নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পরে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা নিতান্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্য কোনও দলের দিকে না তাকিয়ে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে।
নিউজিল্যান্ড যদি তাদের সব ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার দাঁড়াবে ৬৪.২৯। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ৪-০ ব্যবধানে জয় তুলে নিলে রোহিতদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার দাঁড়াবে ৬৫.৭৯। সুতরাং, ভারতের প্রথম দুইয়ে থাকা এক্ষেত্রে নিশ্চিত।
যদিও নিউজিল্যান্ড-সহ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে থাকা বাকি দলগুলি হারলে ভারতের সুবিধা হবে। সেক্ষেত্রে ৪-০'র থেকে থেকে কম ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে।
আপাতত ভারতের প্রথম লক্ষ্য হল অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বিরুদ্ধে সিরিজের চারটি টেস্টে জয় তুলে নেওয়া। উল্লেখযোগ্য বিষয় হল, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করছেন যে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতের ৪-০ ব্যবধানে সিরিজ জয় সম্ভব নয়। সুতরাং, এক্ষেত্রে বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগেই রোহিত শর্মাদের হতোদ্যম করলেন সানি।
গাভাসকর এও মনে করছেন যে, বর্তমান পরিস্থিতিতে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা দেখছেন না তিনি। সানির মত, অজি সফরে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারে। তবে তার থেকে বেশি ব্যবধানে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো মুশকিল। যদিও গাভাসকর এটাও বলেন যে, রোহিতরা শেষমেশ যদি অসাধ্যসাধন করেন, তবে তাঁর থেকে বেশি খুশি আর কেউ হবেন না।
ইন্ডিয়া টুডের সঙ্গে আলোচনায় গাভাসকর বলেন, ‘না, তেমন (ভারতের ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার) সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। আসলে আমি মনে করি যে, ভারত ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না। যদি ওরা সেটা করে দেখাতে পারে, তবে সব থেকে খুশি হব আমি। তবে ৪-০ সত্যিই কঠিন। ৩-১ ব্যবধানে সিরিজ জেতা সম্ভব। সুতরাং, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার বিষয়ে আমি কিছু বলতে চাই না।’
উল্লেখ্য, ভারত ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে। পরে ২০২০-২১ মরশুমে পুনরায় অজি সফরে গিয়ে ভারত ফের ২-১ ব্যবধানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। অর্থাৎ, শেষ ২টি অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। তাই গাভাসকরের দাবি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা না ভেবে ভারতের উচিত সিরিজ জয়ের দিকে মন দেওয়া।