মঙ্গলবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ম্যাচে চিনের দিং লিরেনের মুখোমুখি হয়েছিল ভারতের ডি গুকেশ। ভারতের কনিষ্ঠতন চ্যালেঞ্জার আরও একবার রুদ্ধশ্বাস লড়াই দিল চিনের লিরেনের বিরুদ্ধে। সপ্তম খেলাতেও দুরন্ত লড়াই দিলেন গুকেশ। অবশ্য এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে ছিলেন গুকেশই, তবে ম্যাচ ড্র হয়ে যাওয়ায় খুব লাভ হল না তাঁর।
মঙ্গলবার পাঁচ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ের শেষে দিং লিরেনের সঙ্গে ডি গুকেশের লড়াই ড্রয়ে পরিণত হয়। ম্যাচের শুরুর দিকে বেশ ভালো জায়গায় ছিলেন ভারতের গুকেশ, মনে করা হয়েছিল ও ভালো কিছু করে দেখাতে পারে। কিন্তু সেটা হল না। ম্যাচ ড্র হয়ে যাওয়ায় বেশি পয়েন্টের সুযোগ হাতছাড়া হল ভারতীয় চ্যালেঞ্জারের।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
দুই খেলোয়াড়ই এই ড্রয়ের ফলে ৩.৫ পয়েন্টে রইলেন। এখনও চ্যাম্পিয়নশিপ শিরোপা পেতে গেলে চার পয়েন্ট লাগবে। এদিনের খেলায় মোট ৭২টা দান দেওয়া হয়, এরপর দুজনেই ম্যাচ ড্র ঘোষণা করার ক্ষেত্রে রাজি হয়ে যান, যখন তাঁরা বুঝতে পারেন এই ম্যাচ আদতে নিষ্ফলাই হতে চলেছে। সাদা ঘুটি নিয়ে খেলে মাঝামাঝি সময় বেশ ভালো জায়গায় ছিলেন গুকেশ।
সপ্তম দানের সময় দিং লিরেনকে অবাক করে দিয়েই অ্যাডভান্টেজ নিয়ে নেন ভারতের গুকেশ। কিন্তু এরপর সেই সুবিধাজনক জায়গা কাজে লাগাতে পারেননি তিনি। গুকেশ নিজের স্থান হাতছাড়া করতেই পাল্টা চাপ বাড়ান চিনের প্রতিদ্বন্দী। ৪০তম দানের সময় লিরেন একবার ভুল করে ফেলেছিলেন, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি গুকেশ। এরপর পরই খেলায় ফেরেন লিরেন।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
ম্যাচ ড্র হলেও যা পরিস্থিতি, তাতে দুই খেলোয়াড়ের কাছে সমান সমান সুযোগই থাকছে। ফলে খেলার জবনিকা পতন পর্যন্ত টানটান লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। গুকেশ যদি এখন শেষ ল্যাপে এসে ভালো কিছু করে দেখাতে পারেন, তাহলে তিনি ইতিহাস গড়তেই পারেন।