দলীপ ট্রফিতে চালকের আসনে ইন্ডিয়া এ দল। বলা যায় এবারের দলীপ ট্রফি জমে যাবে যদি ইন্ডিয়া এ দল ম্যাচ জিতে যায়। কারণ প্রথম ম্যাচে ইন্ডিয়া এ দল হেরে গেছিল বি দলের বিরুদ্ধে। এই ম্যাচে ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে বেশ ভালো জায়গায় রয়েছে। অন্যদিকে প্রথম রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া সি দল জিতেছিলেন, এই রাউন্ডেও ইন্ডিয়া বি দলের বিরুদ্ধে রুতুরাজ গায়েকওয়াড়রা এগিয়ে রয়েছেন,তবে ম্যাচ ড্র হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়া এ যদি এই ম্যাচ জিতে যায় তাহলে পরের রাউন্ডের ম্যাচই কার্যত ফাইনাল হয়ে যেতে পারে মায়াঙ্ক আগরওয়াল-রুতুরাজ গায়েকওয়াড়দের কাছে। সেই ম্যাচে ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া এর ম্যাচে যেই দল জিতবে, তার কাছে চলে আসতে পারে দলীপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। যদিও সবটাই নির্ভর করছে চতুর্থ দিনের খেলার ওপর।
শনিবার দলীপ ট্রফির তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া ডি দলের খেলায় ৪২৬ রান জয়ের জন্য প্রয়োজন ইন্ডিয়া ডি দলের। তাঁদের টার্গেট ৪৮৮। তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া ডির স্কোর ১ উইকেটে ৬২। ফলে হার বাঁচাতেই লড়ছে রিকি ভুই, যশ দুবেরা। এরপর ব্যাট হাতে নামবেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, রয়েছে দেবদূত পাডিক্কল এবং উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। তাঁরা দলের হার বাঁচাতে পারেন কিনা সেদিকে নজর রয়েছে সকলের। তৃতীয় দিনে ৩ উইকেটে ৩৮০ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করে দেয় ইন্ডিয়া এ দল। শতরান করেন তিলক বর্মা এবং প্রথম সিং। অর্ধশতরান করেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল এবং শাশ্বত রাওয়াত।
দলীপ ট্রফিতে অন্য ম্যাচে ইন্ডিয়া বি দলের ম্যাচ চলছে ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে। সেখানে দিনের শেষে অভিমন্যু ঈশ্বরণের শতরানে হার বাঁচানোর লড়াই চালাচ্ছে ইন্ডিয়া বি দল। তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া বি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ অপরাজিত রয়েছেন ১৪৩ রানে। ফলো অন রোখাই আপাতত প্রধান টার্গেট হতে চলেছে ঈশ্বরণের দলের। প্রথম ম্যাচে মুশির খানরা ভালো খেললেও দ্বিতীয় ম্যাচেই মিডল অর্ডার মুখ থুবরে পড়ায় চাপ বাড়ে ইন্ডিয়া সির।
তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া সি দলের সংগ্রহ ৭ উইকেটে ৩০৯ রান, এখনও ২১৬ রানে পিছিয়ে রয়েছে তাঁরা। ইন্ডিয়া বি দলের হয়ে পাঁচটি উইকেট তুলে নেন আনকোরা স্পিনার অংশুল কম্বোজ। তাঁর শিকারের তালিকায় রয়েছে নারায়ন জগদীশন, মুশির খান, সরফরাজ খান, রিঙ্কু সিং এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।