বিশ্বকাপ হলেও ক্রিকেট যে এখনও আমেরিকার 'খেলা' হয়ে ওঠেনি, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই। আর সেটার জন্য যে কতটা পথ হাঁটতে হবে, সেটা সম্ভবত একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই বোঝা গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান ম্যাচের প্রতিবেদনে লেখা হয়েছে যে ১১৯-১১৩ ব্যবধানে জিতে গিয়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহরা। অর্থাৎ যেরকমভাবে বাস্কেটবল ম্যাচের স্কোরলাইন লেখা হয়, ঠিক সেরকমভাবেই ক্রিকেট ম্যাচের স্কোরলাইন তুলে ধরা হয়েছে। যা নিয়ে হাসি থামাতে পারেননি নেটিজেনদের একাংশ। বিষয়টি নিয়ে মজা করেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলের স্ত্রী চিন্ময় ভোগলেও।
মার্কিন সংবাদমাধ্যমে কী আছে?
আমেরিকার ওই প্রথমসারির সংবাদপত্রে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণীতে লেখা হয়েছে, ‘কড়া নিরাপত্তা ছিল। কিন্তু নাসাউ কাউন্টির অস্থায়ী স্টেডিয়ামে (দর্শকদের) মেজাজটা দারুণ ছিল। বহু প্রতীক্ষিত লড়াইয়ে ১১৯-১১৩ ব্যবধানে জিতে গিয়েছে ভারত।’ তারপর ওই প্রতিবেদনের মূল অংশে লেখা হয়েছে, 'ঢিমেগতিতে শুরু করার পরে প্রত্যাবর্তন করে ১১৯-১১৩-তে জিতে গিয়েছে ভারত। যখন ভারতীয় বোলার আর্শদীপ সিংয়ের শেষ বলটা মারেন পাকিস্তানের নাসিম শাহ, তখন ভারতীয় ফ্যানরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।'
ওই প্রতিবেদনে মূলত দু'দেশের ফ্যানদের প্রতিক্রিয়া, তাঁদের আবেগের উপর জোর দেওয়া হয়েছে। আবার একটি জায়গায় প্রথমবার ক্রিকেট ম্যাচ দেখতে আসা এক ব্যক্তির প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। ওই ব্যক্তি বলেছেন যে ‘এটা দুর্দান্ত। পুরো মাঠের পরিবেশ দুর্দান্ত ছিল। ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক বা ডমিনিকান বেসবল লিগের মতো মনে হচ্ছিল।’
নেটিজেনদের প্রতিক্রিয়া
সেইসব বিষয় নিয়ে নেটিজেনরা কিছু না বললেও ১১৯-১১৩ ব্যবধানে ভারত জিতেছে বলায় হাসি থামাতে পারেননি নেটিজেনরা। হর্ষের স্ত্রী বলেন, ‘ভারত নাকি ১১৯-১১৩ ব্যবধানে জিতেছে। হাস্যকর।’ এক নেটিজেন আবার বলেন, ‘বাস্কেটবলের মতো বলছে। হাহা।’ একজন আবার খোঁচা দিয়ে বলেন যে ‘নিদেনপক্ষে ওরা খেলাটাকে ক্রিকেটই বলেছে। ভাগ্যিস বেসবল বলে দেয়নি।’
ভারত-পাকিস্তান ম্যাচের হাইলাইটস
রবিবার নিউ ইয়র্কে প্রথমে ব্যাটিং করে ১১৯ রানে অল-আউট হয়ে যায় ভারত। পুরো ১৯ ওভারও ব্যাট করতে পারেনি টিম ইন্ডিয়া। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করলেও সাত উইকেটে ১১৩ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। জেতা ম্যাচে ছয় রানে হেরে যান বাবর আজমরা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। চার ওভারে ১৪ রানে তিন উইকেট নেন ভারতের তারকা পেসার।