বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN Test History: টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটাতে পারবেন শাকিবরা?

IND vs BAN Test History: টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটাতে পারবেন শাকিবরা?

টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত। ছবি- এএফপি।

India vs Bangladesh Test History: ২০০০ সাল থেকে এ পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে খেলা প্রতিটি টেস্ট ম্যাচের ফলাফলে চোখ রাখুন।

ভারত-বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় নতুন শতাব্দীর একেবারে শুরুতে। ২০০০ সালে প্রথমবার খেলা হয় ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। এবার ২০২৪ সালে এসে দু'দল নিজেদের মধ্যে মাঠে নামতে চলেছে নবম টেস্ট সিরিজে।

অর্থাৎ, গত ২৪ বছরে ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে মোট ৮টি টেস্ট সিরিজ খেলেছে। এই ৮টি সিরিজে খেলা হয়েছে ১৩টি টেস্ট ম্যাচ। প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়া বরাবর আধিপত্য দেখিয়ে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৪ বছরে বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতেনি। টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সাফল্য বলতে ২টি ম্যাচ ড্র করা। বাকি ১১টি টেস্ট জিতেছে ভারত।

ভারত ও বাংলাদেশের মধ্যে খেলা ১৩টি টেস্ট ম্যাচের ফলাফল

১. ২০০০ সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে পরাজিত করে ভারত।

২. ২০০৪ সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ১৪০ রানে হারিয়ে দেয় ভারত।

৩. ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৮৩ রানে পরাজিত করে ভারত।

৪. ২০০৭ সালে ভারত-বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট ড্র হয়।

আরও পড়ুন:- দেশের হয়ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নেই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন জুরেল

৫. ২০০৭ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ২২৯ রানে হারিয়ে দেয় ভারত।

৬. ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১১৩ রানে হারায় ভারতীয় দল।

৭. ২০১০ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দেয় ভারত।

৮. ২০১৫ সালে ভারত-বাংলাদেশ ফাতুল্লা টেস্টে ড্র হয়।

৯. ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে বাংলাদেশকে ২০৮ রানে পরাজিত করে ভারত।

১০. ২০১৯ সালে ইন্দোর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দেয় ভারত।

১১. ২০১৯ সালে কলকাতা টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে পরাজিত করে ভারত।

১২. ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়ে দেয় ভারত।

১৩. ২০২২ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:- IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি

ভারত ও বাংলাদেশের মধ্যে খেলা ৮টি টেস্ট সিরিজের মধ্যে ৭টি সিরিজ জেতে ভারত। কেবলমাত্র ২০১৫ সালে বাংলাদেশ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একটি মাত্র টেস্টের সিরিজ ড্র করতে সক্ষম হয়। সব দিক থেকে দেখলে গত ২৪ বছরে টেস্টে ভারতের বিরুদ্ধে সাফল্যের খরা কাটাতে পারেনি বাংলাদেশ। এখন দেখার যে, এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চমকপ্রদ কিছু করে দেখাতে পারে কিনা।

আরও পড়ুন:- Shreyas Takes Mayank Agarwal's Wicket: এলেন, দেখলেন, এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন, দলীপে বোলার শ্রেয়সের কামাল- ভিডিয়ো

উল্লেখ্য, এবার ভারত সফরে ২টি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

ক্রিকেট খবর

Latest News

স্বপ্নে পদ্মফুল দেখা শুভ নাকি অশুভ? হাসি-ধোনিদের ক্লাবে জায়গা করে, মেসি-রোহিতের স্টাইলে ট্রফি তুললেন ফ্যাফ ডু প্লেসি ‘কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হবেন না,’ মুসলিমদের সতর্ক করলেন রিজিজু নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ওয়েস্ট ইন্ডিজে খেলবে KKR-CSK? ঘুরিয়ে খলিস্তানের দাবি নাকচ কানাডার, এখনও নিজ্জর খুনে পেল না ভারত যোগের প্রমাণ এখনও পার্টনার জোগাড় হয়নি?মেষ সহ কোন ৫রাশির জাতকরা এবারও একাই পুজো কাটাতে পারেন তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ! চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.