১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই লক্ষ্যে দুবাইয়ে উড়ে গিয়েছে ভারতীয় দল। সেখানে প্রথম দিন অনুশীলন করার ভিডিয়ো প্রকাশ করল বিসিসিআই। ২০ ফেব্রুয়ারি অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ।এরপর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তার আগে জোর কদমে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল।
বিসিসিআই-এর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দররা শুরুতে অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিডিয়োতে সকলকে স্বাগত জানান আর্শদীপ। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্ত। এছাড়াও অনুশীলনে বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে বিরাট কোহলি, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং হেডকোচ গৌতম গম্ভীরকে। রোহিত শর্মাকেও গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। টেনিস ব্যাট হাতে ফিল্ডিং অনুশীলন করাতেও দেখা যায় তাঁকে। নিজেদের মধ্যে মজায় মাতেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তীরা।
প্রথম ম্যাচে নামার আগে ফিল্ডিংয়ে বিশেষ জোর দিতে চাইছে ভারতীয় শিবির। সেই কারণে ফিল্ডিং কোচ টি দিলীপ বিশেষ অনুশীলনও করাচ্ছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ব্যাটিংয়ে বিশেষ জোর বিরাট কোহলি এবং রোহিত শর্মার। সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে ছিলেন না এই দুই ব্যাটার। তবে দু’জনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে কিছুটা ছন্দ ফিরে পেয়েছেন। সেঞ্চুরি করেছিলেন রোহিত এবং হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে কোনও খামতি রাখতে নারাজ এই দুই তারকা ব্যাটার।
এছাড়া নেটে বল করেন সদ্য চোট কাটিয়ে ফিরে আসা কুলদীপ যাদব এবং মহম্মদ শামি। প্রত্যেকেই বেশ ভালো ছন্দে দেখাচ্ছে। আশা করা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো প্রদর্শন করবে ভারত। উপমহাদেশীয় উইকেটে খেলা হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ভারত। তবে লড়াইটা কোনও অংশে সহজ হবে না। গ্রুপের অন্য প্রতিপক্ষরাও বেশ কঠিন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নামবে পাকিস্তান। অন্যদিকে সদ্য শেষ হওয়া পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে জিতে বেশ আত্মবিশ্বাসী কিউয়িরা। বাংলাদেশও ক্রিকেটের এই ফরম্যাটে যথেষ্ট ভালো দল। এখন দেখার ভারত এদের বিরুদ্ধে কেমন লড়াই দেয়।