নিউ ইয়র্কে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। মুম্বই থেকে শনিবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হন রোহিতরা। দলের মূল স্কোয়াডের ১৫ জনের বেশিরভাগ সদস্য এবং রিজার্ভে থাকা অধিকাংশ সদস্য রওনা দিয়েছিলেন আমেরিকাতে।তবে রোহিত শর্মা,ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজারা উড়ে গেলেও তাদের সঙ্গে দেখা যায়নি বিরাট কোহলি, সঞ্জু স্যামসন এবং হার্দিক পান্ডিয়াকে। ফলে এই তিন ক্রিকেটারকে নিয়ে নানা মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।কি কারণে গোটা দল গেলেও এই তিন ক্রিকেটার গেলেন না তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।তবে দিনশেষে বোর্ড সূত্রে পাওয়া খবরের পর সেই সমস্ত ধোঁয়াশার উত্তর খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন-জিতল নাইট রাইডার্স তবে চিপকের মাঠে SRK-র গলায় সিএসকে ধ্বনি, দেখুন ভিডিয়ো
ভারতীয় দলের প্রথম থেকেই দুটি ব্যাচে ভাগ হয়ে আমেরিকা যাওয়ার কথা ছিল। আইপিএলের গ্রুপ পর্ব শেষ হলে এক দল আর ফাইনাল শেষ হলে আরেক দলের যাওয়ার কথা ছিল। তবে আইপিএলের ফাইনালে যেহেতু যে দুটি ফ্র্যাঞ্চাইজি উঠেছে তাতে বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোন ভারতীয় ক্রিকেটার না থাকায় আশা করা হয়েছিল গোটা দল একসঙ্গে রওনা দেবে।তবে বাস্তবে তা হয়নি।এর কারণ হিসেবে বিসিসিআইয়ের সূত্রে বলা হয়েছে বিরাট কোহলি আগে থেকেই বিসিসিআইকে জানিয়েছিলেন যে তিনি দলের সঙ্গে আমেরিকাতে পরে যোগ দিতে চান। বিরাট বিসিসিআইকে জানিয়েছেন তিনি ৩০ মে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন। সঞ্জু স্যামসন এবং হার্দিক পান্ডিয়ার তরফেও বিসিসিআইকে জানানো হয় তারাও পরবর্তীতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তবে তাঁরা ঠিক কবে দেশ থেকে রওনা দেবেন তা জানাননি। বিসিসিআইয়ের তরফে এই তিন তারকার পরে দলের সঙ্গে যোগ দেওয়ার আবেদনকে মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন-IPL 2024-প্লে অফে টানা অর্ধশতরান,বিরাট-রোহিতদের পিছনে ফেলে রেকর্ড KKR-এর বেঙ্কটেশ আইয়ারের
প্রসঙ্গত বিরাট কোহলি এবং সঞ্জু স্যামসন দুজনেই তাদের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের প্লে অফে খেলেছেন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স দল এবার প্লে অফে উঠতেই পারেনি।ফলে হার্দিক ১৭ মে শেষ ম্যাচ খেলেছেন আইপিএলে। প্রথম ব্যাচে আমেরিকা গিয়েছেন রোহিত শর্মা,ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা,শুভমন গিল,অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং,মহম্মদ সিরাজ,কুলদীপ যাদব এবং শিবম দুবে। যা জানা যাচ্ছে বিরাট অনেক আগেভাগেই বিসিসিআইকে তাঁর বিষয়টি জানিয়ে রেখেছিলেন। বিরাটের এই মিনি ব্রেকের কারণে বিসিসিআইয়ের তরফে তাঁর ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট তাও দেরি করে রাখা হয়েছিল।
ভারত ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। বিরাট যদি ৩০ মে ভারত থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তাহলে তাঁর পক্ষে আদৌও এই ম্যাচ খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকবেই। সঞ্জুর বিষয়ে জানা গিয়েছে তিনি ব্যক্তিগত কাজে দুবাই যাবেন।সেখান থেকেই তিনি নিউ ইয়র্কের বিমান ধরবেন। অন্যদিকে যা খবর তাতে হার্দিক পান্ডিয়া নাকি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তাঁর ব্যক্তিগত কাজে। তিনি সেখান থেকে সরাসরি বিমান ধরে নিউ ইয়র্কে দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপ স্কোয়াডের দ্বিতীয় ব্যাচে থাকছেন যশস্বী জয়সওয়াল,যুজবেন্দ্র চাহালরা।