ভারতীয় ক্রিকেট দল যখন ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন সিরিজের শেষ টেস্টটি ব্রিসবেনের গাব্বা মাঠে খেলা হয়েছিল। যেই ম্যাচটি একটি উদাহরণ হয়ে রয়ে গিয়েছে। একইভাবে, রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচটি অবশ্যই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, কেএল রাহুলের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা একাদশে ছিলেন না। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই যুবদের উপর বাজি রেখেছিল ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
এমন পরিস্থিতিতে রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে পিছিয়ে পড়লেও জয় পেয়েছে। ধ্রুব জুরেল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। তবে জুরেল ছাড়াও, যশস্বী জসওয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবরাও এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। শুভমন গিল এই ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টের ক্যাপশনে তিনি এমন একটা বার্তা লিখেছেন, যার মাধ্যমে বোঝা যাবে যে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাঁর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছেন।
শুভমন গিল যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন, তখন রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন। শুভমন গিলকে এই অবস্থানে নিয়ে যেতে দ্রাবিড়ের নির্দেশনাই বড় ভূমিকা রেখেছে। গিল নিজেও এই সত্যটি মেনে নিতে পিছপা হন না। রাঁচি টেস্টে অপরাজিত ৫২ রানের লড়াকু ইনিংস খেলা গিল ইনস্টাগ্রামে এই ম্যাচের দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি না পারলে কে? যদি এখন না হয় তো কখন হবে? রাহুল দ্রাবিড়’
রাহুল দ্রাবিড়ের এই বক্তব্য তাকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে তা গিলের ক্যাপশনে দেখেই বোঝা যাচ্ছে। গাব্বা টেস্টের দ্বিতীয় ইনিংসে, গিল চাপের মধ্যে ৯১ রানের একটি ইনিংস খেলেন এবং রাঁচিতে একই পরিস্থিতিতে, গিল ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। গাব্বা টেস্টে উইনিং রান করেছিলেন উইকেটরক্ষক ঋষভ পন্ত, রাঁচিতে জয়ী রান এসেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলের ব্যাট থেকে। জুরেল রাঁচিতে ম্যাচের সেরা হন এবং গাব্বায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন পন্ত।
আরও পড়ুন… IND vs ENG: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেও বিশেষ কারণে দুঃখিত নন বেন স্টোকস
সিরিজের চতুর্থ টেস্টের পরে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমন গিল বলেন, ‘এই জয়টা আমাদের কাছে বিরাট গর্বের। গোটা সিরিজটা অনিভজ্ঞ ব্যাটারদের নিয়ে খেলা। উপরন্তু প্রথম ম্যাচের পরেই কেএলের (রাহুল) সিরিজ থেকে ছিটকে যাওয়া বড় ধাক্কা ছিল। তবে রোহিত ভাই সবসময় আমাদের সঙ্গে ছিলেন। তিনি আমাদের মাঠে নেমে স্বাধীনভাবে খেলার আত্মবিশ্বাস দিয়েছেন।’