নতুন বছরের জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। ঘোষিত হল হাই-ভোল্টেজ সেই টেস্ট সিরিজের সূচি। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ২০২৫ সালের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করা হয়।
চলতি বছরের শেষেই রোহিত শর্মারা ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবেন। অস্ট্রেলিয়া থেকে ফিরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে ভারতীয় দলকে। তার পরেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আসর। আইপিএলের পরেই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া।
বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ড সফরে কোনও প্রস্তুতি ম্যাচের কথা এখনই উল্লেখ করা হয়নি। ২০ জুন শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি খেলা হবে লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সিরিজের তৃতীয় টেস্ট খেলা হবে ঐতিহ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। এই ম্যাচটি শুরু হবে ১০ জুলাই থেকে। দিন আষ্টেকের বিরতির পরে ২৩ জুলাই শুরু কবে সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচটি খেলা হবে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট খেলতে দু'দল পুনরায় লন্ডেনে ফিরবে। কেননা পঞ্চম টেস্ট খেলা হবে ওভালে।
উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৯ সেপ্টেম্বর থেকে নতুন বছরের ৭ জানুয়ারির মধ্যে ভারত মোট ১০টি টেস্ট ম্যাচে মাঠে নামবে। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। অর্থাৎ, ১১১ দিনের মধ্যে ভারতীয় দল খেলবে মোট ১৩টি আন্তর্জাতিক ম্যাচ।
১৯ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচে মাঠে নামবে। তার পরেই অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও ২০২৪ সালে আর একবারও ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামতে দেখা যাবে না ভারতীয় দলকে।
ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ২০ জুন থেকে ২৪ জুন ২০২৫, হেডিংলে (লিডস)।
দ্বিতীয় টেস্ট: ২ জুলাই থেকে ৬ জুলাই ২০২৫, এজবাস্টন (বার্মিংহ্যাম)।
তৃতীয় টেস্ট: ১০ জুলাই থেকে ১৪ জুলাই ২০২৫, লর্ডস (লন্ডন)।
চতুর্থ টেস্ট: ২৩ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৫, ওল্ড ট্র্যাফোর্ড (ম্যাঞ্চেস্টার)।
পঞ্চম টেস্ট: ৩১ জুলাই থেকে ৪ অগস্ট ২০২৫, ওভাল (লন্ডন)।