বৃহস্পিতবার থেকে শুরু হচ্ছে ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের সিরিজ। এই মূহূর্তে পিছিয়ে রয়েছে সিরিজে ভারতীয় এ দল। ফলে তাঁদের কাছে এই ম্যাচ মাস্ট উইন। অর্থাৎ জিততেই হবে। কারণ এই ম্যাচে হেরে যাওয়া মানেই সিরিজ হাতছাড়া হওয়া। আর এই বেসরকারি টেস্টে ভারতীয় দলের জার্সিতে বেশ কয়েকজন প্রতিভাবান এবং অভিজ্ঞ ব্যাটারও খেলতে চলেছে টিম ইন্ডিয়ার এ দলের হয়ে। যার মধ্যে রয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটার। যারা সম্প্রতি টিম ইন্ডিয়ার সিনিয়র দলের হয়েও খেলেছেন।
অবশ্য লোকেশ রাহুল দীর্ঘদিন যাবত খেলছেন টিম ইন্ডিয়ার হয়ে। খেলাই শুধু নয়, দঃ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো ফাস্ট বাউন্সি পিচে শতরানও রয়েছে লোকেশ রাহুলের। ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে বর্ডার গাভাসকর সিরিজ শুরু আগে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের বেসরকারি টেস্ট তাঁর কাছে অ্যাসিড টেস্ট। এই ম্যাচে থাকছে সম্প্রচারের ব্যবস্থাও।
ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে। অর্থাৎ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই বেসরকারি টেস্টে মজাও ঘরে বসেই দেখতে পারবেন। প্রসঙ্গত প্রথম টেস্টে ভারতীয় দল হেরে গেছে। ৭ উইকেটে ইন্ডিয়া এ দলকে হারিয়েছে স্কট বোল্যান্ডদের অস্ট্রেলিয়া এ দল। ফলে এই ম্যাচেও ফেভারিট হিসেবেই নামছে অজিরা।
ভারতীয় টেলিভিশনে এই বেসরকারি টেস্ট ম্যাচ শুরু হবে ভোর পাঁচটা থেকে। ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর সিরিজ শুরু আর কদিন পর থেকেই। ফলে ভারতের সঙ্গে তাঁদের এ দলের খেলাও যে দেখার জন্য অধীর আগ্রহে অনেক দর্শক অপেক্ষা করতে চলেছে, তা বুঝতে পেরেছে দুই দেশের ক্রিকেট বোর্ডই। সেই মতো সম্প্রচারেরও ব্যবস্থা করল স্টার স্পোর্টস, যারা বর্ডার গাভাসক সিরিজও দেখাবে। এখন দেখার সিরিজে সমতা ফেরাতে পারবে কিনা টিম ইন্ডিয়ার এ দল।