আইসিসি মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হেরে গেল বাংলাদেশ। আর এর জেরে পয়েন্টস টেবিলে ভারত নীচে চলে গেল। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ম্যাচ হেরেও ভারত টেবিলে তৃতীয় স্থানে ছিল। তবে এবার দক্ষিণ আফ্রিকা ভারতকে টপকে তিনে চলে গিয়েছে। আর ভারত চর নম্বর স্থানে রয়েছে। নিউজিল্যান্ড এখন ভারতের কাঁধে নিশ্বাস ফেলছে। অপরদিকে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে। দ্বিতীয়স্থানে ইংল্যান্ড। ভারত আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামবে মাঠে।
উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করে বাংলাদেশের মহিলারা ২৩২ রান তুলতে সক্ষম হয়েছিলেন। এর জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথমেই ধাক্কা খায়। প্রোটিয়াদের ২২.১ ওভারেই ৭৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় অনেকেই হয়ত ভেবেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটাতে পারবেন নিগার সুলতানারা। তবে বাংলাদেশ সেখান থেকে আর দক্ষিণ আফ্রিকাকে দমিয়ে রাখতে পারেনি। দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান কাপ ৫৬, ভাইস ক্যাপ্টেন ক্লোয়ি ট্রিয়ন ৬২ করেন। এবং ভারতের বিরুদ্ধে ম্যাচজয়ী ইনিংস খেলা ন্যাদিন ডে ক্লার্ক করেন অপরাজিত ৩৭। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশের হয়ে শর্মিন আখতার এবং শোরনা আখতার অর্ধশত রান করেছিলেন।
এদিকে বিশ্বকাপে ভারতের সূচনাটা ভালো হলেও পরপর ২টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়েও হারতে হয়েছে তাদের। এই আবহে আপাতত ৪ ম্যাচে ৪ পয়েন্ট (২টি জয়, ২টি হার) নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত। ভারতের নেট রানরেট অবশ্য পজিটিভ (০.৬৮২)। এরপর ভারতের আর তিনটি ম্যাচ বাকি আছে। ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে হরমনপ্রীতের দল। সেই ম্যাচটি হবে ২৬ অক্টোবর। প্রথম চারে থেকে সেমিফাইনালের টিকিট পাকা করতে আগামী ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য।
