বাংলা নিউজ > ক্রিকেট > মাঠে নেমেই ইংরেজ বধ উথাপ্পাদের! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভাজ্জিও, জিতল ভারত

মাঠে নেমেই ইংরেজ বধ উথাপ্পাদের! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভাজ্জিও, জিতল ভারত

ইরফান পাঠান। ছবি- ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (এক্স)

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডের প্রথম ম্যাচে জিতল যুবরাজ সিংয়ের ভারত। ৫ তারিখ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন,৬ তারিখ পাকিস্তানের সঙ্গে ম্যাচ ভারতের। এরপর ৮ তারিখ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবেন উথাপ্পারা।শেষ ম্যাচ ১০ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপের অফ লেজেন্ডের ম্যাচে কেভিন পিটারসন, রবি বোপারাদের দলকে হারিয়ে দিল ভারতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই প্রতিযোগিতার আসর বসেছে ইংল্যান্ডে, সেখানেই মাঠে নেমেছে একাধিক দলের তারকারা। এদিন সেই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড দল। প্রাক্তনীদের জমজমাট এই খেলায় অবশ্য শেষ পর্যন্ত বাজিমাত করল টিম ইন্ডিয়াই। রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে জিতে নিল রবিন উথাপ্পা, আরপি সিংরা। শেষ কয়েক বছর ধরেই প্রাক্তনীদের খেলা বেশ নজর কেড়েছে সকলের মধ্যে। প্রচারও বেড়েছে, তাই বহু তারকাই অংশ নিচ্ছেন এই খেলায়। সদ্য অবসর নেওয়া ক্রিকেটারদের সঙ্গেই পাল্লা দিয়ে খেলছেন প্রাক্তনীরা।

আরও পড়ুন-বিরাটকে কোহিনূর বলেছিলেন সিধু, পাল্টা বুমরাহকে আরও দামি বললেন দীনেশ কার্তিক

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড চ্যাম্পিয়ন দল নির্ধারিত ২০ ওভারে করে ১৬৫ রান। চার উইকেট হারায় তাঁরা। অধিনায়ক কেভিন পিটারসন ব্যর্থ হলেও ইয়ান বেল এবং সমিত প্যাটেলের অর্ধশতরানে ভর করে ভদ্রস্থ রানে পৌঁছায় ইংরেজরা। বেল করেন ৫৯ রান, ৫১ রান করেন সমিত প্যাটেল। শেষদিকে ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন ওয়েস শাহও। এই ম্যাচে ভারতের হয়ে খেলেন হরভজন সিং, যুবরাজ সিংরা। বল হাতে জোড়া উইকেট নেন ভারতের হরভজন সিং। একটি করে উইকেট তুলে নেন ধবল কুলকার্নী এবং বিনয় কুমার। 

আরও পড়ুন-শনিবার কলকাতা লিগে সামনে রেনবো এসি! ভবানীপুর ম্যাচে দলের খেলায় অখুশি বাগান কোচ

জবাবে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পা ওপেনিংয়ে করেন ৫০ রান। আরেক ওপেনার নমন ওঝা করেন ২৫ রান। সুরেশ রায়না ১৭ বলে করেন ১৬ রান। গুরকিরত সিং মান ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইরফান পাঠান ১৫ বলে করেন ২২ রান। শেষ পর্যন্ত হরভজন সিং এবং ইউসুফ পাঠান দলকে জয় এনে দেন এক ওভার বাকি থাকতেই। প্রথম বল খেলতে নেমেই ছয় মারেন হরভজন সিং, সেই সুবাদেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় চ্যাম্পিয়ন দল। নিজের জন্মদিনে নিজেকেই উপহার দেন ভাজ্জি।  ইংল্যান্ডের হয়ে ক্রিস সোফিল্ড চার উইকেট নেন। অধিনায়ক যুবরাজ সিং অবশ্য এদিন ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি।

আরও পড়ুন-বাগানের আইলিগজয়ী ‘সেভজিত’ ২ বছরের জন্য লালহলুদে! এসেই সমর্থকদের বললেন, 'তোমরাই অনুপ্রেরণা'

৫ তারিখ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নের সঙ্গে খেলা রয়েছে যুবরাজ সিংদের, ৬ তারিখ তাঁদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দী পাকিস্তান, সেই ম্যাচ হবে বার্মিংহ্যামে। এরপর ৮ তারিখ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবেন রবিন উথাপ্পা, হরভজন সিংরা, শেষ ম্যাচ ১০ তারিখ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিপক্ষে। এরপর রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল।ট

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.