অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থাকলেও টেবিল টপার হওয়ার সুযোগ থাকছে ভারতের কাছে। এখনও পর্যন্ত WTC-র অধীনে ১৬টি টেস্ট খেলে ভারত জয় পেয়েছে ৯টিতে, পরাজিত হয়েছে ৬টিতে এবং ড্র করেছে ১টি। টিম ইন্ডিয়ার পয়েন্ট ১১০ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫৭.২৯।
অন্য দিকে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে তারা পয়লা নম্বর স্থান দখল করে। দক্ষিণ আফ্রিকা ১০টি টেস্ট খেলে ৬টিতে জয় পেয়েছে, ৩টিতে পরাজিত হয়েছে এবং ১টি ড্র করেছে। তাদের পয়েন্ট ৭৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৩.৩৩। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৪টি টেস্ট খেলে জয় পেয়েছে ৯টিতে, পরাজিত হয়েছে ৪টিতে এবং ড্র করেছে ১টি। তাদের পয়েন্ট ১০২ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬০.৭১।
কী ভাবে ভারত টেবিল টপার হতে পারবে?
ভারত এখনও WTC-র পয়েন্ট টেবিলে টপার হতে পারে। কিন্তু কীভাবে? প্রথমে তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি ৩টি টেস্টে জয় পেতে হবে। এখনও পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফির ৫টি ম্যাচের মধ্যে ২টি খেলা হয়েছে। যেখানে পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় লাভ করেছিল ভারত এবং অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারতে হয়েছিল রোহিতদের। এখন সিরিজের ফলাফল ১-১। যদি সিরিজের বাকি ৩টি টেস্টে জয় পায় ভারত সেক্ষেত্রে ফলাফল হবে ৪-১ এবং তখন টিম ইন্ডিয়ার WTC-র পয়েন্ট পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে ৬৪.০৪।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টটি ব্রিসবেনে শুরু হবে শনিবার থেকে। শেষ বার এই মাঠে যখন খেলা হয়েছিল তখন জয় পেয়েছিল ভারত। এরপর মেলবোর্নে রয়েছে বক্সিং ডে টেস্ট। ২০১০ সালের পর থেকে MCG-তে কোনও বক্সিং ডে টেস্টে পরাজিত হয়নি ভারত। সিরিজের শেষ টেস্টটি খেলা হবে সিডনিতে। সেখানে স্পিন সহায়ক উইকেট থেকে লাভ তুলতে পারে ভারত। পরিসংখ্যান বিচার করলে ভারতের ৪-১ ব্যবধানে জয় পাওয়ার বিষয়টা বাস্তবে অসম্ভব এমন নয়।
নজর থাকবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজে:
তবে ভারত যদি ৪-১ ব্যবধানে জিততেও পারে তাহলেও তাদের তাকিয়ে থাকতে হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দিকে। ভারতকে যদি পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থান দখল করতে হয় তাহলে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের ফলাফল ১-১ হতে হবে। যদি প্রোটিয়ারা এই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেয় তাহলে তারা WTC-র পয়েন্ট টেবিলে ১ নম্বরে চলে যাবে। আর দক্ষিণ আফ্রিকা যদি ২ টেস্টেই হারে সেক্ষেত্রে ভারত এবং অস্ট্রেলিয়া দু’জনেই পৌঁছে যাবে WTC-র ফাইনালে, যা শেষ বারের পুনরাবৃত্তি হবে। এখন দেখার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত কী হয় ।