ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন উন্মুক্ত চাঁদের আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন এখনও পূরণ হয়নি। তবে তাঁর নেতৃত্বে ভারতের যুব বিশ্বকাপজয়ী দলের আরও এক সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রং ছড়ানো শুরু করে দিলেন।
গত টি-২০ বিশ্বকাপে হরমীত সিং, সৌরভ নেত্রভালকররা আমেরিকার জার্সিতে নজরকাড়া পারফর্ম্যান্স উপহার দেন। হরমীত আমেরিকার হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এ। উল্লেখযোগ্য বিষয় হল, হরমীতের সঙ্গে আমেরিকার জার্সিতে ওয়ান ডে অভিষেক হয় ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা আরও এক ক্রিকেটার স্মিত প্যাটেলের।
২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সেই দলের উইকেটকিপার ছিলেন স্মিত প্যাটেল। স্মিত বরোদা, গোয়া, গুজরাট ও ত্রিপুরার হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছেন। পশ্চিমাঞ্চলের হয়ে জোনাল ক্রিকেটে মাঠে নেমেছেন। রঞ্জি, দলীপ, বিজয় হাজারে, মুস্তাক আলি টি-২০ ছাড়াও স্মিত মাঠে নামেন অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের হয়েও। খেলছেন ভারতের বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়েও।
দীর্ঘদিন ভারতের ঘরেয়া ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সত্ত্বেও টিম ইন্ডিয়ায় জায়গা হয়নি স্মিত প্যাটেলের। তিনি ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি দেন আমেরিকায়। অবশেষে আমেরিকার জার্সিতে ওয়ান ডে খেলার সুযোগ পেয়ে যান স্মিত।
গত ১৩ অগস্ট কানাডার বিরুদ্ধে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে আমেরিকার হয়ে ওয়ান ডে অভিষেক হয় স্মিত প্যাটেলের। সেই ম্যাচে তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ৬৩ রান করে আউট হন। ১৫ অগস্ট নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ম্যাচে স্মিত করেন ৪৬ বলে ৩৮ রান। তিনি ৬টি চার মারেন। সোমবার কানাডার বিরুদ্ধে নিজের তৃতীয় ম্যাচে ফের হাফ-সেঞ্চুরি করেন স্মিত। অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা।
সোমবার রটারডামে কানাডার বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আমেরিকা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৭৫ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে স্মিত প্যাটেল ৮৪ বলে ৭০ রান করেন। তিনি ১১টি চার মারেন। স্টিভেন টেলর ৪৬, মোনাঙ্ক প্যাটেল ২৬, অ্যারন জোনস ৫০ ও মিলিন্দ কুমার ৪৭ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে কানাডা ৪৭ ওভারে ২২৫ রানে অল-আউট হয়ে যায়। কানাডার হয়ে মাঠে নামা ভারতীয় ক্রিকেটার পরাগত সিং ৮০ বলে ৭২ রান করেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। হরমীত সিং আমেরিকার হয়ে ১০ ওভারে ৩৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।