অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে পিচ ঠিক করতে বসে গেলেন মুকেশ কুমার। কুইন্সল্যান্ডের ম্যাককেতে ভারত ‘এ’-র বিরুদ্ধে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ‘এ’ যখন ২২৫ রানের টার্গেট তাড়া করছিল, তখন সেই ঘটনা ঘটে। ৪৫ ওভারের শেষে মাঠের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে আসেন এক কর্মী। তাঁর থেকে হাতুড়ি নিয়ে ক্রিজে যেখানে বোলাররা পা ফেলেন, সেখানে ঠুকতে থাকেন মুকেশ। সেখানে দাঁড়িয়ে ইশান কিষান, প্রসিধ কৃ্ষ্ণার মতো ভারতীয় খেলোয়াড়রা পুরোটা দেখতে থাকেন। মুকেশের কীর্তি দেখতে থাকেন মাঠকর্মী এবং আম্পায়ারও। কেউ-কেউ আবার হাত বা পা দিয়ে দেখিয়ে দিতে থাকেন যে কোথায় হাতুড়ি ঠুকতে হবে। সেইমতো হাতুড়ি ঠুকতে থাকেন মুকেশ। তারপর মাঠকর্মীর হাতে হাতুড়ি তুলে দেন বাংলার পেসার। হাতুড়ি নিয়ে গাড়িতে বসে মাঠ থেকে বেরিয়ে যান কর্মী। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
‘পুরো দেশি ব্যাপার’, মজলেন নেটিজেনরা
মুকেশের কীর্তি দেখে মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'মুকেশ কুমার বি লাইক: এটাও আমি করে নেব।' একজন আবার বলেন, 'মুকেশ কুমার বলছেন যে ভাই আমি বিহারের ছেলে, আমি সব পারি।' অপর এক নেটিজেন আবার বলেন, 'এটাই হল আসল অল-রাউন্ডার।' এক নেটিজেন আবার বলেন, ‘পুরো দেশি ব্যাপার।’
ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’
তবে শুধু পিচ ঠিক করা নয়, কুইন্সল্যান্ডের ম্যাককেতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভালো বোলিংও করেছেন মুকেশ। প্রথম ইনিংসে ভারত 'এ' মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যাওয়ার পরে অজিদের কোমর ভেঙে দেন বাংলার পেসার। ১৮.৪ ওভারে ৪৬ রান দিয়ে ছয় উইকেট নেন। তাঁর কারণেই প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’।
২২৫ রানের টার্গেট দিয়েছে ইন্ডিয়া ‘এ’
৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১২ রান তোলে ভারত 'এ'। তিনে নেমে ১০৩ রান করেন সাই সুদর্শন। ৮৮ রান করেন দেবদূত পাডিক্কাল। তাঁদের সুবাদেই মূলত ৩১২ রান তুলতে পারে ইন্ডিয়া ‘এ’। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়া 'এ'-র সামনে ২২৫ রানের টার্গেট ছিল। সেই রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর তিন উইকেটে ১৩৯ রান। প্রথম উইকেটটাও নেন মুকেশ। আউট করেন ওপেনারকে। জয়ের জন্য আর ৮৬ রান চাই অজিদের।