২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ভারতের স্পিন জুটির দিকেই সকলের নজর থাকবে। এই জুটি হল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটি। ৬ বছর পর প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তারা দুজনেই পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর ফাইনালে একসঙ্গে খেলেছিলেন। সেই ম্যাচে অবশ্য তারা হেরেছিল। যাইহোক, বিশ্বকাপ ২০২৩ এর আগে, টিম ইন্ডিয়া একজন অফ স্পিনার এবং চোট পাওয়া অক্ষর প্যাটেলের বদলি খুঁজছে। এই কারণেই রবিচন্দ্রন অশ্বিনের ডাক এসেছে। অশ্বিন এই সিরিজে সুযোগ পেতে চলেছেন। এমন পরিস্থিতিতে জেনে নিন এই ম্যাচে ভারতের প্লেয়িং একাদশ কেমন হবে।
মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের ওপেনিং জুটি শুভমন গিল এবং ইশান কিষানই হতে পারেন বলে মনে করা হচ্ছে। এই দুই তারকাই ফর্মে রয়েছেন। মনে করা হচ্ছে বিরাট কোহলির অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে তিন নম্বরে খেলতে দেখা যেতে পারে। একই সময়ে, চার নম্বরে শ্রেয়স আইয়ারের ফেরা সম্ভবনা দেখা যাচ্ছে। পাঁচ নম্বরে থাকবেন কেএল রাহুল, যিনি উইকেটকিপিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্ব নেবেন। কেএল রাহুলকে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছে।
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম নিশ্চিত হয়েছে ছয় নম্বরের জন্য। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর খেলতে পারেন সাত নম্বরে। একইসঙ্গে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর থাকবেন আট নম্বরে এবং রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যেতে পারে নয় নম্বরে। ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে ১০ নম্বরে এবং মহম্মদ সিরাজকে ১১ নম্বরে খেলতে দেখা যেতে পারে। ভারতে ওপেনার হিসেবে রুতুরাজ গায়কোয়াড় জায়গা পান কিনা সেটাই দেখার। কিন্তু এখানে ইশান কিষানের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে, কারণ তিনি একটানা খেলছেন এবং ফর্মে রয়েছেন।
দেখে নিন ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশ-
শুভমন গিল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের সেরা একাদশ নিয়ে নামার চেষ্টা করবে। তবে মাঠে নামার আগেই তাদের তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ফলে বোলিং-এ একটু চাপে থাকতে পারে অস্ট্রেলিয়া দল।
দেখে নিন অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্লেয়িং একাদশ:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশান, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), জোশ হেজেলউড, অ্যাডাম জাম্পা।