আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে এখনই বিদায় হচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পরেও তাঁদের আশা বাঁচিয়ে রাখল ভারতীয় ক্রিকেট দল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। তখনই কার্যত বাবর আজমরা বুঝে গেছিলেন, আর হয়ত টি২০ বিশ্বকাপে টিকে থাকা হবে না তাঁদের। যদিও নিজেদের কাজটা সেড়ে রাখতে কানাডা ম্যাচে জিতেছিলেন। অবশ্য যে গতিতে রান তুলে জেতা উচিত ছিল, সেটা করতে পারেননি মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় নেট রান রেটে কিছুটা পিছিয়ে ছিল পাকিস্তান। যদিও এই বিষয় চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে উপহার করল ভারত, মার্কিনদের বিরুদ্ধে রোহিতরা হাসতে হাসতে জিতে যাওয়ায়, আয়োজক দেশের নেট রান রেট পাকিস্তানের নিচে নেমে গেল। অবশ্য শুক্রবারই পাকিস্তান ক্রিকেটারদের মুখের হাসি কেড়ে নিতে পারেন অ্যারন জোনস, সৌরভ নেত্রভালকররা।
আরও পড়ুন-প্রতি পদে পদে অব্যবস্থা! নিউ ইয়র্কে বিরাটদের জন্য আলাদা জিম মেম্বারশিপ নিল BCCI
নেট রান রেটের দিকে পাকিস্তান দল মার্কিন যুক্তরাষ্ট্র দলের ওপরে রাখলেও নিজেদের ব্যর্থতায় পয়েন্টের নিরিখে পাকিস্তান রয়েছে মার্কিনদের নিচেই। অ্যারন জোনসরা, তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে, সেখানে বাবর আজমদের পাকিস্তান জিতেছে এখনও পর্যন্ত একটি ম্যাচে। ফলে শুক্রবারের আয়ারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচেই চোখ থাকবে বাবর আজমদের। সেই ম্যাচে যদি মার্কিনদের হারিয়ে দিতে পারে আইরিশরা, তাহলেই সুপার এইটের দরজা খুলে যাবে বাবর আজমদের সামনে, সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলেই পরের রাউন্ডে চলে যাবেন শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নেট রান রেট কমার জন্য রোহিত শর্মাদের দিকে তাকিয়ে থাকার পর এবার মার্কিনদের হারের জন্য পল স্টার্লিংয়ের আয়ারল্যান্ডের বিপক্ষে তাকিয়ে থাকতে হচ্ছে হরিস রাউফ, শাদাব খানদের।
আরও পড়ুন-খারাপ পারফরমেন্স,পোড়া কপাল! মিরাকেল ছাড়া টি২০ বিশ্বকাপে থাকা হচ্ছে না শ্রীলঙ্কার
একঝলকে গ্রুপ এ-র পয়েন্ট তালিকা-
তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার ভারতীয় দল
তিন ম্যাচ থেকে চার রয়েন্ট নিয়ে সুপার এইটের দিকে এক পা বাড়িয়ে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র, তাঁরা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে, তাঁদের নেট রান রেট ০.১২৭
তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান, তাঁদের নেট রান রেট ০.১৯১
তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে কানাডা
দুটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা আয়ারল্যান্ড
আরওপড়ুন-স্টার্ক,কামিন্স এখনও পারেননি, নামিবিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়ে অনন্য সেঞ্চুরি করলেন জাম্পা
ভারতীয় দলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দল দুরন্ত লড়াই দিলেও পাঁচ রান পেনাল্টির জন্য কাটা যাওয়ায় এবং শেষ দিকে তাঁদের বোলাররা ছন্দ হারানোয় নেট রান রেটে পিছিয়ে পড়ে অ্যারন জোনসরা। শুক্রবারের ম্যাচেই তাঁরা চাইবেন, দেশের মাটিতে আয়োজিত প্রথম কোনও ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপের আসরে পরের রাউন্ড নিশ্চিত করে ইতিহাস তৈরি করতে।