ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ নিয়োগের বিষয়টা ক্রিকেটে নতুন নয়। ইংল্যান্ড এবং পাকিস্তান দলে সম্প্রতি তেমনটাই দেখা যাচ্ছে। তবে ভারতের ক্রিকেট ইতিহাসে এরকম নজির নেই। কিন্তু ভারতের বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর গৌতম গম্ভীরকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। ঠিক এরকম এক পরিস্থিতিতে গম্ভীরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে লাল বলের ক্রিকেটের কোচ করার পরামর্শ দিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মন্টি পানেসর। তবে এবার প্রথম নয়। গত বছরের নভেম্বর মাসে এক রিপোর্ট সামনে এসেছিল। যেখানে বলা হয়েছিল, অস্ট্রেলিয়ায় খারাপ পারফরম্যান্স করলে ডানা ছেঁটে ফেলা হতে পারে গৌতম গম্ভীরের। শুধুমাত্র সাদা বলের ক্রিকেটের কোচ করে রাখা হতে পারে তাঁকে। মন্টি এদিন সেই জল্পনাই আবার উস্কে দিলেন।
আলাদা আলাদা কোচ দলের জন্য ভালো:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারের পর থেকেই গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরকম পরিস্থিতিতে এই প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মনে করছেন আলাদা আলাদা ফরম্যাটে আলাদা আলাদা কোচ বেছে নেওয়াটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে।’
পানেসর মনে করছেন কিছু সিনিয়র ক্রিকেটারদের নিয়ে দল চালাতে সমস্যা হচ্ছে গম্ভীরের, যেই কারণে টিমের মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে গম্ভীরের উপরে কাজের চাপ বেশি রয়েছে … সে সবে মাত্র কোচ হিসেবে এসেছে। কিছু সিনিয়র ক্রিকেটার রয়েছে দলে, যারা ভাবে- ও তো কয়েদিন আগে আমার সতীর্থ ছিল, এখন সে আমায় শিখাবে কীভাবে ক্রিকেট খেলতে হবে- এটা ওর জন্য সমস্যা তৈরি করছে। ওর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে পরিসংখ্যান (ব্যাটার হিসেবে) খুব ভালো নয়।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে গম্ভীর তাঁর ক্যারিয়ারের ৮ ইনিংসে মাত্র ১৮১ রান করেছেন, গড় ২২.৬২। ইংল্যান্ডে ১০ ইনিংসে ১২৭ রান করেছেন, গড় ১২.৭০।
ভিভিএস লক্ষ্মণকে কোচ করার পক্ষে সওয়াল:
ভারতের টেস্ট দলের কোচ হিসেবে ভিভিএস ভালো অপশন হতে পারেন বলে মনে করেন মন্টি পানেসর। তিনি বলেন, ‘গম্ভীরের অস্ট্রেলিয়ায় গড় ২৩, ইংল্যান্ডেও খুব একটা ভালো নয়। বল নড়াচড়া করলে ভালো খেলতে পারেনা ও। আমার মনে হয় বোর্ডের ভাবার প্রয়োজন রয়েছে যে গম্ভীর কী দায়িত্বটাকে গুরুত্ব দিয়ে দেখছে। অথবা তারা ওডিআই এবং টি-২০ ক্রিকেটের জন্য তাকে কোচ রেখে অন্য কাউকে সাদা বলের দায়িত্ব দিতে পারে, উদহারণ হিসেবে ভিভিএস লক্ষ্মণ? অথবা তাকে ব্যাটিং কোচও করা যেতে পারে। সে রাহুল দ্রাবিড়ের মতো অনেকটা। সে সব পিচে সফল ভাবে খেলেছে। ভারতের কাছে এরকম বহু খেলোয়াড় রয়েছে যারা সব কন্ডিশনে সফল হয়েছে।’