মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় বোলারদের সামনে কার্যত নাস্তানাবুদ অবস্থা হয় পাক ক্রিকেটারদের। পুরুষদের ফরম্যাটে যেমন পাক ক্রিকেটাররা এদানিংকালে বারবারই ভারতীয়দের বিপক্ষে পর্যুদস্ত হয়, সেরকমভাবেই এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের মহিলা দলকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। বোলারদের দাপটে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল ভারতের হাতে। খেই হারিয়ে ফেলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ১০০ রানের গণ্ডি টপকাতেই হিমসিম অবস্থা হয় তাঁদের। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় স্মৃতি মন্ধনা, শেফালি বর্মারা। এক্ষেত্রে পিচের কিছুটা উন্নতি হওয়ায় সুবিধা পায় পারত। ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিদা দারের পাকিস্তান। সেই সিদ্ধান্তই কার্যত বুমেরাং হয়ে যায় তাঁদের কাছে। পাকিস্তানের বিপক্ষে এটাই সব থেকে বড় জয় ভারতের।
মহিলা ও পুরুষকের ক্রিকেট মিলিয়ে টি২০তে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ বলের ব্যবধানে জয় পেল ভারত। মহিলাদের এশিয়া কাপে ৩৫ বল বাকি থাকতেই ৭ উইকেট জয় পায় স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌররা। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে শুরুতেই ধাক্কা দেন পুজা বস্ত্রেকর। ভারতীয় মহিলা দলের এই জোরে বোলার পরপর দুই ওপেনারকে সাজঘরে ফেরান। এরপর আরেক জোরে বোলার রেনুকা সিংও দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। সিদ্রা আমিন এবং ইরাম জাভেদকে আউট করেন তিনি। মাত্র ১৪ রান দিয়ে চার ওভারে দুই উইকেট তুলে নেন রেনুকা। তবে মিডল অর্ডারে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দেন ভারতের দীপ্তি শর্মা। এই স্পিনারের ঘূর্ণিতেই কার্যত দিশেহারা অবস্থা হয়ে যায় পাকিস্তানি ব্যাটারদের। তিন উইকেট নেন দিপ্তি। চার ওভার হাত ঘুড়িয়ে দেন মাত্র ২০ রান। শেষদিকে স্পিনার শ্রেয়াঙ্কা পাতিলও ৩.২ ওভার বল করে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ১৯.২ ওবারে ১০৮ রানে থেমে যায় পাকিস্তানের মহিলা দলের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ১৪.১ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় ভারত। দুই ওপেনার দুরন্ত ছন্দে শুরু করেন। সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা করেন ৩১ বলে ৪৫ রান। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন শেফালি বর্মাও। প্রথম উইকেটে ৮৫ রানের পার্টনারশিপের সৌজন্যেই ম্যাচ জয়ের মতো পরিস্থিতি তৈরি করে ফেলে ভারত। শেষ পর্যন্ত হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগেজ উইকেটে থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন দিপ্তি শর্মা। এশিয়া কাপে ভারতের পরের ম্যাচ রবিবার আরব আমিরশাহি মহিলা দলের বিরুদ্ধে।