রায়পুরের International Masters Leagueর প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া মাস্টার্সকে ৯৪ রানে হারিয়ে দিল সচিন তেন্ডুলকারের ইন্ডিয়া মাস্টার্স দল। এই জয়ের সুবাদে ভারতীয় ব্রিগেড পৌঁছে গেল ফাইনালে, একই সঙ্গে গ্রুপ স্টেজের ম্যাচে হারের বদলাও নিয়ে ফেললেন যুবরাজ সিং, ইরফান পাঠানরা। রবিবার রয়েছে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
অধিনায়ক সচিনের ভালো ইনিংস
প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাস্টার্সের শুরুটা তেমন ভালো হয়নি। ৮ বলে মাত্র ৫ রান করে আউট হন অম্বতি রায়াডু। তবে অধিনায়কচিত ইনিংস খেলেন ওপেনার সচিন তেন্ডুলকর। ৩০ বলে ৪২ রানের ঝকঝকে ইনিংসে মারেন ৭টি চার। পবন নেগিও তেমন রান পাননি, এরই মাঝে মাঠে প্রবেশ হয় যুবরাজ সিংয়ের। বরাবরই অস্ট্রেলিয়াকে দেখলেই জ্বলে ওঠেন পঞ্জাবের ছেলে যুবি, এক্ষেত্রেও তাঁর অন্যথা হল না।
একঝলকে যুবির তাণ্ডব
৩০ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেললেন যুবরাজ সিং। এবারের মাস্টার্স লিগে যুবি দেখাচ্ছেন, এখনও তাঁর মধ্যে অনেক খেলাই বাকি রয়েছে। নিজের ইনিংসে মারলেন মাত্র ১টা চার, কিন্তু ওভার বাউন্ডারির সংখ্যা ৭। ভারতীয় দলের সবাই মিলেও অতগুলো ছয় মারতে পারলেন না। ওভারবাউন্ডারি মেরেই নিজের অর্ধশতরান তুললেন যুবি।
এরপর ২১ বলে ৩৬ রান করেন স্টুয়ার্ট বিনিও। তিনি পাঁচটি চার এবং ১টি ছয় মারেন। এরপর ইউসুফ পাঠান এসে ১০ বলে ২৩ রান করে যান। ৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন ইরফান পাঠানও। তাতেই ভারতীয় দলের রান পৌঁছায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২০ রানে।
শুরু থেকেই ধাক্কা খায় অজিরা
জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী অবস্থা হয় অস্ট্রেলিয়ার। বিনয় কুমার শাহবাজ নাদিমদের বিরুদ্ধে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। অথছ এই অস্ট্রেলিয়াই কদিন আগে ভারতকে বিশাল ৯৫ রানে হারিয়েছিল। কিন্তু এদিন অজি অধিনায়ক শেন ওয়াটসন থেকে শন মার্শ, বিং ডাঙ্ক তেমন কেউই নজর কাড়তে পারলেন না।
৪ বলে ৫ রান করে বিনয় কুমারের বলে আউট হন শেন ওয়াটসন, এক্ষেত্রে দুরন্ত ক্যাচ নেন পয়েন্টে ফিল্ডিং করা পবন নেগি। শন মার্শ ১৫ বলে ২১ রান করে বিনয় কুমারের বলেই আউট হন। ১২ বলে ২১ রান করে শাজবাদ নাদিমের বলে অম্বতি রায়াডুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বেন ডাঙ্ক। ড্যান ক্রিশ্চিয়ান করেন ৫ বলে মাত্র ২ রান, তাঁকে সাজঘরে ফেরান বিনি। এরপর নাথান রিয়ার্ডন ১৪ বলে ২১ রান করে সেই শাহবাজ নাদিমের ঘূর্ণিতেই দিশেহারা হয়ে উইকেট ছুঁড়ে দেন।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
দুরন্ত বোলিং শাহবাজ নাদিমের
রিয়ার্ডনের পরই নেমেছিলেন নাথান কুলটার নাইল, তবে প্রথম বলেই তাঁকে টাটা বাই বাই করে দেন সেই নাদিম। ইরফান পাঠানের হাতে ক্যাচ দেন কুলটার নাইল, এরপর হ্যাটট্রিকের সুযোগ চলে আসে নাদিমের কাছে, যদিও বাঁহাতি স্পিনার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে হ্যাটট্রিক করতে পারেননি। তবে তিনি একাই অস্ট্রেলিয়া মাস্টার্সের ব্যাটিং অর্ডারে ত্রাস সৃষ্টি করেন। ৪ ওভার হাত ঘুরিয়ে তিনি ১টি মেডেনসহ নিলেন ৪ উইকেট, দিলেন মাত্র ১৫ রান।
লড়লেন বেন কাটিংস, তবে লাভ হল না
তবে শেষ পর্যন্ত লড়ে গেলেন অস্ট্রেলিয়ান বেন কাটিংস। একদিন আইপিএলে তাঁর ইনিংসের জন্যই RCBর শিরোপা জেতা হয়নি। সেই কাটিংস দুরন্ত ব্যাটিং করলেন এদিন। ১৫তম ওভারে ইরফান পাঠানকে দুটি ছয় এবং একটি চার মেরে টার্গেট একটু কমান। তবে পবন নেগি শেষ দিকে বোলিং করতে এসে প্রথম ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নেন। এরপরের ওভারে ১ রান দেন, যা ফের চাপ বাড়িয়ে দেয় অজিদের ওপর।
১৭তম ওভারে ইরফান পাঠানোর বোলিংয়ে বড় শট খেলার চেষ্টায় ছিলেন কাটিংস, কিন্তু তিনি আর পারলেন না। সেই ওভারের প্রথম বলেই তিনি আউট হন, তখনই খেলা কার্যত ঢলে পড়ে ভারতের দিকে, আর ফাইনালে পৌঁছানো ছিল স্রেফ সময়ের অপেক্ষা। ১৯তম ওভারের প্রথম বলেই ব্রায়ান ম্যাকগেইনকে আউট করে দলের জয় নিশ্চিত করেন ইরফান। শুরুতে বিলি বাওডেন আউট না দিলেও সচিন রিভিউ নেন কট বিহাইন্ডের, এরপর দেখা যায় ব্যাটে বলে স্পর্শ হয়েছিল, তাতেই আউট দেওয়া হয়। ১২৬ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া মাস্টার্স দল।