ভারতীয় দল বিশ্বক্রিকেটের একমাত্র দল, যেখানেই তাঁরা যায় সেখানেই তাঁরা প্রচুর সমর্থকের সমর্থন পায়। সেটা অস্ট্রেলিয়ার মাঠে হোক কি দঃ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ হোক কিংবা শ্রীলঙ্কা। সচিন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, বদলায়নি চিত্রটা। টিম ইন্ডিয়াকে সমর্থন করতে বিদেশের মাটিতেও ভিড় জমান ভারতীয়রা।
ভারতীয় দলের অনুশীলন দেখতে ভিড়-
এদেশ থেকে যেতে না পারলেও, সেদেশে বসবাসকারী ভারতীয়রাও কম যান না টিম ইন্ডিয়াকে সমর্থন করার দিকে থেকে। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়ায়। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু দিন রাতের পিঙ্ক বল টেস্ট। তাঁর আগে টিম ইন্ডিয়ার অনুশীলন চলছে, সেখানেই দেখা গেল ব্যাপক ভিড়।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
পার্থে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে-
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে জিতেছেন যশস্বী জয়সওয়াল, জসপ্রীত বুমরাহদের ভারত। যশস্বী ১৬১ রান করলেও দুরন্ত বোলিং করে ম্যাচ জেতান স্টপ গ্যাপ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মা, শুভমন গিলের অনুপস্থিতিতেও যেভাবে টিম ইন্ডিয়া দাপট দেখিয়ে সিরিজ শুরু করেছে, তাতে আত্মবিশ্বাস পেয়ে গেছে ভারতীয় দলের ভক্তরাও।
রোহিত দলে যোগ দিয়েছেন, বিরাটও শতরান করেছেন-
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিরাট কোহলিও রয়েছেন রানের মধ্যে। এই অবস্থায় ভারতীয় দল যে আত্মবিশ্বাসের চূড়ায় থাকবে তাই স্বাভাবিক। আর এরই মধ্যে বিরাটদের অনুশীলনে হাজির হয়ে তাঁদের ভালোবাসা এবং সমর্থনে ভাসিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ভক্তরা। অস্ট্রেলিয়ার মাটিতে সাধারণ নেট সেশনেও দেখা মিলল প্রায় হাজারের কাছাকাছি দর্শকের।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
অস্ট্রেলিয়ার নেট সেশনে সমর্থকদের ভিড় কম-
অস্ট্রেলিয়া দল নিজেদের দেশের মাটিতে ম্যাচ খেলে যেখানে হাতে গোনা কয়েকজন সমর্থক গেলেন তাঁদের সমর্থন করতে, সেখানেই টিম ইন্ডিয়ার হয়ে হাজির হাজারো সমর্থক। এই বিষয়টাই ভারতীয় ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে। বিগ ব্যাশ লিগের মতো বহু লিগ থাকলেও ভারতীয় ক্রিকেটভক্তরাই আইপিএলকে বিশ্বের সেরা লিগ বানিয়ে তুলেছেন। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে যে ভারতীয়রা মাঠ ভরাবেন রোহিতদের জয়ের আশায়, সেটা নেট সেশনে ভিড় দেখেই আশা করা যায়।