সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এর ফলে ১৯তম এশিয়ান গেমসে ভারতের আরও একটি পদক নিশ্চিত হল।
Asian Games 2023 পদক নিশ্চিত করল ভারত
এদিন বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে Asian Games 2023 আরও একটি মেডেল নিশ্চিত করল ভারত। মহিলাদের ক্রিকেটে ফাইনালে উঠেছে তারা। ফলে সিলভার বা গোল্ড যে কোনও একটি পদক জিততে পারে স্মৃতিরা। তবে এখন দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ জিতে যারা ফাইনালে উঠবে তাদের সঙ্গে ভারতকে লড়াই করতে হবে। আর ফাইনাল জিতলেই সোনা জিতবে ভারত।
IND W vs BAN W Live Match: আট উইকেটে জিতল ভারত
বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে দিল ভারত। মাত্র ৮.২ ওভারেই লক্ষ্য অর্জন করল স্মৃতি-শেফালিরা। তবে এর মধ্যে তারা দুই উইকেট হারিয়েছে
IND W vs BAN W Live Match: আউট শেফলি
মাত্র ১৭ রান করে আউট হলেন শেফালি। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
IND W vs BAN W Live Match: ৬ ওভারে ভারতের স্কোর ৩৪/১
শেষ হল পাওয়ার প্লে। ভারতের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান। ভারতকে জিততে হলে কত হবে আর ১৮ রান।
ভারতের প্রথম উইকেটের পতন
IND W vs BAN W Live Match: ভারতের প্রথম উইকেটের পতন। আউট হলেন স্মৃতি। মাত্র সাত রান করে সাজঘরে ফিরলেন তিনি।
IND W vs BAN W Live Match: ৩ ওভারে ভারতের স্কোর ১৪/০
৩ ওভার শেষে ভারতের স্কোর ১৪ রান। স্মৃতি ৭ রান করে খেলছেন এবং শেফালি তিন করে ক্রিজে রয়েছেন।
২ ওভারে ভারতের স্কোর ১০/০
৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করল ভারত। ২ ওভার শেষ ১০ রান তুলল ভারত।
IND W vs BAN W Live Match: ইনিংসের শুরু করলেন স্মৃতি-শেফালি
ইনিংসের শুরু করলেন স্মৃতি-শেফালি। প্রথম ওভারেই ভারত তুলল ৮ রান। যার মধ্য স্মৃতি করলেন চার রান ও বাকি চার রান এক্সট্রা দিল বাংলাদেশ।
IND W vs BAN W Live Match: ৫১ রানে শেষ বাংলাদেশের ইনিংস
মাত্র ৫১ রানের মধ্যেই শেষ হল বাংলাদেশের ইনিংস। শেষ উইকেটটি নিলেন রাজেশ্বরী গায়কোয়াড়। ম্যাচ জিতে ফাইনালে উঠতে হলে ভারতের দরকার মাত্র ৫২ রান।
IND W vs BAN W Live Match: ৫০ টপকাল বাংলাদেশ, হারাল ৯ উইকেট
অতি কষ্টে ৫০ টপকাল বাংলাদেশ। তবে এর মধ্যে তারা হারাল ৯ উইকেট। শেষ উইকেটটি নিলেন দেবীকা বৈদ্য।
IND W vs BAN W Live Match: ৩৯ রানে ৮ উইকেটের পতন
১২.৬ ওভারে মার ৩৯ রানের মধ্যেই আট উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। ভারতীয় বোলিং-এর সামনে ভেঙে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। রিতু মনিকে আউট করলেন পূজা বস্ত্রকার। ফলে এদিন এখনও চার উইকেট শিকার করলেন পূজা বস্ত্রকার।
IND W vs BAN W Live Match: ৩৩ রানে ৭ উইকেটের পতন
৩৩ রানের মধ্যে ৭ উইকেট হারাল বাংলাদেশ। রাবেয়া খানকে বোল্ড করেন অমনজোৎ কৌর। মাত্র ১০.৫ ওভারেই অর্ধেকের বেশি উইকেটের পতন হল বাংলাদেশের।
IND W vs BAN W Live Match: ২৫ রানে ছয় উইকেটের পতন
মাত্র ২৫ রানের মধ্যেই ৬ উইকেট হারাল বাংলাদেশ। নিগার সুলতানা ও ফাহিমা খাতুন রান আউট হন। ফলে স্মৃতিরা এখন চালকের আসনে রয়েছেন।
IND W vs BAN W Live Match: চতুর্থ উইকেটের পতন
আবার একটা উইকেট হারাল বাংলাদেশ। শোর্না আখতারকে বোল্ড করলন তিতাস সাধু। ২১ রানের মধ্যে চার উইকেট হারাল বাংলাদেশ।
IND W vs BAN W Live Match: তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশের তৃতীয় উইকেট শিকার করলেন পূজা বস্ত্রকার। সোবানাকে ব্যাক্তিগত আট রানে ফেরালেন তিনি। ১৮ রানে তিন উইকেট হারাল বাংলাদেশ।
IND W vs BAN W Live Match: ৪ ওভারে বংলাদেশের স্কোর ১৭/২
দারুণ শুরু করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে নেওয়ার পরে বাংলাদেশকে চাপে রেখেছে তারা। চার ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭/২ রান।
IND W vs BAN W Live Match: প্রথম ওভারেই দু উইকেট হারাল বাংলাদেশ
দারুণ শুরু করল ভারত। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিল ভারত। পূজা বস্ত্রকারের ওভারে শূন্য রানে সাজঘরে ফিরলেন সাথি রাণি ও শামিমা সুলতানা। প্রথম ওভারে বাংলাদেশের স্কোর ৫/২ রান।
INDIA VS BANGLADESH LIVE SCORE: টসে জিতল বাংলাদেশ
টসে জিতল বাংলাদেশ এবং তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগে বল করতে নামবে ভারত। পরে রান তাড়া করবে ভারতের মহিলা দল।
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
বৃষ্টির জন্য ভারত বনাম মালয়েশিয়ার প্রথম কোয়ার্টার ফাইনাল মাঝপথেই ভেস্তে যায়। বাছাই তালিকার শীর্ষে থাকার সুবাদে সেমিফাইনালে ওঠে ভারত। বাংলাদেশ বনাম হংকং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাছাই তালিকায় এগিয়ে থাকার সুবাদে শেষ চারের টিকিট পেয়েছিল বাংলাদেশ। এবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে শীর্ষবাছাই হওয়ার সুবাদে ফাইনালে উঠবে ভারত।