অ্যাডিলেড টেস্টে অযতা বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। কোনও দরকার না থাকলেও তিনি ট্রাভিস হেডকে বোল্ট আউট করার পর তাঁর উদ্দেশ্য অঙ্গভঙ্গি করেন। এমনিতে অত্যন্ত খারাপ কোনও অঙ্গভঙ্গি না হলেও, তিনি আর কি নিজের বিরক্তি প্রকাশ করেন অবশেষে হেডের উইকেটটি নেওয়ার পরে। ভারতীয় দল ব্যাকফুটে থাকায় সিরাজের বিরক্তি প্রকাশ পায়।
ফাস্ট বোলারদের অনেকটা ওয়ার্ক লোড নিতে হয় বোলিংয়ের সময়, তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় তাঁদের ধৈর্য্য অনেকের থেকে কম হয়। বোলিংয়ের সময় একদিন আগেই ল্যাবুশানের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন সিরাজ। এক দর্শক সাইড স্ক্রিনের সামনে দিয়ে আসায় সিরাজকে থামাতে গেলে মার্নাসের ওপর চটেন সিরাজ, এরপর হেডকে অযথা টিপ্পনী দিয়ে অ্যাডিলেডের দর্শকদের কটুক্তির মুখে পড়লেন সিরাজ।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
নিজের ঘরের মাঠ অ্যাডিলেড ওভালে খেলতে নেমে ১৪০ রান করেন হেড। ফলে ঘরের ছেলের পারফরমেন্সে অস্ট্রেলিয়ানরা খুশি ছিলেন। তখনই সিরাজের ওই কাজ আগুনে ঘি ঢালার কাজ করে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরেরও সিরাজের কাজটা খুব একটা ভালো লাগেনি। তিনি ধারাভাষ্য দিতে গিয়েই বলেন, ‘আমায় যদি জিজ্ঞাসা কর, তাহলে বলব এটার কোনও দরকার ছিল না। একজন ক্রিকেটার ১৪০ রান করেছে, চার পাঁছ রান করেনি। তাই তাঁকে আউট করে সেন্ড অফ দেওয়াটা অযথা ’।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
ভারতীয় দলের বোলারদের ট্র্যাভিস হেড একা হাতেই কার্যত বিরক্ত করে ছাড়েন। কারণ কাউন্টার অ্যাটাকিং ঢংয়ে তিনি ১৭টি চার এবং চারটি ছয়ে সাজানো ১৪০ রানের ইনিংস খেলেন, যার জেরেই কার্যত অজিরা ১৫৭ রানের লিড পায়। সিরাজ একটা সুযোগ পেয়েছিলেন হেডের ক্যাচ নেওয়ার যখন তিনি ৭৬ রানে খেলছিলেন, কিন্তু কঠিন ক্যাচ তিনি মিস করেন।
সিরাজকে অ্যাডিলেড ওভালে দর্শকরা কটুক্তি করতেই সুনীল গাভাসকর একপ্রকার মেনেই নেন, সিরাজের কাজটা করা অনুচিত ছিল। সানি বলেন, ‘দর্শকদের থেকে কুকথা শুনতে হচ্ছে ওকে, এটা অস্বাভাবিক নয়। ট্রাভিস হেড এখানকার ছেলে, ১০০ করার পর যদি ওর পারফরমেন্সকে স্বীকৃতি দিত সিরাজ, তাহলে ও হিরো হয়ে যেতে পারত। কিন্তু ওকে পাল্টা সেন্ড অফ (সাজঘরে ফেরার অঙ্গভঙ্গি) করে সিরাজ ভিলেন হয়ে গেল ’।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং বলেন, ‘এর আগেই সিরাজকে ডিপ ব্যাকওয়ার্ডের ওপর থেকে ছয় মারে হেড,সেই বিষয়টাতে সিরাজ খুশি ছিল না। সিরাজ আর হেডের শরীরি ভাষা দেখলেই বোঝা যাবে। সিরাজের কাছেও উত্তর দেওয়ার বিষয় ছিল। তবে সিরাজ যেভাবে ওকে সেন্ড অফ দিয়েছে সেটা অনেক পুরনো হয়ে গেছে, আম্পায়ার, ম্যাচ রেফারিরা এখন বিষয়গুলো সহজ ভাবে দেখে না ’।