ব্যাট হাতে ভালো ফর্মে নেই ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেও রান পাননি তিনি। তবে এই কঠিন সময়ে তাঁর পাশেই দাঁড়ালেন ভারতের নতুন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। এখনও পর্যন্ত এই সিরিজে ২ ইনিংসে ব্যাট করে মাত্র ১২ রান করেছেন। যার মধ্যে প্রথম টি-২০ ম্যাচে ইডেনে শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। বিগত ২ বছরের মধ্যে প্রথমবার আন্তর্জতিক টি-২০তে ‘ডাক’ করেছিলেন সূর্য। শেষ ভারতের হয়ে টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন অক্টোবরে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৩৫ বলে ৭৫ রান করেছিলেন সূর্য।
তবে অফ ফর্মে থাকা সূর্যের উপর আস্থা হারাচ্ছেন না সিতাংশু। তৃতীয় টি-২০ ম্যাচের আগে মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সে পারফরম্যান্স করেছে। আমার মনে হয় আমরা অনেক সময় বেশি প্রত্যাশা করে ফেলি। প্রত্যেক ম্যাচে আমরা যদি ভাবি সূর্য, নয় আদি বা অন্য কেউ টি-২০তে আগ্রাসী হয়ে উঠবে- সেটা ঠিক নয়। একটা সময় আসে যখন ব্যাটাররা আউট হয়ে যায়, কারণ তারা নির্ভিক ক্রিকেট খেলছে। তারা নিঃস্বার্থ খেলা খেলছে। আপনি যদি ২০০-২২৫ রান চান, আবার নিজের উইকেটও বাঁচাতে চান- তাহলে সেটা সম্ভব নয়। দুটো একসঙ্গে করা যায় না।’
কোটাক আরও বলেন, ‘অবশ্যই ও এমন একজন খেলোয়াড় যে দলের কথা ভাবে। সে একজন নিঃস্বার্থ খেলোয়াড়। অধিনায়ক হিসাবে বাকি ব্যাটারদেরও ও নিঃস্বার্থ হওয়ার কথা বলে। আমি মনে করি কিছু ম্যাচে খেলোয়াড়রা পারফর্ম করে, কিছু ম্যাচে পারে না। কিন্তু ও যেভাবে ব্যাটিং করছে, তাকে আগের মতোই ছন্দে দেখাচ্ছে।’
অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর হারের কারণ পর্যালোচনা করতে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই ঠিক করা হয় হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত করা হবে সৌরাষ্ট্রের প্রাক্তন ব্যাটার সিতাংশু কোটাককে। সেই মতো দায়িত্ব নিয়েছেন তিনি। উল্লেখ্য, এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্স কলকাতায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে এবং চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০তে ২ উইকেটে জয় পেয়েছিল ভারত। আজ রাজকোটে তৃতীয় টি-২০ ম্যাচটি খেলতে নামবে সূর্যরা। যদি জয় লাভ করে, তবে সিরিজ পকেটে পুরে ফেলবে তারা।