। একটা সময়ে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৮৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে। শেষ পর্যন্ত ২৮ রানে ম্যাচটি জেতে ভারত। এদিনের ম্যাচে ভারতের পক্ষ থেকে ৯ জন বল করে সকলকে চমকে দেন।