মহিলা টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত এবং পাকিস্তান। তবে এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানার বাবার মৃত্যুর খবর আসে। দেশে ফিরে গিয়ে ফের শেষ ম্যাচ খেলতে দুবাইয়ে ফিরে আসেন তিনি।
এই কঠিন পরিস্থিতিতে সম্প্রতি ভারতের ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিলের থেকে পাওয়া একটি উপহারের ছবি শেয়ার করেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে সানার পাশে থাকার বার্তা দিতে একটি কার্ড পাঠিয়েছেন শ্রেয়াঙ্কা। মন জয় করেছেন ফতিমার। সেটাই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ধন্যবাদ জানান পাক অধিনায়ক। নেট দুনিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, নিজের হাতে আঁকা সুন্দর একটি কার্ড ফতিমাকে পাঠিয়েছেন শ্রেয়াঙ্কা। যার উপরে লেখা রয়েছে- ‘ডু হোয়াট ইউ লাভ’। নিচে তাঁর সই করা রয়েছে। এই কার্ডেরই ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। সঙ্গে লেখেন, ‘ধন্যবাদ শ্রেয়াঙ্কা এত সুন্দর উপহার এবং বার্তা দেওয়ার জন্য’। এরপর এর উত্তরে শ্রেয়াঙ্কা লিখেছেন- ‘তুমি খুব ভালো ফতিমা, আবার তোমায় খেলতে দেখার অপেক্ষায় রয়েছি’।
বাবার মৃত্যুর খবর পাওয়ার পর মহিলা টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাঝপথেই দেশে ফিরেছিলেন ফতিমা সানা। তারপর শেষ ম্যাচ খেলতে আবার করাচি থেকে ফিরে গেছিলেন দুবাইয়ে। অংশ নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে। তাঁর এই কমিটমেন্টকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেটে দুনিয়া। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদও ফতিমার প্রশংসা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লিখেছেন- ‘অধিনায়ক ফতিমা সানা, তোমার জন্য অনেক সম্মান রইল’।
উল্লেখ্য, পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যান ফাতিমারা। ৫৪ রানে ম্যাচে জয় পায় কিউয়িরা। এই ম্যাচে ভারতের নজর ছিল পাকিস্তানের দিকে। তারা যদি জয় পেত তাহলে হয়তো ভারত সেমিফাইনালে পৌঁছে যেতে পারত। কিন্তু তা হয়নি, বড় জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। সেখানেও তারা জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউয়িরা।
অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হয় ভারতও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৯ রানে পরাজিত হয়ে এবছরের জন্য মহিলা টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া। আগেই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল হরমনপ্রীতরা। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত।