তরুণ এবং প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার শুভমন গিল বৃহস্পতিবার এক সংবাদিক সম্মেলনে নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওডিআই উভয় সিরিজের জন্যই সহ-অধিনায়ক মনোনীত হয়েছেন গিল। গম্ভীরের স্পষ্ট কথাই এবং স্বচ্ছ পরিকল্পনাই শুভমন গিলের মনে ধরেছে। পাশাপাশি গিল ভবিষ্যৎ নিয়ে তাঁর ব্যক্তিগত উচ্চাকাঙ্খার কথাও শেয়ার করেছেন। বলেছেন যে, তিনি সব ফর্ম্যাটেই বহুমুখী প্রতিভা তুলে ধরতে চান এবং নিজের জায়গা পাকাপোক্ত করতে চান।
আরও পড়ুন: তিলকের চোটই ভাগ্য খুলে দিয়েছে- রিয়ান পরাগকে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে রাখার কারণ ফাঁস
মঙ্গলবার থেকে গম্ভীরের অধীনে প্র্যাকটিস করছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার পাল্লেকেলেতে এক সংবাদিক সম্মেলনে গিল দাবি করেছেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমরা সেই অনুযায়ী খেলতে চাই। এবং আশা করি, নতুন কোচিং স্টাফের অধীনে আমরা আরও সাফল্য পাব। এই প্রথম আমি ওঁর (গম্ভীর) সঙ্গে কাজ করছি।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘দু'টি নেট সেশনেই দেখলাম, ওঁর পরিকল্পনা এবং প্লেয়ারদের নিয়ে ধারণা ও ভাবনা খুব স্পষ্ট। কোন খেলোয়াড়ের থেকে কী চাইছেন, সেটা যেমন স্পষ্ট, তেমনই তাঁর পরিকল্পনাও প্লেয়ারদের সঠিক ভাবে বোঝাতে পারছেন তিনি।’
গিল একজন বহুমুখী ব্যাটসম্যান হয়ে উঠতে চান। সমস্ত ফরম্যাটে এবং খেলার বিভিন্ন পরিস্থিতিতে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে চান তিনি। তাঁর চূড়ান্ত লক্ষ্য হল, দলের সাফল্যে অবদান রাখা। পাশাপাশি তিনি যে কোনও পরিস্থিতিতে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হিসাবে তার অবস্থানকে মজবুত করার গুরুত্বও স্বীকার করেছেন।
আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
টি২০ বিশ্বকাপের সময়ে ভারতের রিজার্ভ দলে ছিলেন শুভমন গিল। ১৫ জনের মূল দলে সুযোগ পাননি। তরুণ ডান-হাতি ব্যাটার এটিকে এমন একটি ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছেন, যার উন্নতি প্রয়োজন এবং ভবিষ্যতে তিনি দলের অপরিহার্য সদস্য হয়ে উঠতে মরিয়া। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ চলাকালীন, আমি নিজের কাছ থেকে যে মান আশা করছিলাম, সেটা ধরে রাখতে পারিনি। আসন্ন চক্রে যেখানে আমরা ৩০-৪০টি টি-টোয়েন্টি খেলব, তাতে আমি ব্যাটসম্যান হিসাবে আমার পারফরম্যান্সের উন্নত করার চেষ্টা করব।’
২৪ বছরের তারকার লক্ষ্য থাকবে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সফরের পাশাপাশি পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজের জায়গা পাকা করা এবং সেই টুর্নামেন্টগুলোতে নিজের সেরাটা দেওয়া। গিলের দাবি, ‘আমরা জানুয়ারির আগে ১০টি (টেস্ট) ম্যাচ খেলছি, এবং আমি এর জন্য অপেক্ষা করছি, বিশেষ করে এর মধ্যে পাঁচটি অস্ট্রেলিয়ায়। এর পরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব, যা সত্যিই উত্তেজনাপূর্ণ হবে। কিন্তু এই ছ'টি ম্যাচ (৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে) টেস্ট ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’