ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সিরিজের দিনক্ষণ ক্রমশ এগিয়ে আসছে। তবে এখনও জবাব মেলেনি বেশ কিছু প্রশ্নের। প্রথমত, এখনও ভারতীয় দলের সাপোর্ট স্টাফ নিয়োগ করা হয়নি। শ্রীলঙ্কা সফরে এনসিএ-র সাপোর্ট স্টাফ দিয়েই কাজ চালানো হতে পারে। সর্বোপরি, এখনও পর্যন্ত টি-২০ ও ওয়ান ডে-র সিরিজের ভারতীয় দল ঘোষিত হয়নি। এমন অবস্থায় ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট মেলে বুধবার।
১. পিছিয়ে গেল নির্বাচনী বৈঠক
বুধবার জাতীয় নির্বাচকমণ্ডলী ও বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে বৈঠকের কথা ছিল নতুন কোচ গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার কথা ছিল এদিনই। তবে গুরুত্বপূর্ণ আপডেট মিলছে এই যে, পিছিয়ে গিয়েছে দল নির্বাচনী বৈঠক। পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার গড়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজের স্কোয়াড। ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। উঁকি দিচ্ছে বেশ কিছু সম্ভাবনা।
২. রোহিত না গেলে ওয়ান ডে ক্যাপ্টেন রাহুল
ক্রিকবাজের খবর অনুযায়ী রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামতে পারেন। তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। রোহিত শর্মা শ্রীলঙ্কায় উড়ে গেলে ওয়ান ডে সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন। তবে রোহিতকে শ্রীলঙ্কা সফরে পাওয়া না গেলে ভারতীয় দলক নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
৩. জাতীয় দলে ফিরতে চলেছেন শ্রেয়স
লোকেশ রাহুলের মতোই শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার। যদিও শুধুমাত্র ওয়ান ডে সিরিজের স্কোয়াডে রাখা হতে পারে শ্রেয়সকে। টি-২০ সিরিজের স্কোয়াডে তাঁর নাম থাকার সম্ভাবনা কম।
৪. বিশ্রামে কোহলি-বুমরাহ
নতুন কোচ গম্ভীর শ্রীলঙ্কা সফরে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে চাইছেন বলে খবর। ব্যক্তিগত কারণে ওয়ান ডে সিরিজে মাঠে নামবেন না হার্দিক পান্ডিয়া। এই অবস্থায় রোহিত-কোহলি-বুমরাহ না থাকলে তুলনায় অনভিজ্ঞ দল নিয়ে ওয়ান ডে সিরিজে লড়াই চালাতে হবে ভারতকে। তবে রোহিত শেষমেশ শ্রীলঙ্কা সফরে উড়ে গেলেও বিশ্রামে থাকতে পারেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ।
৫. টি-২০ ক্যাপ্টেন হতে পারেন সূর্যকুমার
হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কা সফরের টি-২০ সিরিজে মাঠে নামবেন। তা সত্ত্বেও তাঁকে টপকে টি-২০ ফর্ম্যাটে ভারতের ক্যাপ্টেন্সি হাতে পেতে পারেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারকে শুধু শ্রীলঙ্কা সিরিজেই নয়, বরং ২০২৬ পর্যন্ত টি-২০ ফর্ম্যাটের নেতা ঘোষণা করতে পারেন জাতীয় নির্বাচকরা।
৬. কবে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল
ভারতীয় দল ২টি সীমিত ওভারের সিরিজ খেলতে ২২ জুলাই শ্রীলঙ্কায় পা দিতে পারে। ২৭ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে পাল্লেকেলেতে ৩টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২ থেকে ৭ অগস্টের মধ্যে কলম্বোয় নিজেদের মধ্যে ৩টি ওয়ান ডে খেলবে ভারত-শ্রীলঙ্কা দু'দল।