মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করান গৌতম গম্ভীর। সেই সাফল্যকে পাথেয় করেই গম্ভীর বসে পড়েন টিম ইন্ডিয়ার হেড কোচের চেয়ারে। যদিও ভারতীয় দলের হেড কোচ হিসেবে গম্ভীরের শুরুটা মোটেও মনে রাখার মতো হয়নি।
গম্ভীরের কোচিয়ে ভারত ইতিমধ্যেই নিতান্ত হতাশাজনক কিছু অধ্যায় রচনা করেছে। হেরেছে বর্ডার-গাভাসকর ট্রফিতে। গম্ভীরের কোচিংয়েই ভারত প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় গম্ভীরের সামনে অপেক্ষা করে রয়েছে আরও বড়সড় চ্যালেঞ্জ।
কেননা ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই ভারত রওনা দেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। আইসিসি ইভেন্টে ভরাডুবির মুখে পড়তে হলে যে ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরের কেরিয়ার বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে, সেটা বুঝে নিতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়।
এমন পরিস্থিতিতে গম্ভীর কলকাতায় পা দিয়েই মা কালীর আশীর্বাদ নিতে ছুটলেন। বুধবার ইডেনে অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। তার আগে মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আসেন টিম ইন্ডিয়ার হেড কোচ।
গম্ভীরের কোচিংয়ে ভারতের সাফল্য তেমন উল্লেখযোগ্য নয়, তবে ব্যর্থতার ধারা দীর্ঘ। গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ ২৭ বছর পরে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হারে ভারত। দীর্ঘ ৪৫ বছর পরে এক ক্যালেন্ডার বর্ষে কোনও ওয়ান ডে জিততে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। গম্ভীরের প্রশিক্ষণে ঘরের মাঠে টেস্টে সব থেকে কম রানে (৪৬ বনাম নিউজিল্যান্ড) অল-আউট হয় ভারতীয় দল। এশিয়ার মাটিতে সব থেকে কম রানের টেস্ট ইনিংস গড়ে ভারতীয় দল।
গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার ঠিক পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। দীর্ঘ ৩৬ বছর পরে ভারত নিজেদের ডেরায় কিউয়িদের কাছে টেস্ট সিরিজে হারের মুখ দেখে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ঘরের মাঠে প্রথমবার অন্তত ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (বনাম নিউজিল্যান্ড) হয় ভারতীয় দল।
গম্ভীরের কোচিংয়েই দীর্ঘ ১০ বছর পরে বর্ডার-গাভাসকর ট্রফি জিততে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাপটা টের পাচ্ছিলেন গম্ভীর। বর্ডার-গাভাসকর ট্রফির ভরাডুবির পরে আরও কোণঠাসা হন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলে গম্ভীরের চেয়ার যে টলমল করবে, সেটা বুঝতে বিশেষ অসুবিধা হয় না।