অগস্টের শুরুতেই এ-দলের মাল্টি ফর্ম্যাট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাচ্ছে ভারতের মহিলা ক্রিকেট দল। অজিদের বিরুদ্ধে ৭ ম্যাচের সেই সিরিজের জন্য অভিন্ন স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ জনের স্কোয়াডে জায়গা পেলেন বাংলার তারকা ক্রিকেটার সাইকা ইশাক।
আসন্ন এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা হয়নি সাইকার। তবে হরমনপ্রীতদের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে তাঁর শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার কথা। এশিয়া কাপের শেষেই ভারতীয়-এ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন সাইকা।
অস্ট্রেলিয়ায় তিন ফর্ম্য়াটেই ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেবেন মিন্নু মনি। ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন স্বেতা শেরাওয়াত। দুই উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রয়েছেন উমা ছেত্রী ও শিপ্রা গিরি। উল্লেখ্য, রিচা ঘোষের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ভারতের এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন উমা।
ভারতীয়-এ দলের স্কোয়াডে রয়েছেন আগ্রাসী ব্যাটার কিরণ নভগির। এছাড়া সিনিয়র দলের হয়ে মাঠে নামা প্রিয়া পুনিয়া, মন্নত কাশ্যপ, মেঘনা সিং, সজীবন সজনারাও রয়েছেন ১৮ জনের স্কোয়াডে। জাতীয় নির্বাচকরা শবমন শাকিলকে শর্তসাপেক্ষে ভারতীয় স্কোয়াডে জায়গা করে দিয়েছেন। পুরোপুরি ফিট থাকলে তবেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তিনি। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে সাইমা ঠাকরকে।
অস্ট্রেলিয়া সফরে ৩টি টি-২০ খেলবে ভারতীয়-এ দল। ঠিক তার পরেই খেলা হবে ৩টি ৫০ ওভারের ম্যাচ। সব শেষে অজিদের বিরুদ্ধে একটি ৪ দিনের বেসরকারি টেস্টে মাঠে নামবেন সাইকা ইশাকরা।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের-এ দল
মিন্নু মনি (ক্যাপ্টেন), স্বেতা শেরাওয়াত (ভাইস ক্যাপ্টেন), প্রিয়া পুনিয়া, শুভা সতীশ, তেজল হাসাবনিস, কিরণ নভগির, সজীবন সজনা, উমা ছেত্রী (উইকেটকিপার), শিপ্রা গিরি (উইকেটকিপার), রাঘবি বিস্ট, সাইকা ইশাক, মন্নত কাশ্যপ, তনুজা কানওয়ার, প্রিয়া মিশ্র, মেঘনা সিং, সায়লি সাতঘরে, শবনম শাকিল ও এস যশশ্রী। স্ট্যান্ড বাই- সাইমা ঠাকর।
ভারত-এ বনাম অস্ট্রেলিয়া-এ মাল্টি ফর্ম্যাট সিরিজের সূচি
১. প্রথম টি-২০: ৭ অগস্ট, বুধবার (অ্যালান বর্ডার ফিল্ড)।
২. দ্বিতীয় টি-২০: ৯ অগস্ট, শুক্রবার (অ্যালান বর্ডার ফিল্ড)।
৩. তৃতীয় টি-২০: ১১ অগস্ট, রবিবার (অ্যালান বর্ডার ফিল্ড)।
৪. প্রথম ওয়ান ডে: ১৪ অগস্ট, বুধবার (ম্যাকে)।
৫. দ্বিতীয় ওয়ান ডে: ১৬ অগস্ট, শুক্রবার (ম্যাকে)।
৬. তৃতীয় ওয়ান ডে: ১৮ অগস্ট, রবিবার (ম্যাকে)।
৭. একমাত্র বেসরকারি টেস্ট: ২২ অগস্ট থেকে ২৫ অগস্ট (গোল্ড কোস্ট)।