গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনও তাজা রোহিত শর্মাদের। তাই চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে অজিদের হারিয়ে একপ্রকার সেই ক্ষতে মলম লাগাতে পেরেছে টিম ইন্ডিয়া। তবে যদি বদলার প্রসঙ্গ যার্থথ উত্থাপিত হয়, তাহলে ভারতের সামনে সেই সুযোগ রয়েছে সেমিফাইনালে।
আসলে গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। এবারও ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তাই এটা নিশ্চিত যে, হয় গতবারের ফলাফলের পুনরাবৃত্তি হবে। নতুবা মধুর প্রতিশোধ নেবে ভারতীয় দল।
২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কী হয়েছিল:-
অ্যাডিলেডে ২০২২ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে নামে ভারত-ইংল্যান্ড। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে টিম ইন্ডিয়া। ৩৩ বলে ৬৩ রান করেন হার্দিক পান্ডিয়া। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন। ৪০ বলে ৫০ রান করেন বিরাট কোহলি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। রোহিত শর্মা ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৭ রান করেন।
ক্রিস জর্ডন ৪ ওভারে ৪৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ১টি উইকেট নেন আদিল রশিদ। এছাড়া ১টি উইকেট দখল করেন ক্রিস ওকস।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। জোস বাটলার ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স হেলস। তিনি ৪টি চার ও ৭টি ছক্কা মারেন। ইংল্যান্ড ২৪ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে ওঠে। সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে।
দু'দলের বর্তমান স্কোয়াডের কারা ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলেন:-
গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়া ম্যাচে মাঠে নেমেছিলেন ভারতের বর্তমান স্কোয়াডের রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত ও আর্শদীপ সিং। এছাড়া অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল রিজার্ভ বেঞ্চে বসে দলের হার দেখেছিলেন। সুতরাং, এবার ছবিটা বদলে দিতে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবেন ভারতীয় তারকারা।
ইংল্যান্ডের হয়ে ২০২২-এর সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে এবারের স্কোয়াডে রয়েছেন জোস বাটলার, ফিল সল্ট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস জর্ডন ও আদিল রশিদ। এছাড়া সেই ম্যাচে ইল্যান্ডের রিজার্ভ বেঞ্চে থাকা মার্ক উড এবারও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন।