নায়কের ইনিংস খেলেন তিলক বর্মা। ব্যাট হাতে একাই ভারতকে জয়ী করেন তিনি। সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ২ উইকেটে জিতল ভারত
India vs England 2nd T20I LIVE SCORE: চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জিতল ভারত। এদিন ব্যাট হাতে একাই লড়াই চালালেন তিলক বর্মা। ৫৫ বলে পাঁচটা ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৭২ রান করেন তিলক বর্মা। এই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আট নম্বর উইকেটের পতন
India vs England 2nd T20I LIVE SCORE: আদিল রশিদের বলে আউট হলন আর্শদীপ সিং। ১৪৬ রানে ৮ নম্বর উইকেট হারাল ভারত।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ৩৯ বলে অর্ধশতরান করলেন তিলক বর্মা
India vs England 2nd T20I LIVE SCORE: একাই লড়াই চালাচ্ছেন তিলক বর্মা। ৩৯ বলে ৫৩ রান করেন তিনি। এই সময়ে তিনি চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকান।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: লড়াই চালাচ্ছেন তিলক বর্মা
India vs England 2nd T20I LIVE SCORE: ১৫ ওভারে ১২৬ রানে সাত উইকেট হারাল ভারত। ম্যাচ জিততে হলে ভারতের দরকার ৩০ বলে ৪০ রান।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১০০ টপকাল ভারত
India vs England 2nd T20I LIVE SCORE: তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট লড়াই ফিরছে ভারত। তিলক বর্মা ৩১ বলে ৩৮ রান করে ক্রিজে রয়েছেন, ওয়াশিংটন সুন্দর ১৭ বলে ২৫ রান করে খেলছেন
IND vs ENG 2nd T20I LIVE SCORE: চাপে টিম ইন্ডিয়া
India vs England 2nd T20I LIVE SCORE: ৭৮ রানের মধ্যেই পঞ্চম উইকেট হারাল ভারত। ৬ বলে সাত রান করে ওভার্টনের বলে সল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হার্দিক।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ৬৬ রানের মধ্যে ভারতের ৪ উইকেটের পতন
India vs England 2nd T20I LIVE SCORE: ৬৬ রানের মধ্যেই ভারতের ৪ উইকেটের পতন হল। ধ্রুব জুরেল ফিরলেন মাত্র চার রান করে।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আউট সূর্যকুমার যাদব
India vs England 2nd T20I LIVE SCORE: ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন সূর্যকুমার যাদব। সাত বলে ১২ করে সাজঘরে ফিরলেন ভারতের ক্যাপ্টেন। চাপে টিম ইন্ডিয়া।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আউট সূর্যকুমার যাদব
India vs England 2nd T20I LIVE SCORE: ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন সূর্যকুমার যাদব। সাত বলে ১২ করে সাজঘরে ফিরলেন ভারতের ক্যাপ্টেন। চাপে টিম ইন্ডিয়া।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: বাইশ গজে উঠেছে তিলক-সূর্যের ঝড়
India vs England 2nd T20I LIVE SCORE: ৫ ওভার শেষে ভারতের স্কোর ৫১/২ রান। তিলক বর্মা তিনটি ছক্কা ও ১টি চার মেরে ১৩ বলে ২৫ রান করেছেন, এবং সূর্যকুমার যাদব ৬ বলে ১২ রান করে খেলছেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: অভিষেকের পরে আউট হলেন সঞ্জু
India vs England 2nd T20I LIVE SCORE: ২.৩ ওভারে ১৯ রানের মধ্যেই ভারতের দুই উইকটের পতন। সঞ্জু স্য়ামসন ৭ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আউট হলেন অভিষেক শর্মা
India vs England 2nd T20I LIVE SCORE: ৬ বলে ১২ রান করে মার্ক উডের বলে LBW হলেন অভিষেক শর্মা। এই সময়ে ভারতের স্কোর ছিল ১৫/১ রান।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: দারুণ শুরু করল ভারত
India vs England 2nd T20I LIVE SCORE: প্রথম ওভারেই উঠল অভিষেকের ঝড়। জোফ্রা আর্চারের বলে ৫ বলে তিনটি চার মেরে ১২ রান তুললেন অভিষেক।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ২০ ওভারের শেষে ইংল্যান্ড তুলল ১৬৫/৯ রান
India vs England 2nd T20I LIVE SCORE: ইংল্যান্ডকে অলআউট করতে পারল না টিম ইন্ডিয়া। ২০ ওভারের শেষে ইংল্যান্ড তুলল ১৬৫/৯ রান। মার্ক উড (৫) ও জোফ্রা আর্চার (১২) অপরাজিত ছিলেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১৫৭ রানে নবম উইকেটের পতন
India vs England 2nd T20I LIVE SCORE: ১৯তম ওভারের শেষ বলে আদিল রশিদকে আউট করলেন হার্দিক পান্ডিয়া। ১১ বলে ১০ করে সাজঘরে ফিরলেন আদিল রশিদ।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১৫০ টপকাল ইংল্যান্ড
India vs England 2nd T20I LIVE SCORE: ১৮ ওভারে ১৫৩ টপকাল ইংল্যান্ড। শেষ ২ ওভারে স্কোর বোর্ডে আর কত রান ওঠে সেটাই দেখার।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১৩৭ রানেই ৮ উইকেটের পতন
India vs England 2nd T20I LIVE SCORE: ইংল্যান্ডকে চাপে রেখেছে ভারত। ১৩৭ রানেই ৮ উইকেট শিকার করেছে সূর্যের টিম ইন্ডিয়া। জেমি ওভার্টনকে পাঁচ রানে ফেরান বরুণ চক্রবর্তী, ব্রাইডন কার্সেকে রান আউট করন ধ্রুব জুরেল ও রবি বিষ্ণোই।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ফের আউট, এবার উইকেট নিলেন অভিষেক
India vs England 2nd T20I LIVE SCORE: ১১ বলে ২২ রান করে ভারতীয় দলের উপর চাপ তৈরি করার চেষ্টা করছিলেন ইংল্যান্ডের স্মিথ। তবে অভিষেক শর্মা স্মিথের শিকার করেন। ১০৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ৯০ রানের মধ্যেই ৫ উইকেট হারাল ইংল্যান্ড
India vs England 2nd T20I LIVE SCORE: ফের উইকেট পলেন অক্ষর প্যাটেল। বাটলারের পরে এবার লিয়াম লিভিংস্টোনকে আউট করলেন সূর্যকুমারের ডেপুটি। ১৪ বল ১৩ রান করে সাজঘরে ফিরলেন লিভিংস্টোন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: বাটলারকে আউট করলেন অক্ষর
India vs England 2nd T20I LIVE SCORE: ৯.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার। মাত্র ৫ রানের জন্য অর্ধশতরান মিস করলেন ইংল্যান্ড দলের অধিনায়ক। ইংল্যান্ডের স্কোর ৭৭ রানে ৪ উইকেট।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: হ্যারি ব্রুককে আউট করলেন বরুণ
India vs England 2nd T20I LIVE SCORE: পাওয়ার প্লের পরেই ওভার করতে এলেন বরুণ চক্রবর্তী। ৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬১/৩ রান। এই ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করে ফেরালেন বরুণ চক্রবর্তী। ৮ বলে ১৩ রান করেন হ্যারি ব্রুক।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: শেষ প্রথম পাওয়ার প্লে
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ভারতীয় দল ৫৮ রানের মধ্যে ২ উইকেট শিকার করেছে। এই সময়ে জোস বাটলার লড়াই চালিয়েছেন। ১৯ বলে ৩৭ রান করেন। তবে আর্শদীপ ও ওয়াশিংটন একটি করে উইকেট শিকার করেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ২৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড। বেন ডাকেট ব্যাক্তিগত তিন রানে আউট হলেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ফিল সল্টকে ফেরালেন আর্শদীপ সিং
India vs England 2nd T20I LIVE SCORE: দলের মাত্র ৬ রানের মধ্যেই প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। ব্যাক্তিগত চার রান করে আর্শদীপের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফিল সল্ট।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: চেন্নাইয়ের স্থানীয় খেলোয়াড় ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন, সঙ্গে আছেন ধ্রুব জুরেল।
ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্কোর: ভারত একাদশ হল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
India vs England 2nd T20I LIVE SCORE: কলকাতায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ভারত দুর্দান্ত ও নিখুঁত পারফরমেন্স দেখিয়েছে। এখন সিরিজটি চেন্নাইয়ে গেছে, যেখানে ঐতিহাসিক চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ভারত তাদের দুর্দান্ত টি-টোয়েন্টি ফর্ম ধরে রাখতে চায়, আর ইংল্যান্ড সিরিজে ফিরতে মরিয়া হয়ে লড়াই করবে।