সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অল্পের জন্য হারের মুখ দেখতে হয় ভারতকে। এবার দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ছিলেন হরমনপ্রীত কৌররা। তবে প্রকৃতি বাধ সাধায় শেষমেশ হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে।
রবিবার চেন্নাইয়ে ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়। যদিও ম্যাচে যতটুকু খেলা হয়, তাতে কোনও দল এগিয়ে ছিল বা পিছিয়ে ছিল বলা যাবে না। কেননা শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা লড়াই করার রসদ সংগ্রহ করে নেয়। তবে গত ম্য়াচের ফলাফলের দিকে তাকালে বলতেই হয় যে, ভারতের পক্ষে লক্ষ্যে পৌঁছে জয় তুলে নেওয়া অসম্ভব দেখাচ্ছিল না।
চিপকের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠান ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দাপুটে হাফ-সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস।
প্রথম ম্যাচে ৫৬ বলে ৮১ রান করা তাজমিন রবিবার দ্বিতীয় ম্যাচে ৩৯ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৩২ বলে ৪০ রান করেন অ্যানেক বোশ। তিনি ৬টি বাউন্ডারি মারেন। ১২ বলে ২২ রান করেন ক্যাপ্টেন লরা উলভার্ট। মারেন ৩টি চার। ১৪ বলে ২০ রান করেন মারিজান কাপ। তিনিও ৩টি চার মারেন।
ক্লোই টাইরন ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১২ রান করেন। ৯ বলে ১৪ রান করেন নাদিন ডি'ক্লার্ক। তিনিও ২টি চার মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ১২ রান করে নট-আউট থাকেন অ্যানেরি। ২ বলে ১ রান করেন এলিজ মারি।
আরও পড়ুন:- IND vs ZIM 2nd T20I: ইঁটের জবাব পাথর ছুঁড়ে দিল ভারত, ১০০ রানের বিরাট জয় গিলদের
ভারতের হয়ে ৪ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। ৪ ওভারে ৩৭ রান খরচ করে একজোড়া উইকেট দখল করেন পূজা বস্ত্রকার। শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে ৩৭ রান খরচ করে ১টি উইকেট নেন। ৩ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন রাধা যাদব।
ইনিংসের বিরতিতে বৃষ্টি নামলে ভারতের পক্ষে ব্যাট করতে নামা সম্ভব হয়নি। শেষমেশ বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। যার অর্থ দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের টি-২০ সিরিজে এখনও এগিয়ে ১-০ ব্যবধানে। মঙ্গলবার তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি হরমনপ্রীতদের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়।