রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ভারতীয় দলকে নির্ভরতা দেন তিনি। লোকেশ প্রথম ইনিংসে ঘাসে ভরা তাজা পিচে ৭৪ বলে ২৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তিনি দ্বিতীয় ইনিংসে ১৭৬ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়ালের সঙ্গে ২০১ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন লোকেশ।
ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যক্তিগত কারণে পার্থের প্রথম টেস্টে মাঠে নামেননি। তবে স্বাভাবিকভাবেই তিনি অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে ফিরবেন। রোহিত দলে ফিরলে অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে ভারতের হয়ে ওপেন করবেন কে, সেই বিষয়ে জোর জল্পনা চলছিল আন্তর্জাতিক ক্রিকেটমহলে।
যশস্বী জসওয়ালের ওপেন করা নিয়ে কোনও সংশয় নেই। তবে তাঁর সঙ্গে ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন রোহিত নাকি রাহুল, সেটা জানার জন্য উৎসুক ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শেষমেশ রোহিত শর্মাই ছবিটা স্পষ্ট করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টেও যশস্বীর সঙ্গে ওপেন করবেন রাহুলই। হিটম্যান স্বীকার করে নেন যে, পার্থ টেস্টে যে রকম পারফর্ম্যান্স উপহার দিয়েছেন লোকেশ, তাতে তাঁকে ওপেন থেকে সরানো অন্যায় হবে।
অ্যাডিলেড টেস্টের আগের দিন রোহিত বলেন, ‘সদ্যজাতকে কোলে নিয়ে আমি বাড়িতে বসে লোকেশ রাহুলের ব্যাটিং দেখছিলাম। ও দুর্দান্ত ব্যাট করেছে। সুতরাং, এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করি না। এই মুহূর্তে লোকেশ ওপেন করার যোগ্য দাবিদার। আমি মিডল অর্ডারে কোথাও একটা ব্যাট করে নেব।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে অন্যতম চর্চার বিষয় লোকেশ রাহুলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আচরণ। লোকেশকে কখনই যথাযথভাবে ব্যবহার করে না টিম ম্যানেজমেন্ট, এমনটাই অভিযোগ বিশেষজ্ঞদেরও। আসলে কখনও রাহুলকে ওপেন করতে পাঠানো হয় তো আবার কখনও ঠেলে দেওয়া হয় মিডল অর্ডারে। নির্দিষ্ট কোনও ব্যাটিং অর্ডার নেই রাহুলের।
উল্লেখযোগ্য বিষয় হল, লোকেশকে দলের প্রয়োজনে যেখানেই ব্যাট করানো হয়েছে, সফল হয়েছেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত কেরিয়ার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। অবশেষে অ্যাডিলেড টেস্টের আগে ক্যাপ্টেন রোহিত শর্মার এই স্বার্থত্যাগে লোকেশ সুবিচার পেতে চলেছেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
যদিও সুনীল গাভাসকরের মতো বিশেষজ্ঞ লোকেশকে অ্যাডিলেড টেস্টে ছয় নম্বরে ব্যাট করতে পাঠানোর পক্ষপাতী। তাঁর মতে অ্যাডিলেডের ছোট স্কোয়ার বাউন্ডারির জন্যই ওপেনে রোহিতের সফল হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখার যে, লোকেশকে ওপেনে পাঠিয়ে রোহিত নিজে কত নম্বরে ব্যাট করতে নামেন।