দিল্লিতে অনুষ্ঠিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। আজ সকাল সকালই খেলা শেষ করে দেয় ভারত। চতুর্থ ইনিংসে সহজ টার্গেট তাড়া করতে নামা ভারতীয় দলের হয়ে অপরাজিত ৫৮ রান করেন ওপেনার কেএল রাহুল। এদিকে সাই সুদর্শন ৩৯ রান করে আউট হয়ে যান আজ। এদিকে শুভমন গিল ১৫ বলে ১৩ রান করে আউট হন। সুদর্শন এবং গিল, উভয়কেই আজ আউট করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। (আরও পড়ুন: 'জেতা ম্যাচ' হেরে ভারতকে নীচে পাঠাল বাংলাদেশ, হরমন-রিচারা এখন টেবিলের কোথায়?)
এদিকে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্পিনার কুলদীপ যাদব। তিনি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৮২ রানে ৫ উইকেট তোলেন। আর ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে কুলদীপ ১০৩ রানে ৩ উইকেট নেন। এদিকে এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা। আগের টেস্টে জাদেজার সেঞ্চুরি ছিল একটি। এদিকে দুই টেস্ট মিলিয়ে বল হাতে ৮ উইকেট নেন জাদেজা।
এদিকে এই সিরিজে ভারত যে যে নজির গড়েছে:
ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টানা ম্যাচ হারার নিরিখে দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ (২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৬টি টেস্ট)। অবশ্য দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা (১৯৮৬-৯৪, ৬ টেস্ট) এবং নিউজিল্যান্ডও (২০১০-১৬, ৬ টেস্ট) আছে। এদিকে কোনও একটি দলের বিরুদ্ধে টানা ম্যাচে অপরাজিত থাকার নিরিখে চতুর্থ স্থানে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০২ সাল থেকে এই এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে ভারত টানা অপরাজিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই তালিকায় শীর্ষ অবশ্য ইংল্যান্ড। তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৩০ থেকে ১৯৭৫ সালের মধ্যে টানা ৪৭ ম্যাচে অপরাজিত ছিল। এদিকে কোনও একটি দেশের বিরুদ্ধে টানা টেস্ট সিরিজ জয়ের নিরিখে ভরত শীর্ষে উঠে এসেছে। ২০০২ থেকে ওয়েস্ট ইন্ডিজকে এই নিয়ে ১০টি সিরিজে হারাল ভারত। দক্ষিণ আফ্রিকাও ওয়েস্ট ইন্ডিজকে ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে টানা ১০টি সিরিজে হারিয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহক হয়ে গেলেন শুভমন গিল (২৮৩৯)। এদিকে ভারতীয়দের মধ্যে অধিনায়ক হয়ে তৃতীয় দ্রুততম ১০০০ রানে পৌঁছলেন গিল। এদিকে ভারতীয়দের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ সেঞ্চুরির (১০) নজির এখন শুভমন গিলের। এদিকে একবছরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির (৫) মালিকও এখন গিল। এদিকে ভারতের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন গিল, দীর্ঘ ৪৭ বছর পর ফের এমনটা হয়েছে।
এদিকে টেস্ট ক্রিকেটে ছক্কার নিরিখে ধোনিকে (৭৮) ছাড়িয়ে গেলে জাদেজা (৮০)। তালিকায় এখনও চতুর্থ স্থানে আছেন জাদু। এদিকে এই শতাব্দীতে যশস্বী প্রথম ক্রিকেটার যিনি ২৩ বছর বয়সে টেস্টে পাঁচটি ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। এই তালিকায় সার্বিক ভাবে দ্বিতীয়স্থানে আছেন জয়সওয়াল। শীর্ষে ব্র্যাডম্যান। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম পাঁচটি জুটিতেই ৫০ বা তার বেশি রান হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমনটা ঘটেছে দীর্ঘ প্রায় ৬৫ বছর পরে।
