গ্রুপ লিগ থেকে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ জিতে চলতি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। এবার খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণ আফ্রিকাও ফাইনালের আগে পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে। ভারত যেখানে সেমিফাইনাল গতবারের রানার্স ইংল্যান্ডকে হারিয়েছে, দক্ষিণ আফ্রিকা সেখানে সেমিফাইনালে পরাজিত করে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। সুতরাং, বিশ্বকাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলেই ধারণা ক্রিকেটপ্রেমীদের। এখন দেখার যে, রবিবারের ফাইনাল শেষে হাসি মুখে মাঠ ছাড়ে কোন দল।
IND vs SA U19 World Cup Final Live: টুর্নামেন্টের সেরা তৃষা
টুর্নামেন্টের ৭ ম্যাচে ১টি শতরান-সহ ৩০৯ রান সংগ্রহ করেন গঙ্গাদি তৃষা। সেই সঙ্গে তিনি বল হাতে মোট ৭টি উইকেটও দখল করেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ভারতের গঙ্গাদি তৃষা।
IND vs SA U19 World Cup Final Live: ম্যাচের সেরা তৃষা
বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ভারতের গঙ্গাদি তৃষা। তিনি প্রথমে বল হাতে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। পরে ৩৩ বলে অপরাজিত ৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।
IND vs SA U19 World Cup Final Live: ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত
দক্ষিণ আফ্রিকার ৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১১.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলে ম্যাচ জেতে। সেই সুবাদে টানা ২ বার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ৩৩ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন গঙ্গাদি তৃষা। তিনি ৮টি চার মারেন। ২২বলে ২৬ রান করে নট-আউট থাকেন সনিকা চালকে। তিনি ৪টি চার মারেন।
IND vs SA U19 World Cup Final Live: জিততে ভরতের দরকার ৩ রান
১০.২ ওভারে বোথার বলে চার মারেন সনিকা। ১০.৪ ওভারে বোথার বলে বাউন্ডারি মারেন তৃষা। ওভারে ৯ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮০ রান। জিততে ভারতের দরকার মাত্র ৩ রান।
IND vs SA U19 World Cup Final Live: ১০ ওভারে ১২ রান দরকার ভারতের
টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের দোরগোড়ায় ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। দশম ওভারে মোনালিসার বলে ৬ রান সংগ্রহ করে ভারত। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭১ রান। জিততে শেষ ১০ ওভারে মাত্র ১২ রান দরকার ভারতীয় দলের। ৩০ বলে ৪০ রান করেছেন তৃষা।
IND vs SA U19 World Cup Final Live: কাইলার ওভারে ৭ রান
নবম ওভারে কাইলা রেনেকে ৭ রান খরচ করেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৫ রান। ৩৮ বলে ব্যাট করছেন তৃষা। ১৪ রানে ব্যাট করছেন সনিকা। তৃষা ৭টি চার মেরেছেন। ২টি চার মেরেছেন সনিকা।
IND vs SA U19 World Cup Final Live: ৫০ টপকাল ভারত
সপ্তম ওভারে মাত্র ২ রান খরচ করেন কাইলা। অষ্টম ওভারে অ্যাশলেইয়ের বলে ১টি চার মারেন তৃষা এবং ১টি চার মারেন সনিকা। ওভারে ১২ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৮ রান। তৃষা ৩৪ রানে ব্যাট করছেন। ১২ রানে ব্যাট করছেন সনিকা।
IND vs SA U19 World Cup Final Live: পাওয়ার প্লে-র কেলা শেষ
ষষ্ঠ ওভারে কাউলিংয়ের বলে ১টি চার মারেন সনিকা। ওভারে ৮ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৪ রান। ব্যক্তিগত ২৮ রানে ব্যাট করছেন তৃষা।
IND vs SA U19 World Cup Final Live: রেনেকের শিকার কমলিনী
৪.৩ ওভারে কাইলা রেনেকের বলে লরেন্সের হাতে ধরা পড়েন জি কমলিনী। ১৩ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৩৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেনসনিকা চালকে।
IND vs SA U19 World Cup Final Live: নাইডুর বলে ৩টি বাউন্ডারি তৃষার
৩.২ ওভারে নাইডুর বলে চার মারেন তৃষা। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে আরও ২টি বাউন্ডারি মারেন তিনি। ওভারে মোট ১২ রান ওঠে। চার ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬ রান। তৃষা ১৪ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৬টি চার। ১০ বলে ৮ রান করেছেন কমলিনী।
IND vs SA U19 World Cup Final Live: কাইলার বলে বাউন্ডারি কমলিনীর
তৃতীয় ওভারে রেনেকের প্রথম বলে চার মারেন কমলিনী। ওভারে মোট ৬ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৪ রান। তৃষা ১৪ ও কমলিনী ৮ রানে ব্যাট করছেন।
IND vs SA U19 World Cup Final Live: কাউলিংয়ের ওভারে জোড়া বাউন্ডারি তৃষার
দ্বিতীয় ওভারে কাউলিংয়ের দ্বিতীয় বলে চার মারেন তৃষা। চতুর্থ বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। ওভারে ১১ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮ রান। তৃষা ৭ বলে ১৩ রান করেছেন। মেরেছেন ৩টি চার।
IND vs SA U19 World Cup Final Live: তৃষার বাউন্ডারিতে রান তাড়া শুরু ভারতের
যথারীতি গঙ্গাদি তৃষার সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামেন জি কমলিনী। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন নিনি। প্রথম ওভারের তৃতীয় বল তৃষার ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের পাশ দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করে ভারত।
IND vs SA U19 World Cup Final Live: সস্তায় অল-আউট দক্ষিণ আফ্রিকা
১৯.৬ ওভারে পারুনিকা সিসোদিয়ার বলে বৈষ্ণবী শর্মার হাতে ধরা পড়েন অ্যাশলেই ভ্যান উইক। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ৮২ রানে অল-আউট হয়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ৮৩ রান। ৪ বলে ২ রান করে নট-আউট থাকেন নিনি। পারুনিকা ৪ ওভারে ৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
IND vs SA U19 World Cup Final Live: একই ওভারে জোড়া শিকার বৈষ্ণবীর
১৮.১ ওভারে বৈষ্ণবীর বলে ছক্কা হাঁকান কাউলিং। ১৮.৩ ওভারে বৈষ্ণবীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কাউলিং। ২০ বলে ১৫ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ৮০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোনালিসা। ১৮.৫ ওভারে বৈষ্ণবীর বলে বোল্ড হন মোনালিসা। ২ বলে ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ৮০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিনি। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯ উইকেটে ৮১ রান। বৈষ্ণবী ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: পরপর ২ বলে ২ উইকেট তৃষার
১৭.৫ ওভারে গঙ্গাদি তৃষার বলে ভ্যান ভুরস্টকে স্টাম্প আউট করেন কমলিনী। ১৮ বলে ২৩ রান করেন ভ্যান। মারেন ৩টি চার। দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে ৬ উইকেট হারায়। ১৭.৬ ওভারে তৃষার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসে সেশনি নাইডু। সুতরাং, পরপর ২ বলে ২টি উইকেট নেন তৃষা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন নাইডু। দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই ভ্যান উইক। তৃষা ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: বৈষ্ণবীর ওভারে ৯ রান
১৭তম ওভারে বৈষ্ণবীর দ্বিতীয় বলে চার মারেন ভ্যান ভুরস্ট। ওভারে ৯ রান ওঠে। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৬৭ রান। ১৫ বলে ১৭ রান করেছেন ভ্যান ভুরস্ট। ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন বৈষ্ণবী শর্মা।
IND vs SA U19 World Cup Final Live: তৃষার ওভারে ৪ রান
১৬তম ওভারে গঙ্গাদি তৃষা ৪ রান খরচ করেন। ১৫.৫ ওভারে নিজের বলেই কাউলিংয়ের কঠিন ক্যাচ ছাড়েন তৃষা। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৫৮ রান। ১০ রানে ব্যাট করছেন ভ্যান ভুরস্ট। তৃষা ৩ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: আয়ুশির দুরন্ত বোলিং কোটা শেষ
১৫তম ওভারে আয়ুশির পঞ্চম বলে ১টি চার মারেন ভ্যান ভুরস্ট। ওভারে ৬ রান ওঠে। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৫৪ রান। আয়ুশি ৪ ওভারে ২টি মেডেন-সহ ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: পারুনিকার ওভারে ৩ রান
১৪তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন পারুনিকা সিসোদিয়া। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৪৮ রান। পারুনিকা ৩ ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: আয়ুশির শিকার কারাবো
১২.৪ ওভারে আয়ুশি শুক্লার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কারাবো মেসো। ২৬ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফে কাউলিং। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৪৫ রান। আয়ুশি ৩ ওভারে ২টি মেডেন-সহ ৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
IND vs SA U19 World Cup Final Live: তৃষার শিকার কাইলা
১১.৪ ওভারে গঙ্গাদি তৃষার বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে পারুনিকা সিসোদিয়ার হাতে ধরা পড়েন কাইলে রেনেকে। ২১ বলে ৭ রানের ধীর ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ৪০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভ্যান ভুরস্ট। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৪১ রান। তৃষা ২ ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: বৈষ্ণবীর ওভারে ৫ রান
১১তম ওভারে ৫ রান খরচ করেন বৈষ্ণবী শর্মা। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৩৮ রান। ৮ রানে ব্যাট করছেন কারাবো মেসো। ৬ রানে ব্যাট করছেন কাইলা রেনেকে। বৈষ্ণবী ২ ওভারে ৭ রান খরচ করেছেন।
IND vs SA U19 World Cup Final Live: অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে মাত্র ১ রান খরচ করেন গঙ্গাদি তৃষা। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৩৩ রান। বাকি অর্ধেক ইনিংসে কত রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা, সেটাই হবে দেখার।
IND vs SA U19 World Cup Final Live: বৈষ্ণবীর ওভারে ২ রান
নবম ওভারে মাত্র ২ রান খরচ করেন বৈষ্ণবী শর্মা। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৩২ রান। ১৬ বলে ৬ রান করেছেন কারাবো মেসো। ১৩ বলে ২ রান করেছেন কাইলা।
IND vs SA U19 World Cup Final Live: কৃপণ বোলিং পারুনিকার
অষ্টম ওভারে মাত্র ১ রান খরচ করেন পারুনিকা সিসোদিয়া। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৩০ রান। পারুনিকা ২ ওভারে ২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: জীবনদান পেলেন রেনেকে
৬.৩ ওভারে আয়ুশির বলে জীবনদান পান কাইলা রেনেকে। তাঁকে স্টাম্প আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন উইকেটকিপার কমলিনী। কাইলা তখন ১ রানে ব্যাট করছিলেন। ওভারে কোনও রান ওঠেনি। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ২৯ রান। আয়ুশি ২ ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে শবনমের দ্বিতীয় বলে চার মারেন কারাবো। ওভারে ৫ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ২৯ রান। শবনম ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA U19 World Cup Final Live: বল হাতে নিয়েই আয়ুশি ফেরালেন দিয়ারাকে
পঞ্চম ওভারে বল করতে আসেন আয়ুশি শুক্লা। তিনি প্রথম বলেই আউট করেন দিয়ারা রামলাকনকে। ৪.১ ওভারে আয়ুশির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দিয়ারা। ৮ বলে ৩ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কারাবো মেসো। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ২৪ রান।
IND vs SA U19 World Cup Final Live: শবনমের শিকার বোথা
উইকেট পাওয়া সত্ত্বেও পারুনিকাকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নেয় ভারত। চতুর্থ ওভারে ভারত বল করতে পাঠায় শবমন শাকিলকে। ওভারের শেষ বলে তিনি তুলে নেন জেমা বোথার উইকেট। ৩.৬ ওভারে শবনমের বলে উইকেটকিপার কমলিনীর হাতে ধরা পড়েন বোথা। ১৪ বলে ১৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। দক্ষিণ আফ্রিকা ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাইলা রেনেকে।
IND vs SA U19 World Cup Final Live: যোশিতার বলে ফের বাউন্ডারি বোথার
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভিজে যোশিতা। ওভারের দ্বিতীয় বলে চার মারেন বোথা। ওভারে মোট ৭ রান ওঠে। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১৮ রান। ব্যক্তিগত ১৫ রানে ব্যাট করছেন বোথা।
IND vs SA U19 World Cup Final Live: শুরুতেই লরেন্সকে ফেরালেন পারুনিকা
দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণ শানায় ভারত। বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার পারুনিকা সিসোদিয়া। ওভারের চতুর্থ বল হাওয়ায় ভেসে গেলেও ফাঁকায় পড়ে। ফলে বেঁচে যান বোথা। ওভারের শেষ বলে অর্থাৎ, ১.৬ ওভারে পারুনিকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লরেন্স। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দিয়ারা রামলাকন। পারুনিকা নিজের প্রথম ওভারে ১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
IND vs SA U19 World Cup Final Live: বোথার জোড়া বাউন্ডারিতে লড়াই শুরু দক্ষিণ আফ্রিকার
সিমোনে লরেন্সকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন জেমা বোথা। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভিজে যোশিতা। প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন বোথা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিতা।
IND vs SA U19 World Cup Final Live: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
জেমা বোথা, সিমোনে লরেন্স, দিয়ানা রামলাকন, ফে কাউলিং, কাইলা রেনেকে (ক্যাপ্টেন), কারাবো মেসো (উইকেটকিপার), মাইকে ভ্যান ভুরস্ট, সেশনি নাইডু, অ্যাশলেই ভ্যান উইক, মোনালিসা লেগোডি, এনথাবিশেং নিনি।
IND vs SA U19 World Cup Final Live: ভারতের প্রথম একাদশ
গঙ্গাদি তৃষা, জি কমলিনী (উইকেটকিপার), সনিকা চালকে, নিকি প্রসাদ (ক্যাপ্টেন), ঈশ্বরী আওসারে, মিথিলা বিনোদ, আয়ুশি শুক্লা, শবনম শাকিল, বৈষ্ণবী শর্মা, ভিজে যোশিতা ও পারুনিকা সিসোদিয়া। ভারত সেমিফাইনালের উইনিং কম্বিনেশন ধরে রেখে খেতাবি লড়াইয়ে মাঠে নামে।
IND vs SA U19 World Cup Final Live: বিশ্বকাপ ফাইনালে টস হারল ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস হারল ভারত। টস জিতে দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুতরাং, কুয়ালা লামপুরে টস হেরে রান তাড়া করবে ভারতীয় দল।
IND vs SA U19 World Cup Final Live: কাদের কাঁধে ভর করে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত?
মূলত দুই ওপেনার গঙ্গাদি তৃষা এ তিন বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মা, পারুনিকা সিসোদিয়া ও আয়ুশি শুক্লার পারফর্ম্যান্সে ভর করে ভারত চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে। বিস্তারিত পড়ুন:- IND vs SA U19 WC Final: দুই ওপেনার আর তিন বাঁ-হাতি স্পিনার, ফাইনালে তোলার ৫ কারিগরই আজ খেতাবি লড়াইয়ে বাজি ভারতের
IND vs SA U19 World Cup Final Live: দেখে নিন ভারতের স্কোয়াড
নিকি প্রসাদ (ক্যাপ্টেন), সনিকা চালকে, গঙ্গাদি তৃষা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, যোশিতা ভিজে, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া, কেশরী দৃথি, আয়ুশি শুক্লা, আনন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণবী এস।
IND vs SA U19 World Cup Final Live: কোন পথে বিশ্বকাপের ফাইনালে ভারত?
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে পরাজিত করে। ২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১০ উইকেটে পরাজিত করে। ৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে দেয়। ৪. সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায়। ৫. সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দেয়। ৬. সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে। বিস্তারিত পড়ুন:- India's Road To U19 WC Final: টানা হাফ-ডজন ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ভারত, কোন পথে আসে খেতাবি লড়াইয়ের টিকিট?
IND vs SA U19 World Cup Final Live: শেফালিদের জেতা বিশ্বকাপ ধরে রাখতে পারবে ভারত?
২০২৩ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের খেতাব জেতে শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। সেবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। শেফালিদের জেতা সেই বিশ্বখেতাব ধরে রাখাই চ্যালেঞ্জ নিকি প্রসাদদের সামনে।
IND vs SA U19 World Cup Final Live: ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালের লাইভ ব্লগে স্বাগত
কুয়ালা লামপুরের বেউমাস ওভালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে সম্মুখসমরে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ম্যাচের লাইভ স্কোর ও গুরুত্বপূর্ণ ঘটনার টাটকা আপডেট পাবেন এই ব্লগে।