১ নভেম্বর থেকে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় এবং অন্তিম টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ এখন মাস্ট উইন, কারণ সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন জিইয়ে রাখতে গেলে এই ম্যাচে জিততেই হবে রোহিতেদর। এরপরেও অবশ্য আরও একাধিক ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে জিততে হবে বিরাট কোহলিদের।
আরও পড়ুন-যখন কেউ ছিল না গম্ভীরই ছিলেন! ভারতীয় নন, এই বিদেশিকে আইডল মানেন নাইটদের রমনদীপ!
বেঙ্গালুরুতে অধিনায়কের একটা ভুল সিদ্ধান্তই কার্যত টেস্ট হারের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর পুণেতে স্পিনিং ট্র্যাকে খেলতে নেমে কিউয়িদের জন্য পাতা ফাঁদে নিজেরাই পা দিয়ে টেস্ট হেরে বসেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মনে করা হয়েছিল সেই ভুল থেকেই হয়ত শিক্ষা নেবে ভারত, কিন্তু কোথায় কি? আবারও স্লো উইকেট চায় টিম ইন্ডিয়া
আরও পড়ুন-জিম্বাবোয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বাবরকে! মানেনি PCB… অভিমানেই পদত্যাগ কার্স্টেনের!
মুম্বইতেও স্লো উইকেট চাইছে ভারত-
এরই মধ্যে মনে করা হয়েছিল, গত ম্যাচে ২০বারের মধ্যে ১৯বারই কিউয়ি স্পিনারদের হাতে আউট হওয়া ভারতীয় দল হয়ত আর মুম্বইতে স্পিনিং ট্র্যাক চাইবেন না। কারণ বিরাট থেকে রোহিত, কিংবা সরফরাজ গিল, স্পিন খেলার ক্ষেত্রে তাঁদের যে দুর্বলতা সেটা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। যদিও শোনা যাচ্ছে, মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের পিচ কিউরেটরের কাছে স্লো টার্নার পিচেরই আবেদন জানিয়েছে ভারত।
আরও পড়ুন-হোম অ্যাডভান্টেজ কাজে না লাগিয়েও বর্ডার গাভাসকর সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! হুঙ্কার হেডেনের…
ওয়াঙ্খেড়েতে টস বড় ফ্যাক্টর হবে-
মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের পিচ সাধারণত লালমাটির হয়ে। সেক্ষেত্রে উইকেটে এমনিতেই বাউন্স থাকে। সেই সঙ্গে যদি প্রথম দিন থেকেই ভারতীয় দলের চাহিদাস মতো বল টার্ন হওয়া শুরু করে তাহলে টস বড় ফ্যাক্টর হতে পারে। কারণ দুই দলই চাইবে উইকেট কিছুটা স্পোর্টিং থাকতে থাকতেই এই পিচে যদি প্রথম ইনিংসে ব্যাট করে রান তুলে নেওয়া যায়। সেক্ষেত্রে টস জিতলে ব্য়াটিং নিতে চাইবে দুই দলই।
আরও পড়ুন-পাকিস্তানের মুখের গ্রাস ছিনিয়ে অজিদের জিতিয়েছিলেন T20 বিশ্বকাপ! অবসর সেই অজি তারকার…
ওয়াঙ্খেড়েতে অশ্বিনের পারফরমেন্স নজরকাড়া-
মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের পিচ অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের কাছে বেশ পছন্দের। কারণ এখানে পাঁচটি ম্যাচ খেলেছেন অশ্বিন। তারই মধ্যে তুলে নিয়েছেন ৩৮টি উইকেট, গড় ১৮.৪২। রবীন্দ্র জাদেজা এই মাঠে একটি ম্যাচে নেমে ৬ উইকেট নিয়েছিলেন। ফলে ডানহাত- বাঁহাত স্পিনিং কম্বিনেশনেই চেনা ছক মেনেই আবারও স্লো উইকেটেই কিউয়িদের হারানোর লক্ষ্যে ভারত।
পিচে ঘাস দেখা যাচ্ছে না-
ম্যাচের দুদিন আগেও পিচে তেমন ঘাসের দেখা পাওয়া যায়নি। সপ্তাহের শুরুর দিকে উইকেটে হাল্কা ঘাস লক্ষ্য করা গেছিল, মনে করা হয়েছিল হয়ত পুণে টেস্টে হার থেকে শিক্ষা নিয়েছে টিম ইন্ডিয়া। যদিও যে রিপোর্ট প্রকাশ্যে আসছে, সেই অনুযায়ী টিম ইন্ডিয়া আবারও মুম্বইতে স্লো উইকেটই চেয়েছেন, কারণ এই পদ্ধতিতেই এতকাল সাফল্য পেয়েছে তাঁরা। ম্যাচের আগে পিচে হাল্কা জল দেওয়ার পর দীর্ঘক্ষণ রোদ্দুরে পিচকে শুকনো করার জন্য খুলে রাখা হয়েছে।