বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে বহু সময় বিভিন্ন মহলেই বিভিন্ন আলোচনা হয়ে থাকে। অবশ্যই চর্চার বিষয়টা যে খুব একটা ইতিবাচক কারণে এতদিন ছিল না সেকথা বলাই বাহুল্য। বিরাট-গম্ভীররাও সেকথা আলবাত জানেন। এই যেমন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর বাংলাদেশ সিরিজ শুরুর আগেই একসঙ্গে সাক্ষাৎকার দিতে বসে প্রথমেই তাঁদের নিজেদের অতীতের তিক্ত সম্পর্ক নিয়েই খুনসুটি করে নেন। এরপর অবশ্য অতীতে খারাপ স্মৃতিগুলো ভুলে ভালো দিনগুলোর দিকেই নজর দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল যেভাবে বিদেশের মাটিতেও কলার তুলে ঘুরে বেড়ানো শিখিয়েছে, তাঁর জন্য কোহলিকে কৃতিত্ব দিচ্ছেন গৌতি।
বিদেশের মাটিতে ভারতীয় দলের পারফরমেন্স বেশ ভালো হয়েছিল বিরাট কোহলির অধিনায়কত্বে। বিরাট নিজে যেমন রানের মধ্যে থাকতেন, তেমনই জিতেছেন অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ। ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজে ভালো ফল ছিল কোহলির নেতৃৃত্বাধীন টিম ইন্ডিয়ার। বিরাট দলের অধিনায়ক হওয়ার পর যে পেস বোলিং সেনা তিনি গড়ে তুলেছিলেন, তাঁরাই ভারতের বিদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে সাফল্যের অন্যতম কারণ হিসেবে মনে করছেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান করা গৌতম গম্ভীর তথা বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর।
সম্প্রতি বিসিসিআইয়ের আয়োজিত এক মজাদার সাক্ষাৎকারেই একসঙ্গে বসেছিলেন বিরাট এবং গৌতম গম্ভীর। সেখানেই কোহলিকে উদ্দেশ্য করে টিম ইন্ডিয়ার নয়া কোচ বলেন, ‘আমি বুঝতে পারি একটা ২৫ বছরের ছেলের ওপর দিয়ে কি যায়, যখন সে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হয়। যেটা তুমি সব থেকে ভালো করেছিলে, সেটা হচ্ছে দুর্দান্ত একটা বোলিং ইউনিট তৈরি করেছিলে। সেই কারণেই টেস্টে ২০ উইকেট নিয়ে ম্যাচ জিতত ভারত। যতদিন না ভারতের বোলিং লাইন আপ ভালো হত, ততদিন বিদেশে টেস্ট ম্যাচ জেতা সম্ভব হত না। ’।
বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন টেস্টে তাঁর রেকর্ড যে কোনও অধিনায়কের কাছেই ঈর্শণীয়। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড তো আছেই ২০১৭ সালে। দেশের হয়ে ৬৮টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে বিরাট কোহলি জিতেছিলেন ৪০টি ম্যাচ, ১১টি ম্যাচ ড্র হয়েছিল। হেরেছিলেন মাত্র ১৭ টেস্ট, অর্থাৎ জয়ে শতাংশ ছিল ৫৮.৮২। সেই সময় টানা তিন বছর টেস্ট ফরম্যাটে আইসিসির ক্রমতালিকায় ভারত এক নম্বরে ছিল।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
অধিনায়ক হিসেবে বিরাটকে কৃতিত্ব দিয়েই গৌতি বলছেন, ‘ভারতের ভালো পারফরমেন্সের কৃতিত্ব তোমারই। কারণ একজন ব্যাটার হিসেবে এটা খুব সহজ ভালো ব্যাটিং লাইন আপ নিয়ে বড় রান করে দেওয়া। কিন্তু যেভাবে তুমি বিষয়টা ধরেছিলে আর যে মানসিকতা তুমি বোলারদের মধ্যে এনে দিয়েছিলে সেটা দারুণ ছিল। শামি, উমেশ, বুমরাহ, ইশান্তদের নিয়ে এরপর বিদেশে টেস্ট জেতা শুরু হয় ধারাবাহিকভাবে ’।