বাংলা নিউজ > ক্রিকেট > India vs Pakistan Asia Cup 2023: 'আমাদের কাছে তো শাহিন, রউফ, নাসিম নেই…', পাকিস্তান ম্যাচের আগে এ কী বললেন রোহিত!

India vs Pakistan Asia Cup 2023: 'আমাদের কাছে তো শাহিন, রউফ, নাসিম নেই…', পাকিস্তান ম্যাচের আগে এ কী বললেন রোহিত!

রোহিত শর্মাদের আতঙ্কের নাম শাহিন আফ্রিদি। (ছবি সৌজন্যে এএফপি ফাইল ও এপি)

India vs Pakistan: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিত শর্মা জানান, নেটে তো শাহিন, নাসিম, রউফদের মতো বোলাররা থাকেন না, তাই তাঁদের হাতে যে বোলাররা আছেন, তাঁদের বিরুদ্ধে খেলেই নিজেদের প্রস্তুতি সারেন। তারপর নিজেদের অভিজ্ঞতা প্রয়োগ করে মাঠে নেমে খেলেন।

বাঁ-হাতি পেসারদের সামনে পড়লেই কাঁপুনি ধরে যায় ভারতের টপ-অর্ডারের। যে একদিনের ম্যাচ হোক বা টি-টোয়েন্টি- বাঁ-হাতি পেসারদের সামনে দিশেহারা লাগে ভারতের টপ-অর্ডারের ব্যাটারদের। আর শনিবার ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে যখন নামবে ভারত, তখন শুধুমাত্র যে বাঁ-হাতি শাহিন শাহি আফ্রিদিকে সামলাতে হবে রোহিত শর্মাদের, সেটাই নয়। সঙ্গে থাকবেন হ্যারিস রউফ, নাসিম শাহদের মতো দুর্দান্ত বোলারও। তাঁদের সামলানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রশ্নের জবাবে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত জানান, নেটে তো শাহিন, নাসিম, রউফদের মতো বোলাররা থাকেন না, তাই তাঁদের হাতে যে বোলাররা আছেন, তাঁদের বিরুদ্ধে খেলেই নিজেদের প্রস্তুতি সারেন। তারপর নিজেদের অভিজ্ঞতা প্রয়োগ করে মাঠে নেমে খেলেন।

(২০২৩ সালের এশিয়া কাপের যাবতীয় তথ্য, বিশ্লেষণ ও টাটকা আপডেট দেখতে এখানে ক্লিক করুন)

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘নেটে তো আমাদের কাছে শাহিন, নাসিম বা রউফ নেই। আমাদের হাতে যে বোলাররা আছে, তাদের সঙ্গে আমরা অনুশীলন করি। আগেই যেমন বলছিলাম, তিনজনই খুব ভালো বোলার। তিনজনেই খুব ভালো খেলছে। কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে।’ 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আরও বলেন, ‘দেখুন বরাবরই পাকিস্তানের হাতে ভালো বোলার থাকে। ওদের কী শক্তি, কোথায় বল করে, কোথায় বল করে না, সেটা আমরা দেখেছি। এতদিন ধরে খেলছি। তার ফলে আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেটা কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে খেলতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। সেভাবেই আগামিকাল (শনিবার) ওদের বিরুদ্ধে খেলতে হবে।’

আরও পড়ুন: Asia Cup 2023: ২০১১ সালের পরে এটাই ভারতের সবচেয়ে শক্তিশালী দল, তবে পাকিস্তান… কাকে এগিয়ে রাখলেন রবি শাস্ত্রী

আর কী কী বললেন রোহিত?

১) রোহিত: সম্প্রতি একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে খুব ভালো খেলেছে পাকিস্তান। এক নম্বর দল হয়ে ওঠার জন্য ওরা কঠোর পরিশ্রম করেছে। তাই আগামিকাল আমাদের একটা শক্ত চ্যালেঞ্জ হবে।

২) রোহিত বলেন, ‘দল যাতে ভালো শুরু করতে পারে, সেটা টপ-অর্ডার ব্যাটার হিসেবে আমার কর্তব্য। আমি বেশিক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করব। ১৬ বছরে যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা ব্যবহার করেই খেলতে চাই।’ সেইসঙ্গে ভারতীয় অধিনায়ক জানান, তিনি যেরকম আক্রমণাত্মক খেলতেন, সেটা থেকে কিছুটা সরে আসতে যান।

ক্রিকেট খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.