কোনও রাখঢাক নয়। লুকোচুরির কোনও প্রশ্নই নেই। চলতি অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামির জন্য কি ভারতীয় দলের দরজা খোলা রয়েছে? এমন প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন রোহিত শর্মা। কাটিয়ে দিলেন যাবতীয় ধোঁয়াশা।
অ্যাডিলেড টেস্টে একতরফা হারের পরে সাংবাদিক সম্মেলনে তিন পেসারের প্রসঙ্গ উত্থাপন করা হয় রোহিত শর্মার সামনে। প্রথমত, নেটে দারুণ বল করছেন আকাশ দীপ। সেদিক থেকে দেখলে অ্যাডিলেডে মোটেও ভালো বল করতে পারেননি হর্ষিত রানা। সর্বোপরি চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে মহম্মদ শামিকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা।
মহম্মদ শামির প্রসঙ্গে কী বলেন রোহিত?
শামির অস্ট্রেলিয়া সফরে যোগ দেওয়ার প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘অবশ্যই শামির জন্য দরজা খোলা রয়েছে। তবে আমরা তাড়াহুড়ো করতে রাজি নই। ওর দিকে আমাদের নজর রয়েছে। সৈয়দ মুস্তাক আলির সময়েও ওর হাঁটু ফুলে গিয়েছিল। সুতরাং, আরও একটু দেখা দরকার। তাছাড়া ও দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত কিনা, সেটা নিশ্চিত হয়েই আমরা সিদ্ধান্ত নিতে চাই। ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসে মাঠে নামিয়ে দেওয়া হল, তার পর ফের চোট নিয়ে সমস্যায় পড়ল, এমনটা কেউই চাই না।’
রোহিত আরও বলেন, ‘তাছাড়া ওকে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ না দিয়ে দলের জন্য সেরাটা দেওয়ার দাবি করাও ঠিক নয়। দেশে বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছে ও। প্রতি ম্যাচের শেষে ওরা দেখছে ৪ ওভার বল করা পরে, ২০ ওভার মাঠে থাকার পরে কেমন পরিস্থিতিতে রয়েছে শামি। সুতরাং, সবটা নিশ্চিত হয়েই ওকে মাঠে নামানো উচিত। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়া সফরে ওর জন্য দরজা পুরোদস্তুর খোলা রয়েছে।’
আকাশ দীপ ও হর্ষিত রানার প্রসঙ্গে রোহিত কী বলেন?
অ্যাডিলেডে হর্ষিত রানার জায়গায় আকাশ দীপকে খেলানো যেত কিনা, এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘আকাশ ভালো বলছে। তবে রানাও পার্থ টেস্টে ভালো বল করেছে। প্রস্তুতি ম্যাচেও উইকেট পেয়েছে ও। তাছাড়া এক ম্যাচ খেলিয়েই কাউয়ে বসিয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে দলের মধ্যে ভুল বার্তা পৌঁছবে। এক ম্যাচ খেলিয়ে বসিয়ে দিলে নতুনরা অনিশ্চয়তায় ভুগবে।’
অবশ্য ব্রিসবেনের তৃতীয় টেস্টে রানাকে প্রথম একাদশে ধরে রাখা হবে কিনা, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি ভারত অধিনায়ক।